Biology Mock Test 1 SLST Biology Mock Test – Set 1 90:00 পূর্ণমান: ৬০ | সময়: ৯০ মিনিট 1. ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় উপস্থিত যে বিশেষ কোষগুলি জলীয় পীড়নের সময় (water stress) পাতা গুটিয়ে ফেলতে সাহায্য করে, তাদের কী বলে? সঙ্গীকোষ (Companion cells) বুলিফর্ম কোষ (Bulliform cells) গ্রন্থি কোষ (Glandular cells) ক্যাসপেরিয়ান স্ট্রিপ (Casparian strips) 2. কালা-জ্বর রোগের জন্য দায়ী জীবাণু কোনটি? Trypanosoma gambiense Plasmodium vivax Leishmania donovani Giardia intestinalis 3. পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপল ফিউশনের (Triple fusion) ফলে কী উৎপন্ন হয়? ভ্রূণ (Embryo) শস্য নিউক্লিয়াস (Endosperm nucleus) প্রতিপাদ কোষ (Antipodal cells) জাইগোট (Zygote) 4. মানবদেহে রক্ততঞ্চনের জন্য কোন ভিটামিন অপরিহার্য? ভিটামিন A ভিটামিন D ভিটামিন K ভিটামিন E 5. অ্যাগার-অ্যাগার (Agar-agar) কোন ধরনের শৈবাল থেকে পাওয়া যায়? ক্লোরোফাইসি (Chlorophyceae) ফিয়োফাইসি (Phaeophyceae) রোডাফাইসি (Rhodophyceae) সায়ানোফাইসি (Cyanophyceae) 6. কোষের ‘আত্মঘাতী থলি’ (Suicidal bag) নামে কোন অঙ্গাণু পরিচিত? রাইবোজোম (Ribosome) মাইটোকনড্রিয়া (Mitochondria) লাইসোজোম (Lysosome) গলগি বস্তু (Golgi apparatus) 7. ক্রেবস চক্র (Krebs Cycle) কোষের কোথায় সংঘটিত হয়? সাইটোপ্লাজমে (Cytoplasm) মাইটোকনড্রিয়ার বহিঃপর্দায় (Outer mitochondrial membrane) মাইটোকনড্রিয়ার ম্যাট্রিক্সে (Mitochondrial matrix) ক্লোরোপ্লাস্টে (Chloroplast) 8. রক্তে CO₂ পরিবহনের প্রধান মাধ্যম কোনটি? রক্তরসে দ্রবীভূত অবস্থায় কার্বামিনো-হিমোগ্লোবিন রূপে বাইকার্বনেট আয়ন (HCO₃⁻) রূপে কার্বনিক অ্যাসিড রূপে 9. একটি দ্বিসংকর জননের (Dihybrid cross) F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? 3:1 1:2:1 9:3:3:1 1:1:1:1 10. আরশোলার রেচন অঙ্গের নাম কী? সবুজ গ্রন্থি (Green gland) নেফ্রিডিয়া (Nephridia) কক্সাল গ্রন্থি (Coxal gland) ম্যালপিজিয়ান নালিকা (Malpighian tubules) 11. পত্ররন্ধ্র উন্মোচনে কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? Ca²⁺ K⁺ Mg²⁺ Cl⁻ 12. পিনিয়াল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়? থাইরক্সিন (Thyroxine) মেলাটোনিন (Melatonin) অ্যাড্রিনালিন (Adrenaline) টেস্টোস্টেরন (Testosterone) 13. কোন পর্বের প্রাণীদের মধ্যে কোয়ানোসাইট (Choanocyte) কোষ দেখা যায়? নিডারিয়া (Cnidaria) টিনোফোরা (Ctenophora) পরিফেরা (Porifera) প্লাটিহেলমিনথিস (Platyhelminthes) 14. পিসিআর (PCR) পদ্ধতিতে ব্যবহৃত Taq পলিমারেজ উৎসেচকটি কোন ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়? Escherichia coli Thermus aquaticus Bacillus thuringiensis Agrobacterium tumefaciens 15. আলোক