একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ

ক) বহুবিকল্পভিত্তিক প্রশ্নাবলী (MCQ) – মান ১ (২০টি)

১. নীচের কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ?

  • (ক) x(x+1) + x² = 0
  • (খ) x² – 3√x + 2 = 0
  • (গ) x + 1/x = x²
  • (ঘ) x³ – x² = 0

২. ax² + bx + c = 0 সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত হল—

  • (ক) a = 0
  • (খ) b ≠ 0
  • (গ) c ≠ 0
  • (ঘ) a ≠ 0

৩. 2x² + kx + 8 = 0 সমীকরণের একটি বীজ 2 হলে, k-এর মান কত?

  • (ক) -8
  • (খ) 8
  • (গ) -12
  • (ঘ) 12

৪. x² – 6x + k = 0 সমীকরণের বীজদ্বয়ের গুণফল 4 হলে, k-এর মান—

  • (ক) 6
  • (খ) -6
  • (গ) 4
  • (ঘ) -4

৫. ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে, কোনটি সঠিক?

  • (ক) b² – 4ac > 0
  • (খ) b² – 4ac < 0
  • (গ) b² – 4ac = 0
  • (ঘ) b² = ac

৬. x² – x = k(2x – 1) সমীকরণের বীজদ্বয়ের যোগফল শূন্য হলে, k-এর মান কত?

  • (ক) -1
  • (খ) 1
  • (গ) -1/2
  • (ঘ) 1/2

৭. x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কী?

  • (ক) বাস্তব ও সমান
  • (খ) বাস্তব ও অসমান
  • (গ) কোনো বাস্তব বীজ নেই
  • (ঘ) বলা সম্ভব নয়

৮. (x-3)² = 0 সমীকরণের বীজদুটি হল—

  • (ক) 3, -3
  • (খ) 3, 3
  • (গ) -3, -3
  • (ঘ) 0, 3

৯. 3x² + 5x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে, 1/α + 1/β -এর মান কত?

  • (ক) 5/2
  • (খ) -5/2
  • (গ) 5/3
  • (ঘ) -5/3

১০. kx² – 6x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হলে k-এর মান হল—

  • (ক) 2
  • (খ) 3
  • (গ) 4
  • (ঘ) 6

১১. x² – 4x + 5 = 0 সমীকরণের নিরূপক হল—

  • (ক) 4
  • (খ) -4
  • (গ) 36
  • (ঘ) -36

১২. ax² + c = 0 (a≠0, c≠0) সমীকরণের বীজদ্বয় পরস্পর—

  • (ক) সমান
  • (খ) অন্যোন্যক
  • (গ) সমান ও বিপরীত চিহ্নযুক্ত
  • (ঘ) কোনোটিই নয়

১৩. একটি দ্বিঘাত সমীকরণের বীজদুটি 2 ও -3 হলে, সমীকরণটি হল—

  • (ক) x² + x – 6 = 0
  • (খ) x² – x – 6 = 0
  • (গ) x² + x + 6 = 0
  • (ঘ) x² – x + 6 = 0

১৪. x² + bx + 12 = 0 সমীকরণের একটি বীজ 4 এবং x² + bx + q = 0 সমীকরণের বীজ দুটি সমান হলে, q-এর মান—

  • (ক) 49
  • (খ) 49/4
  • (গ) 4/49
  • (ঘ) 7

১৫. 5x² – 2x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে, α² + β² -এর মান—

  • (ক) -26/25
  • (খ) 26/25
  • (গ) -14/25
  • (ঘ) 14/25

১৬. k-এর কোন মানের জন্য 2x² – 10x + k = 0 সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যোন্যক হবে?

  • (ক) 2
  • (খ) 5
  • (গ) -10
  • (ঘ) -2

১৭. ax² + bx + c = 0 সমীকরণে x-এর সহগ হল—

  • (ক) a
  • (খ) b
  • (গ) c
  • (ঘ) x

১৮. x(x-1) = 2 সমীকরণের বীজদুটি হল—

  • (ক) 1, 2
  • (খ) -1, -2
  • (গ) 2, -1
  • (ঘ) 1, -2

১৯. (a-1)x² + 2x + 5 = 0 সমীকরণটি দ্বিঘাত না হলে, a-এর মান কত?

  • (ক) 0
  • (খ) 1
  • (গ) 2
  • (ঘ) -1

২০. যে সমীকরণের বীজদুটি 4 ও 3, সেটি হল—

  • (ক) x² – 7x + 12 = 0
  • (খ) x² + 7x + 12 = 0
  • (গ) x² – x + 12 = 0
  • (ঘ) x² + x – 12 = 0

খ) অতি-সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী (VSA) – মান ১ (২০টি)

(i) শূন্যস্থান পূরণ করো (১০টি)

১. ax² + bx + c = 0 সমীকরণে a=0 হলে, সমীকরণটি একটি ________ সমীকরণ হবে।

২. ax² + bx + c = 0 সমীকরণের নিরূপক হল ________।

৩. একটি দ্বিঘাত সমীকরণের বীজসংখ্যা ________ টি।

৪. x² + px + 2 = 0 সমীকরণের একটি বীজ -2 হলে, p-এর মান ________।

৫. ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, c = ________।

৬. x² – 5x + 7 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল হল ________।

