ভারতের বৃহত্তম | Biggest in India | Bengali gk

ভারতের বৃহত্তম এই চ্যাপ্টার টি সরকারি চাকরি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই টপিকটি থেকে প্রায় প্রতিটি সরকারি চাকরি পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে, তাই আজকে ভারতের বৃহত্তম এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন উত্তর দিলাম Biggest in India দেরী না করে তালিকাটি খুব ভালো করে দেখে নাও

ভারতের বৃহত্তম বিষয়বস্তু

ভারতের বৃহত্তম রাজ্য (আয়তন) কোনটি ?

 উত্তর –  রাজস্থান

ভারতের বৃহত্তম রাজ্য (জনসংখ্যা) কোনটি ?

উত্তর –  উত্তরপ্রদেশ

ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি ?

উত্তর –  চিল্কা হ্রদ, ওড়িশা

ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?

 উত্তর –  উলার হ্রদ, কাশ্মীর

বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?

উত্তর –  সম্বর হ্রদ, রাজস্থান

ভারতের বৃহত্তম ব দ্বীপ কোনটি ?

উত্তর – উত্তর –  সুন্দরবন

ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি ?

উত্তর –  সিয়াচেন

ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?

উত্তর –  ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী

ভারতের বৃহত্তম নগরী কোনটি ?

উত্তর –  মুম্বাই

ভারতের বৃহত্তম বন্দর কোনটি ?

উত্তর –  মুম্বাই বন্দর

ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি ?

উত্তর –  ভারতীয় জাদুঘর  কলকাতা

ভারতের বৃহত্তম গ্রন্থাগার কোনটি ?

উত্তর –  ন্যাশনাল লাইব্রেরি, কলকাতা

ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?

উত্তর –  জামা মসজিদ, দিল্লী

ভারতের বৃহত্তম গুহামন্দির কোনটি ?

উত্তর –  ইলোরা, মহারাষ্ট্র

ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি ?

উত্তর –  থর মরুভূমি, রাজস্থান

ভারতের বৃহত্তম জেলা কোনটি ?

উত্তর –  কচ্ছ, গুজরাট

ভারতের বৃহত্তম মেলা কোনটি ?

উত্তর –  কুম্ভ মেলা

ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি ?

উত্তর –  আলিপুর চিড়িয়াখানা, কলকাতা

ভারতের বৃহত্তম সমাধিসৌধ  কোনটি ?

উত্তর –  তাজমহল (আগ্রা, উত্তরপ্রদেশ)

ভারতের বৃহত্তম মালভূমি কোনটি ?

 উত্তর –  দাক্ষিণাত্যের মালভূমি

ভারতের বৃহত্তম কারাগার কোনটি ?

 উত্তর –  তিহার সেন্ট্রাল জেল, দিল্লী

Scroll to Top