Biology Mock Test 1

SLST Biology Mock Test – Set 1
90:00

পূর্ণমান: ৬০ | সময়: ৯০ মিনিট

1. ঘাস জাতীয় উদ্ভিদের পাতায় উপস্থিত যে বিশেষ কোষগুলি জলীয় পীড়নের সময় (water stress) পাতা গুটিয়ে ফেলতে সাহায্য করে, তাদের কী বলে?

2. কালা-জ্বর রোগের জন্য দায়ী জীবাণু কোনটি?

3. পুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে ট্রিপল ফিউশনের (Triple fusion) ফলে কী উৎপন্ন হয়?

4. মানবদেহে রক্ততঞ্চনের জন্য কোন ভিটামিন অপরিহার্য?

5. অ্যাগার-অ্যাগার (Agar-agar) কোন ধরনের শৈবাল থেকে পাওয়া যায়?

6. কোষের ‘আত্মঘাতী থলি’ (Suicidal bag) নামে কোন অঙ্গাণু পরিচিত?

7. ক্রেবস চক্র (Krebs Cycle) কোষের কোথায় সংঘটিত হয়?

8. রক্তে CO₂ পরিবহনের প্রধান মাধ্যম কোনটি?

9. একটি দ্বিসংকর জননের (Dihybrid cross) F₂ জনুতে ফিনোটাইপিক অনুপাত কত?

10. আরশোলার রেচন অঙ্গের নাম কী?

11. পত্ররন্ধ্র উন্মোচনে কোন আয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

12. পিনিয়াল গ্রন্থি থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

13. কোন পর্বের প্রাণীদের মধ্যে কোয়ানোসাইট (Choanocyte) কোষ দেখা যায়?

14. পিসিআর (PCR) পদ্ধতিতে ব্যবহৃত Taq পলিমারেজ উৎসেচকটি কোন ব্যাকটেরিয়া থেকে পাওয়া যায়?

15. আলোক পর্যায়বৃত্তির (Photoperiodism) জন্য দায়ী রঞ্জক পদার্থটি কী?

16. মানবদেহে ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয়?

17. হেটারোস্পোরাস (Heterosporous) টেরিডোফাইট কোনটি?

18. মানুষের কানের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে?

19. DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়াকে কী বলা হয়?

20. সায়াথিয়াম (Cyathium) পুষ্পবিন্যাস কোন গোত্রের বৈশিষ্ট্য?

21. একটি অ-প্রোটিন উৎসেচক কোনটি?

22. সিনজেনেসিয়াস (Syngenesious) পুংকেশর কোন গোত্রে দেখা যায়?

23. ‘ওজোন হোল’ (Ozone hole) সৃষ্টির জন্য প্রধানত কোন গ্যাস দায়ী?

24. মানবদেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি?

25. ক্রোমোজোমের কোন অংশে সেকেণ্ডারি কনস্ট্রিকশন দেখা যায়?

26. একটি লিঙ্গ সংযোজিত (sex-linked) রোগের উদাহরণ হল –

27. ল্যামার্কের তত্ত্বের মূল ভিত্তি কী ছিল?

28. বায়োলজিক্যাল অক্সিজেনের চাহিদা (BOD) কী নির্দেশ করে?

29. আলুর ‘লেট ব্লাইট’ (Late blight of potato) রোগের জন্য দায়ী জীবাণু কোনটি?

30. মশা নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত একটি লার্ভিসাইডাল মাছ হল –

31. কায়াজমা (Chiasma) গঠন মায়োসিস কোষ বিভাজনের কোন উপদশায় দেখা যায়?

32. গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের সংযোগকারী বস্তু কোনটি?

33. কোন হরমোনটি অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত হয় না?

34. কোনটি একটি C₄ উদ্ভিদ?

35. মানবদেহে করপাস লিউটিয়াম (Corpus luteum) কোন হরমোন ক্ষরণ করে?

36. জীববৈচিত্র্যের ‘হটস্পট’ (Hotspot) ধারণাটি কে প্রবর্তন করেন?

37. অ্যামনিওসেন্টেসিস (Amniocentesis) পদ্ধতিটি কী সনাক্ত করতে ব্যবহৃত হয়?

38. দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী, কোনটি সঠিক?

39. মানবদেহের কোন কোষে মাইটোকনড্রিয়া অনুপস্থিত?

40. ছত্রাকের কোষ প্রাচীর প্রধানত কী দিয়ে তৈরি?

41. ইকোসিস্টেম (Ecosystem) শব্দটি কে প্রথম প্রবর্তন করেন?

42. হৃৎপিণ্ডের প্রাকৃতিক পেসমেকার (Natural Pacemaker) কোনটি?

43. নিচের কোনটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন?

44. এক অণু হিমোগ্লোবিন সর্বাধিক কত অণু অক্সিজেন বহন করতে পারে?

45. টাইফয়েড রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম কী?

46. ‘জেনেটিক কোড’-এ স্টপ কোডন (Stop Codon) কোনটি?

47. কোনটি একটি উভচর উদ্ভিদ (Amphibian plant)?

48. মানব মস্তিষ্কের কোন অংশ স্মৃতি (memory) ও বুদ্ধিমত্তার (intelligence) কেন্দ্র?

49. পলিটিন ক্রোমোজোম (Polytene chromosome) কোথায় পাওয়া যায়?

50. বৃক্কের গঠনগত ও কার্যগত একক কী?

51. যে সমস্ত প্রাণী অধিক লবণাক্ততা সহ্য করতে পারে, তাদের কী বলে?

52. কোনটি ভাজক কলার বৈশিষ্ট্য নয়?

53. ‘অরিজিন অফ স্পিসিস’ (On the Origin of Species) বইটি কার লেখা?

54. কোন অ্যান্টিবডি (Antibody) অ্যালার্জি প্রতিক্রিয়ার সাথে যুক্ত?

55. উদ্ভিদের গৌণ বৃদ্ধির (Secondary growth) জন্য দায়ী কলা কোনটি?

56. মানবদেহে পিত্তরস (Bile) কোথায় উৎপন্ন হয়?

57. কোন রক্তকণিকা ফ্যাগোসাইটোসিস (Phagocytosis) প্রক্রিয়ায় অংশগ্রহণ করে?

58. পরাগরেণুর বহিঃস্তর বা এক্সাইন (Exine) কী দ্বারা গঠিত?

59. রক্তে গ্লুকোজের মাত্রা কমে যাওয়াকে কী বলে?

60. একটি খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা কীরূপ হয়?

ফলাফল

আপনি ৬০ এর মধ্যে পেয়েছেন।

সঠিক উত্তর:

ভুল উত্তর:

উত্তর দেননি:

বিস্তারিত উত্তর ও ব্যাখ্যা

Scroll to Top