gs-10

Q. স্পঞ্জ কী ? [WBP Constable-’19]

(a) ছত্রাক (Fungus)

(b) জীবাশ্ম (Fossil)

(c) উদ্ভিদ (Plant)

(d) জীবদেহ (Animal)

Answer – (d) জীবদেহ (Animal)

Q. খনিজ পদার্থ ‘ফ্লোরিন’ এর অভাবে মানবদেহের কী ক্ষতি হয় ? [WBP Constable-’19]

(a) অ্যানিমিয়া

(b) দুর্বল দাঁত

(c) ক্ষুধামান্দ্য (loss of appetite)

(d) গয়টার (Goiter)

Answer – (b) দুর্বল দাঁত

Q. ‘ফটোগ্রাফি ফিল্ম’-এর আলোক চিত্র পরিস্ফুট (de- velop) করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় ? [WBP Constable-’19]

(a) হাইড্রোকুইনন

(b) সিলভার ব্রোমাইড

(c) সোডিয়াম কার্বোনেট

(d) সোডিয়াম সালফেট

Answer – (b) সিলভার ব্রোমাইড

Q.  ‘জিকা ভাইরাস’ এর উপস্থিতি প্রথম কোন দেশে সরকারীভাবে ঘোষিত হয়েছিল ? [WBP Constable-’19]

(a) শ্রীলঙ্কা

(b) উগান্ডা

(c) পাকিস্তান

(d) অস্ট্রেলিয়া

Answer – (b) উগান্ডা

Q.  কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? [WBP Constable-’19]

(a) গরমকালে (Summer)

(b) বর্ষাকালে (Rainy season)

(c) বসন্তকালে (Spring)

(d) শীতকালে (Winter)

Answer – (d) শীতকালে (Winter)

Q. ‘ওডোমিটার’ যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় ?  [WBP Constable-’19]

(a) এরোপ্লেনের গতিবেগ

(b) অতিক্রান্ত দূরত্ব

(c) বৈদ্যুতিক শক্তি

(d) তেজস্ক্রিয়তা

Answer – (b) অতিক্রান্ত দূরত্ব

Q. কিলোওয়াট-ঘণ্টা কীসের একক? [WBP Constable-’19]

(a) ভরবেগ (momentum)

(b) শক্তি (energy)

(c) ক্ষমতা (power)

(d) বল (force)

Answer – (b) শক্তি (energy)

Q.  মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ (organ)-এর নাম কী ? [WBP Constable-’19]

(a)  heart

(b) brain

(c) liver

(d) kidney

Answer – (c) liver

Q. . ‘ভারী জল (Heavy water)’ কী ? [WBP Constable-19]

(a) হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল

(b) খনিজ মিশ্রিত জল

(c) ওজোন গ্যাস মিশ্রিত জল

(d) ভারী ধাতুর খনিজ মিশ্রিত জল

Answer – (a) হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল

Q. একটি হ্রদের জল যদি অন্য তরল পদার্থের মতো ব্যবহার করে তাহলে চরম ঠাণ্ডায় সেই জল বরফ হবে। [ICDS (Supervisor)’ 19]

(a) ওপর থেকে নীচে

(b) নীচ থেকে ওপরে

(c) একই সাথে সম্পূর্ণ লেকের জল

(d) প্রথমে ওপর, নীচ, ধার এবং শেষে সম্পূর্ণ ভেতরের জল।

Answer – (b) নীচ থেকে ওপরে

Q. ডায়নামো, যা বিদ্যুৎ উৎপন্ন করে, যার ভিত্তিতে কাজ করে তা হল- [ICDS (Supervisor)’ 19]

(a) আয়নের উৎস

(b) বিদ্যুৎ উৎপাদনের উৎস (ঘর্ষণের দ্বারা)

(c) ইলেকট্রন কণিকার উৎপত্তিস্থল

(d) শক্তির স্থান পরিবর্তনকারী

Answer – (d) শক্তির স্থান পরিবর্তনকারী

Q.  বিশ্বের আকর্ষণ তত্ত্বের প্রথম প্রবক্তা— [ICDS (Supervisor)’ 19]

(a) কেপলার

(b) গ্যালিলিও

(c) নিউটন

(d) কোপারনিকাস

Answer – (c) নিউটন

Q. ‘এস্ এল ভি’র পূর্ণ রূপটি হল- [ICDS (Supervisor)’19]

(a) স্ট্যাটিউটরি লিক্যুইডিটি ভেলিয়েবল

(b) স্টেট লেভেল ভ্যারিয়েশন

(c) স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল

(d) সী-লঞ্চ ভেহিক্‌ল

Answer – (c) স্যাটেলাইট লঞ্চ ভেহিক্‌ল

Q. রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বুঝবার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা কোন সূত্রের সাহায্যে কাজ করে ? [ICDS (Supervisor)’19]

(a) আলোর প্রতিবিম্ব’

(b) আলোর বিকিরণ

(c) আলোর প্রতিসরণ

(d) আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Answer – (d) আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

Q. ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে? [ICDS (Supervisor)’19]

(a) উইলিয়াম হার্ভে

(b) লুই পাস্তুর

(c) এডওয়ার্ড জেনার

(d) লিউওয়েনহক্

Answer – (d) লিউওয়েনহক্

Q. নিম্নের কোন্ শস্যটি (crop) মাটিতে নাইট্রোজেনের (nitrogen) পরিমাণ বৃদ্ধি (enriches) করে ? [WBP (Constable) ’18 ]

(a) জোয়ার (Sorghum)

(b) আলু (Potato )

(c) মটরশুঁটি (Pea)

(d) সূর্যমুখী (Sunflower)

Answer – (c) মটরশুঁটি (Pea)

Q. নিম্নের কোনটি ‘তাপ (heat) পরিমাপের একক (unit) ? [WBP (Constable) ’18 ]

(a) ফ্লাক্স

(b) জুল

(c) নিউটন

(d) ভোল্ট

Answer – (b) জুল

Q. ‘কাপড় কাচার সোডা’ (washing soda) হল –  [WBP (Constable) ’18 ]

(a) হাইড্রেটেড সোডিয়াম কার্বোনেট

(b) সোডিয়াম ক্লোরাইড

(c) ক্যালশিয়াম কার্বোনেট

(d) সোডিয়াম বাই কার্বোনেট

Answer – (d) সোডিয়াম বাই কার্বোনেট

Q. টেলিভিশনের আবিষ্কারক কে ছিলেন ? [WBP (Constable) ’18 ]

(a) শক্‌লে

(b) সোলেস

(c) জন নেপিয়ার

(d) জে.এল. বেয়ার্ড

Answer – (d) জে.এল. বেয়ার্ড

Q. কীসের বেগ (speed) মাপার জন্য নটিকাল মাইল প্রতি ঘন্টা ব্যবহার করা হয় ? [WBP (Constable)’18]

(a) বুলেট ট্রেন (Bullet train)

(b) জাহাজ

(c) চিতাবাঘ

(d) ম্যাগলেভ (Maglev )

Answer – (d) ম্যাগলেভ (Maglev )

Scroll to Top