পর্যায়বৃত্তির (Photoperiodism) জন্য দায়ী রঞ্জক পদার্থটি কী? ক্লোরোফিল (Chlorophyll) ক্যারোটিনয়েড (Carotenoid) ফাইটোক্রোম (Phytochrome) জ্যান্থোফিল (Xanthophyll) 16. মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনাল কর্টেক্স (Adrenal cortex) পিটুইটারির অগ্র খণ্ড (Anterior pituitary) থাইরয়েড গ্রন্থি (Thyroid gland) অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা-কোষ (β-cells of Islets of Langerhans) 17. হেটারোস্পোরাস (Heterosporous) টেরিডোফাইট কোনটি? লাইকোপোডিয়াম (Lycopodium) ইকুইজিটাম (Equisetum) সেলাজিনেলা (Selaginella) ড্রায়োপটেরিস (Dryopteris) 18. মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে? ককলিয়া (Cochlea) কর্ণাস্থি (Ear ossicles) ভেস্টিবিউলার অ্যাপারেটাস (Vestibular apparatus) ইউস্টেশিয়ান নালী (Eustachian tube) 19. DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়? রেপ্লিকেশন (Replication) ট্রান্সলেশন (Translation) ট্রান্সক্রিপশন (Transcription) ট্রান্সডাকশন (Transduction) 20. সায়াথিয়াম (Cyathium) পুষ্পবিন্যাস কোন গোত্রের বৈশিষ্ট্য? ম্যালভেসি (Malvaceae) ইউফোরবিয়েসি (Euphorbiaceae) সোলানেসি (Solanaceae) ল্যাবিয়েটি (Labiatae) 21. একটি অ-প্রোটিন উৎসেচক কোনটি? লাইপেজ (Lipase) অ্যামাইলেজ (Amylase) রাইবোজাইম (Ribozyme) ট্রিপসিন (Trypsin) 22. সিনজেনেসিয়াস (Syngenesious) পুংকেশর কোন গোত্রে দেখা যায়? Compositae (Asteraceae) Malvaceae Liliaceae Cruciferae (Brassicaceae) 23. ‘ওজোন হোল’ (Ozone hole) সৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী? CO₂ CH₄ CFC N₂O 24. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি? থাইমাস (Thymus) টনসিল (Tonsil) প্লীহা (Spleen) পেয়ার’স প্যাচ (Peyer’s patches) 25. ক্রোমোজোমের কোন অংশে সেকেণ্ডারি কনস্ট্রিকশন দেখা যায়? সেন্ট্রোমিয়ার (Centromere) টেলোমিয়ার (Telomere) স্যাটেলাইট (Satellite) ক্রোমাটিড (Chromatid) 26. একটি লিঙ্গ সংযোজিত (sex-linked) রোগের উদাহরণ হল – ডাউন সিনড্রোম (Down’s syndrome) বর্ণান্ধতা (Colour blindness) সিকেল সেল অ্যানিমিয়া (Sickle cell anemia) থ্যালাসেমিয়া (Thalassemia) 27. ল্যামার্কের তত্ত্বের মূল ভিত্তি কী ছিল? প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার (Inheritance of Acquired Characters) যোগ্যতমের উদবর্তন (Survival of the Fittest) মিউটেশন (Mutation) 28. বায়োলজিক্যাল অক্সিজেনের চাহিদা (BOD) কী নির্দেশ করে? জলের বিশুদ্ধতার মাত্রা জলে জৈব দূষণের মাত্রা জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ জলজ উদ্ভিদের সালোকসংশ্লেষের হার 29. আলুর ‘লেট ব্লাইট’ (Late blight of potato) রোগের জন্য দায়ী জীবাণু কোনটি? Puccinia graminis Phytophthora infestans