Q.  World Youth Skills Day পালন করা হয় –

(a) ১৫ই জুলাই

(b) ১৬ই জুলাই

(c) ১৭ই জুলাই

(d) ১৮ই জুলাই

Answer – (a) ১৫ই জুলাই

Q. বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয় –

(a) ২৫শে জুলাই

(b) ২৬শে জুলাই

(c) ২৮শে জুলাই

(d) ২৯শে জুলাই

Answer – (c) ২৮শে জুলাই

Q. Central Bureau of Investigation (CBI) -এর স্পেশাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন –

(a) পি.এম.প্রসাদ

(b) অজয় ভাটনগর

(c) আধব অর্জুন

(d) সিরিশা ভোরুগান্টি

Answer – (b) অজয় ভাটনগর

Q. World Trade Organization (WTO)-এ ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হচ্ছেন –

(a) তুষার মেহতা

(b) মনোজ কোহলি

(c) বজেন্দ্র নভনীত

(d) এম.ইউ.নায়ার

Answer – (c) বজেন্দ্র নভনীত

Q. Global Indian Icon of the Year Award জিতলেন –

(a) অরুনা দেবী

(b) মনীষা কল্যান

(c) সেলভি প্রভু

(d) মেরি কম

Answer – (d) মেরি কম

Q. প্রথম রূপান্তরকামী মহিলা হিসাবে Miss Netherlands শিরোপা জিতলেন –

(a) Alexander

(b) Rikkie Kollé

(c) Sophie

(d) Emma

Answer – (b) Rikkie Kollé

Q. লেটেস্ট FIFA Men’s National Football Team Rankings-এ শীর্ষস্থানে রয়েছে –

(a) আর্জেন্টিনা

(b) ফ্রান্স

(c) ব্রাজিল

(d) বেলজিয়াম

Answer – (a) আর্জেন্টিনা

Q. Henley Passport Index 2023-এ প্রথম স্থানে –

(a) সিঙ্গাপুর

(b) ভারত

(c) আমেরিকা

(d) চিন

Answer – (a) সিঙ্গাপুর (ভারতের স্থান ৮০)

Q. Microsoft India-র প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন –

(a) সেলভা প্রভু

(b) অনন্ত মহেশ্বরী

(c) রাজিন্দর সিং ধাত

(d) অরুন সাইরাম

Answer – (b) অনন্ত মহেশ্বরী

Q. WTO’s 13th Ministerial Conference-এর সভাপতি হিসাবে নির্বাচিত হলেন –

(a) Abdullah shalamar

(b) Max Verstappen

(c) Thani Al Zeyoudi

(d) Lallianzuala Chhangte

Answer – (c) Thani Al Zeyoudi (UAE)

Q. ইরানকে পরাজিত করে Asian Kabaddi Championship 2023 জিতলো –

(a) পাকিস্তান

(b) বেলজিয়াম

(c) কাতার

(d) ভারত

Answer – (d) ভারত

Q. FIH Hockey Pro League title জিতলো

 পুরুষ কোন হকি টিম –

(a) ভারতের

(b) নেদারল্যান্ডসের

(c) জার্মানির

(d) বেলজিয়ামের

Answer – (b) নেদারল্যান্ডসের

Q. ভারতের সাথে “Nomadic Elephant -2023” নামে মিলিটারি অনুশীলন শুরু করলো –

(a) আমেরিকা

(b) মঙ্গোলিয়া

(c) জাপান

(d) দক্ষিণ আফ্রিকা

Answer – (b) মঙ্গোলিয়া

Q. লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীদের নিষ্ক্রিয় করতে “অপারেশন ত্রিনেত্র-২” লঞ্চ করা হলো –

(a) শ্রীনগর

(b) লাদাখ

(c) জম্মু-কাশ্মীরে

(d) পাঞ্জব

Answer – (c) জম্মু-কাশ্মীরে

Q. Colours of devotion” শিরোনামে বই লিখলেন –

(a) ওয়াই. এস. রাজন

(b) সুধা পাই

(c) রঞ্জিত প্রতাপ

(d) অনিতা ভারত শাহ

Answer – (d) অনিতা ভারত শাহ

Q. one-tap-one-tree’ ক্যাম্পেইন লঞ্চ করলো –

(a) উত্তর প্রদেশ সরকার

(b) পশ্চিমবঙ্গ সরকার

(c) উড়িষ্যা সরকার

(d) রাজস্থান সরকার

Answer – (a) উত্তর প্রদেশ সরকার

Q. Mo Jungle Jami Yojana’ লঞ্চ করছে –

(a) (d) রাজস্থান সরকার

(b) পশ্চিমবঙ্গ সরকার

(c) ওড়িশা সরকার

(d) উত্তর প্রদেশ সরকার

Answer – (c) ওড়িশা সরকার

Q. ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি ৭০০ মেগা ওয়াট পারমাণবিক বিদ্যুৎ চুল্লি চালু হলো –

(a) রাজস্থান

(b) ওড়িশা

(c) কর্নাটক

(d)  গুজরাটে

Answer – (d)  গুজরাটে

Q. মিশন চন্দ্রযান-৩ লঞ্চ করা হবে ২০২৩ সালের –

(a) ১৪ই মার্চ

(b) ১২ই জুন

(c) ১৪ই জুলাই

(d) ১৫ই জুলাই

Answer – (c) ১৪ই জুলাই

Q. Global Summit of Food Safety Regulators হোস্ট করবে –

(a) ইন্দোনেশিয়া

(b) ফিনল্যান্ড

(c) ভারত

(d) দক্ষিণ আফ্রিকা

Answer – (c) ভারত

Scroll to Top