ভারতের দীর্ঘতম সবকিছু | Longest in India | GK In Bengali

ভারতের দীর্ঘতম এই চ্যাপ্টার টি সরকারি চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিকটি থেকে প্রায় প্রতিটি সরকারি চাকরি পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, তাই আজকে ভারতের দীর্ঘতমএই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর দিলাম Longest in India দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও

ভারতের দীর্ঘতম সবকিছু

ভারতের দীর্ঘতম  জাতীয়  সড়ক কোনটি?

উত্তর –  NH 44

ভারতের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর –  গঙ্গা

ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?

উত্তর –  যমুনা

ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? / ভারতের দীর্ঘতম  রেল স্টেশন কোনটি?

উত্তর –  গোরক্ষপুর, উত্তরপ্রদেশ

ভারতের দীর্ঘতম নদী সেতু কোনটি?

উত্তর –  ভূপেন হাজারিকা সেতু (লোহিত নদী, আসাম)

ভারতের দীর্ঘতম ময়দান কোনটি?

উত্তর –  গড়ের মাঠ, কলকাতা

ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?

উত্তর –  হীরাকুদ বাঁধ (মহানদী, ওড়িশা)

ভারতের দীর্ঘতম খাল কোনটি?

উত্তর –  ইন্দিরা গান্ধী খাল, রাজস্থান

ভারতের দীর্ঘতম বারান্দা কোনটি?

উত্তর –  রামেশ্বরম মন্দিরের বারান্দা, তামিলনাড়ু

ভারতের দীর্ঘতম গুহা কোনটি?

উত্তর –  অমরনাথ, জম্মু ও কাশ্মীর

ভারতের দীর্ঘতম পর্বতমালা কোনটি?

উত্তর –  হিমালয়

ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি?

উত্তর –  সিয়াচেন

Scroll to Top