৭. ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে b² – 4ac < 0 হলে, বীজদ্বয় ________ হবে।

৮. x² = 6x সমীকরণের বীজদুটি হল 0 এবং ________।

৯. শ্রীধর আচার্যের সূত্র অনুযায়ী x = ________।

১০. 7x² – 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফলের অনুপাত হল ________।

(ii) সত্য অথবা মিথ্যা লেখো (১০টি)

১. x² + 5x + 6 = 0 সমীকরণের একটি বীজ -2।

২. x² = 25 সমীকরণটির একটি মাত্র বীজ 5।

৩. (x-1)² + x² = 0 একটি দ্বিঘাত সমীকরণ।

৪. দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 3।

৫. ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর বিপরীত হলে b=0 হবে।

৬. একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই শূন্য হতে পারে।

৭. x² / x = 6 সমীকরণটির বীজ 6।

৮. x² + x – 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব।

৯. (x-a)(x-b)=0 সমীকরণের বীজ দুটি হল a ও -b।

১০. যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজ সর্বদা মূলদ সংখ্যা হয়।


গ) সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী – মান ২ (২০টি)

১. সমাধান করো: (x+3)(x-3) = 16।

২. k-এর মান কত হলে 4x² – kx + 1 = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে?

৩. 3x² – 10x + 3 = 0 সমীকরণের একটি বীজ 1/3 হলে, অপর বীজটি কত?

৪. x² – 22x + 105 = 0 সমীকরণের বীজদ্বয় নির্ণয় করো।

৫. 5x² + 2x – 3 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে, α²+β² এর মান নির্ণয় করো।

৬. এমন একটি দ্বিঘাত সমীকরণ গঠন করো যার বীজদুটি -4 ও 3।

৭. x² + kx + 12 = 0 সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 1 হলে, k-এর মান কত?

৮. 2x² + 3x – 1 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে, α/β + β/α -এর মান নির্ণয় করো।

৯. শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে 3x² + 11x – 4 = 0 সমীকরণের সমাধান করো।

১০. ax² + bx + c = 0 সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ হলে, প্রমাণ করো যে 2b² = 9ac।

১১. সমাধান করো: x / 3 + 3 / x = 10 / 3 (x≠0)।

১২. k-এর মান কত হলে, (k-2)x² + (k-3)x + 1 = 0 একটি পূর্ণবর্গ রাশি হবে?

১৩. 4x² – 2x + 3 = 0 সমীকরণের বীজদ্বয় α ও β হলে, এমন সমীকরণ নির্ণয় করো যার বীজ দুটি 1/α ও 1/β।

১৪. ax² + 2x + 3a = 0 (a≠0) সমীকরণের বীজদ্বয়ের যোগফল ও গুণফল সমান হলে, a-এর মান নির্ণয় করো।

১৫. সমাধান করো: (2x+1) + 3/(2x+1) = 4 (x≠-1/2)।

১৬. x² – (1+√2)x + √2 = 0 সমীকরণটির সমাধান করো।

১৭. p-এর কোন মানের জন্য px² + 2x + p = 0 সমীকরণের বীজ দুটি বাস্তব ও সমান হবে?

১৮. x² + x – (a+1)(a+2) = 0 সমীকরণটি সমাধান করো।

১৯. একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে সমীকরণটি লেখো।

২০. 5x²-11x+k=0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অন্যোন্যক হলে, k-এর মান কত?


ঘ) রচনাধর্মী প্রশ্নাবলী – মান ৩ (১০টি)

১. দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। সংখ্যা দুটি নির্ণয় করো।

২. একটি ট্রেন ঘণ্টায় 36 কিমি বেগে চলে। যদি ট্রেনটির গতিবেগ ঘণ্টায় 9 কিমি বেশি হত, তবে একই দূরত্ব যেতে 3 ঘণ্টা কম সময় লাগত। দূরত্ব নির্ণয় করো।

৩. কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যায়। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল?

৪. সমাধান করো: (x-2)/(x+2) + 6(x-2)/(x-6) = 1, (x≠-2, 6)।

৫. একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো।

৬. দুই অঙ্কের একটি সংখ্যার এককের ঘরের অঙ্ক দশকের ঘরের অঙ্ক অপেক্ষা 3 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটি নির্ণয় করো।

৭. স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি/ঘণ্টা। নৌকাটি 5 ঘণ্টায় স্রোতের অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে, স্রোতের গতিবেগ কত ছিল?

৮. একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি এবং অপর দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর 7 সেমি। ত্রিভুজটির অপর দুই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো।

৯. সমাধান করো: 1/(a+b+x) = 1/a + 1/b + 1/x, [x≠0, -(a+b)]

১০. একটি ট্রেন 150 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 15 সেকেন্ডে এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন লোককে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ও দৈর্ঘ্য নির্ণয় করো।

Class 10 Math একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ Question Answer MCQ,অতি-সংক্ষিপ্ত, ও রচনাধর্মী প্রশ্ন উত্তর : class 10 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রশ্ন উত্তর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top