Q. World Athletics Day পালন করা হয় –
(a) ৭ই মে
(b) ১১ই মে
(c) ১২ই মে
(d) ১৪ই মে
Answer – (a) ৭ই মে
Q. বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালন করা হয় –
(a) ১ই মে
(b) ৭ই মে
(c) ৮ই মে
(d) ১০ই মে
Answer – (c) ৮ই মে
Q. কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন –
(a) অজয় বাঙ্গা
(b) টি.এস. শিবাজ্ঞানম
(c) পি. কৃষ্ণ ভাট
(d) অজিত কুমার মোহান্তি
Answer – (b) টি.এস. শিবাজ্ঞানম
Q. World Bank-এর পরবর্তী প্রেসিডেন্ট পদে নিযুক্ত হচ্ছেন –
(a) অজিত কুমার মোহান্তি
(b) পি. কৃষ্ণ ভাট
(c) অজয় বাঙ্গা
(d) টি.এস. শিবাজ্ঞানম
Answer – (c) অজয় বাঙ্গা
Q. পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের জন্য HUDCO Award জিতলো –
(a) উত্তরপ্রদেশ
(b) উড়িষ্যা
(c) পশ্চিমবঙ্গ
(d) গুজরাট
Answer – (a) উত্তরপ্রদেশ
Q. Man of the Century” হিসাবে সম্মানিত হলেন সমাজবিদ –
(a) যোগী আদিত্য নাথ
(b) গিরিশ চন্দ্র রায়
(c) পন্ডিত রবিশঙ্কর
(d) পন্ডিত রামকিশান
Answer – (d) পন্ডিত রামকিশান
Q. সবচেয়ে বেশি বাজার ঋণ নেওয়া রাজ্যের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে –
(a) গুজরাট
(b) তামিলনাড়ু
(c) পশ্চিমবঙ্গ
(d) উত্তরপ্রদেশ
Answer – (b) তামিলনাড়ু
Q. 2023 World Press Freedom Index-এ ভারতের স্থান –
(a) ১২৮
(b) ১৪৫
(c) ১৫৭
(d) ১৬১
Answer – (d) ১৬১
Q. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এক্সটার্নাল অডিটর হিসাবে পুনরায় নির্বাচিত হলেন –
(a) গিরীশ চন্দ্র মুর্মু
(b) অনিকা বোস
(c) সিদ্দারামাইয়া
(d) নিরাজ চোপড়া
Answer – (a) গিরীশ চন্দ্র মুর্মু
Q. প্রথম Global Chess League হোস্ট করবে –
(a) সৌদি আরব
(b) কাতার
(c) দুবাই
(d) নেপাল
Answer – (c) দুবাই
Q. দ্রুততম ক্রিকেটার হিসেবে ODI ক্রিকেটে ৫০০০ রান সম্পূর্ণ করলেন –
(a) বাবর আজম
(b) জো রুট
(c) বিরাট কোহলি
(d) ক্যামরন গ্ৰিন
Answer – (a) বাবর আজম
Q. World Test Championship 2021-23 ফাইনালের পুরস্কার মূল্য হিসাবে ICC কত টাকা ঘোষণা করলো –
(a) ২৫.৬ কোটি
(b) ৩০ কোটি
(c) ৩১.৪ কোটি
(d) ৩৫.৭ কোটি
Answer – (c) ৩১.৪ কোটি
Q.প্রথম ASEAN – India Maritime Exercise শুরু হলো –
(a) আমেরিকাতে
(b) জাপানে
(c) সিঙ্গাপুরে
(d) কাতার
Answer – (c) সিঙ্গাপুরে
Q. Soaring Eagle Exercise” শুরু করলো –
(a) ভারতের বায়ুসেনা
(b) দক্ষিণ কোরিয়ার বায়ুসেনা
(c) আমেরিকার বায়ুসেনা
(d) রাশিয়ার বায়ুসেনা
Answer – (b) দক্ষিণ কোরিয়ার বায়ুসেনা
Q. Collective Spirit, Concrete Action’ শিরোনামে বই লিখলেন –
(a) শশী শেখর ভেম্পতি
(b) নারায়ণ ভাঘুল
(c) কস্তুরী রায়
(d) মনোজ কুমার
Answer – (a) শশী শেখর ভেম্পতি
Q. Reflections” শিরোনামে বই লিখলেন –
(a) কস্তুরী রায়
(b) নারায়ণন ভাঘুল
(c) মনোজ কুমার
(d) গৌরী খান
Answer – (b) নারায়ণন ভাঘুল
Q. ময়ূরভঞ্জ জেলায় ‘Addiction Free Odisha’ ক্যাম্পেইন লঞ্চ করলেন –
(a) নরেন্দ্র মোদী
(b) যোগী আদিত্য নাথ
(c) দ্রৌপদী মুর্মু
(d) ভূপেশ বাঘেল
Answer – (c) দ্রৌপদী মুর্মু
Q. গ্রামীণ শিশুদের জন্য ‘Pahal’ নামে অনলাইন এডুকেশন প্রোগ্রাম লঞ্চ করা হলো –
(a) উত্তরপ্রদেশে
(b) কেরালা
(c) উড়িষ্যা
(d) গুজরাট
Answer – (a) উত্তরপ্রদেশে
Q. Bank of Baroda-র নতুন CEO এবং MD পদে নিযুক্ত হলেন –
(a) ভূপেশ বাঘেল
(b) চন্দ্রশেখর রাও
(c) দেবদত্ত চাঁদ
(d) বিজয় দদা
Answer – (c) দেবদত্ত চাঁদ
Q. Bank of India-র নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন –
(a) ভূপেশ বাঘেল
(b) চন্দ্রশেখর রাও
(c) দেবদত্ত চাঁদ
(d) রাজনীশ কর্ণাটক
Answer – (d) রাজনীশ কর্ণাটক