Albugo candida Ustilago hordei 30. মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি লার্ভিসাইডাল মাছ হল – রুই (Labeo rohita) গাম্বুসিয়া (Gambusia) তেলাপিয়া (Tilapia) মাগুর (Clarias) 31. কায়াজমা (Chiasma) গঠন মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় দেখা যায়? লেপ্টোটিন (Leptotene) জাইগোটিন (Zygotene) প্যাকাইটিন (Pachytene) ডিপ্লোটিন (Diplotene) 32. গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী বস্তু কোনটি? পাইরুভিক অ্যাসিড (Pyruvic acid) অ্যাসিটাইল কো-এ (Acetyl CoA) সাইট্রিক অ্যাসিড (Citric acid) গ্লুকোজ-6-ফসফেট (Glucose-6-phosphate) 33. কোন হরমোনটি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয় না? কর্টিসোল (Cortisol) অ্যালডোস্টেরন (Aldosterone) অ্যান্ড্রোজেন (Androgen) নর-অ্যাড্রিনালিন (Nor-adrenaline) 34. কোনটি একটি C₄ উদ্ভিদ? ধান (Rice) গম (Wheat) আখ (Sugarcane) আম (Mango) 35. মানবদেহে করপাস লিউটিয়াম (Corpus luteum) কোন হরমোন ক্ষরণ করে? ইস্ট্রোজেন (Estrogen) প্রোজেস্টেরন (Progesterone) FSH LH 36. জীববৈচিত্র্যের ‘হটস্পট’ (Hotspot) ধারণাটি কে প্রবর্তন করেন? ওডাম (Odum) নরম্যান মায়ার্স (Norman Myers) ডেভিড অ্যাটেনবরো (David Attenborough) এ. জি. ট্যান্সলি (A. G. Tansley) 37. অ্যামনিওসেন্টেসিস (Amniocentesis) পদ্ধতিটি কী সনাক্ত করতে ব্যবহৃত হয়? হৃদরোগ ভ্রূণের ক্রোমোজোমীয় অস্বাভাবিকতা যকৃতের রোগ মস্তিষ্কের টিউমার 38. দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী, কোনটি সঠিক? Mangifera Indica Mangifera indica 𝘔𝘢𝘯𝘨𝘪𝘧𝘦𝘳𝘢 𝘪𝘯𝘥𝘪𝘤𝘢 (Italic) mangifera indica 39. মানবদেহের কোন কোষে মাইটোকনড্রিয়া অনুপস্থিত? শ্বেত রক্তকণিকা (WBC) যকৃত কোষ (Liver cell) পরিণত লোহিত রক্তকণিকা (Mature RBC) পেশি কোষ (Muscle cell) 40. ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে তৈরি? সেলুলোজ (Cellulose) কাইটিন (Chitin) পেপটিডোগ্লাইক্যান (Peptidoglycan) লিগনিন (Lignin) 41. ইকোসিস্টেম (Ecosystem) শব্দটি কে প্রথম প্রবর্তন করেন? হেকেল (Haeckel) ওডাম (Odum) ট্যান্সলি (Tansley) রাইটার (Reiter) 42. হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার (Natural Pacemaker) কোনটি? SA নোড (SA node) AV নোড (AV node) হিজের বান্ডিল (Bundle of His) পারকিনজি তন্তু (Purkinje fibres) 43. নিচের কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন? অক্সিন (Auxin) জিব্বেরেলিন (Gibberellin) ইথিলিন (Ethylene) সাইটোকাইনিন (Cytokinin) 44. এক অণু হিমোগ্লোবিন সর্বাধিক কত অণু অক্সিজেন বহন করতে পারে? 1 2 4 8 45. টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী? Vibrio cholerae Salmonella typhi Mycobacterium tuberculosis Streptococcus pneumoniae 46. ‘জেনেটিক কোড’-এ স্টপ কোডন (Stop Codon) কোনটি? AUG GUG UAG CCC 47. কোনটি একটি উভচর উদ্ভিদ (Amphibian plant)? শৈবাল (Algae) ছত্রাক (Fungi) ব্রায়োফাইটা (Bryophyta) টেরিডোফাইটা (Pteridophyta) 48. মানব মস্তিষ্কের কোন অংশ স্মৃতি (memory) ও বুদ্ধিমত্তার (intelligence) কেন্দ্র? সেরিবেলাম (Cerebellum) সেরিব্রাম (Cerebrum) মেডুলা অবলংগাটা (Medulla oblongata) হাইপোথ্যালামাস (Hypothalamus) 49. পলিটিন ক্রোমোজোম (Polytene chromosome) কোথায় পাওয়া যায়? মানুষের জনন কোষে পতঙ্গের লালাগ্রন্থিতে উদ্ভিদের মূলের অগ্রভাগে ব্যাকটেরিয়ার কোষে 50. বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী? নিউরন (Neuron) নেফ্রন (Nephron) অ্যালভিওলাই (Alveoli) সারকোমিয়ার (Sarcomere) 51. যে সমস্ত প্রাণী অধিক লবণাক্ততা সহ্য করতে পারে, তাদের কী বলে? স্টেনোহ্যালাইন (Stenohaline) ইউরিহ্যালাইন (Euryhaline) স্টেনোথার্মাল (Stenothermal) ইউরিথার্মাল (Eurythermal) 52. কোনটি ভাজক কলার বৈশিষ্ট্য নয়? কোষগুলি অপরিণত ক্রমাগত বিভাজনে সক্ষম কোষে বড় ভ্যাকুওল উপস্থিত কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত 53. ‘অরিজিন অফ স্পিসিস’ (On the Origin of Species) বইটি কার লেখা? ল্যামার্ক (Lamarck) চার্লস ডারউইন (Charles Darwin) হুগো ডি ভ্রিস (Hugo de Vries) মেন্ডেল (Mendel) 54. কোন অ্যান্টিবডি (Antibody) অ্যালার্জি প্রতিক্রিয়ার সাথে যুক্ত? IgG IgA IgM IgE 55. উদ্ভিদের গৌণ বৃদ্ধির (Secondary growth) জন্য দায়ী কলা কোনটি? অগ্রস্থ ভাজক কলা (Apical meristem) পার্শ্বস্থ ভাজক কলা (Lateral meristem) নিবেশিত ভাজক কলা (Intercalary meristem) স্থায়ী কলা (Permanent tissue) 56. মানবদেহে পিত্তরস (Bile) কোথায় উৎপন্ন হয়? পিত্তাশয় (Gall bladder) যকৃত (Liver) অগ্ন্যাশয় (Pancreas) পাকস্থলী (Stomach) 57. কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস (Phagocytosis) প্রক্রিয়ায় অংশগ্রহণ করে? ইওসিনোফিল ও বেসোফিল (Eosinophil and Basophil) নিউট্রোফিল ও মনোসাইট (Neutrophil and Monocyte) লিম্ফোসাইট (Lymphocyte) অণুচক্রিকা (Platelets) 58. পরাগরেণুর বহিঃস্তর বা এক্সাইন (Exine) কী দ্বারা গঠিত? পেকটিন (Pectin) সেলুলোজ (Cellulose) স্পোরোপোলেনিন (Sporopollenin) লিগনিন (Lignin) 59. রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়াকে কী বলে? হাইপারগ্লাইসেমিয়া (Hyperglycemia) হাইপোগ্লাইসেমিয়া (Hypoglycemia) গ্লাইকোসুরিয়া (Glycosuria) কিটোসিস (Ketosis) 60. একটি খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা কীরূপ হয়? দ্বিমুখী (Bidirectional) বহুমুখী (Multidirectional) একমুখী (Unidirectional) চক্রাকার (Cyclic) মক টেস্ট জমা দিন ফলাফল আপনি ৬০ এর মধ্যে পেয়েছেন। সঠিক উত্তর: ভুল উত্তর: উত্তর দেননি: বিস্তারিত উত্তর ও ব্যাখ্যা