Biology Mock Test 2

SLST Biology Mock Test – Set 2
90:00

পূর্ণমান: ৬০ | সময়: ৯০ মিনিট

1. কনজয়েন্ট, কোল্যাটেরাল এবং ওপেন ভাস্কুলার বান্ডেল কোনটির বৈশিষ্ট্য?

2. পেপসিনোজেন উৎসেচকটি হাইড্রোক্লোরিক অ্যাসিডের (HCl) প্রভাবে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়াটি কোথায় ঘটে?

3. মেন্ডেলের দ্বিসংকর জননের টেস্ট ক্রসে (Test Cross) ফিনোটাইপিক অনুপাত কী হবে?

4. বাস্তুতন্ত্রের কোন পিরামিডটি সর্বদা ঊর্ধমুখী (upright) হয়?

5. নিচের কোনটি একটি ‘জীবন্ত জীবাশ্ম’ (Living fossil) ব্যক্তবীজী উদ্ভিদ?

6. কোষের কোন অঙ্গাণুকে ‘রাইবোজোম তৈরির কারখানা’ বলা হয়?

7. ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি (FRC) বলতে কী বোঝায়?

8. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ রেস্ট্রিকশন এনজাইমের কাজ কী?

9. ভার্নালাইজেশন (Vernalization) বলতে কী বোঝায়?

10. ফ্লেম কোষ (Flame cells) কোন পর্বের প্রাণীর রেচন অঙ্গ?

11. কেলভিন চক্রের (Calvin cycle) প্রথম কার্বন ডাই অক্সাইড (CO₂) গ্রাহক কোনটি?

12. মস্তিষ্কের কোন অংশটি দেহের ভারসাম্য এবং ঐচ্ছিক পেশীর কার্য নিয়ন্ত্রণ করে?

13. টম্যাটোতে লাল রঙের জন্য দায়ী রঞ্জক পদার্থ কোনটি?

14. একটি ব্যাকটেরিওফাজ (Bacteriophage) কী?

15. কোন উদ্ভিদ হরমোনটি ‘স্ট্রেস হরমোন’ নামে পরিচিত কারণ এটি প্রতিকূল পরিস্থিতিতে পত্ররন্ধ্র বন্ধ করে দেয়?

16. এক্টোডার্ম, মেসোডার্ম ও এন্ডোডার্ম – এই তিনটি ভ্রূণীয় স্তর (Germ layers) কোন পর্বের প্রাণীদের মধ্যে প্রথম দেখা যায়?

17. হৃৎপিণ্ডের পেশিতে রক্ত সরবরাহকারী ধমনীর নাম কী?

18. টার্নার সিনড্রোমে (Turner’s syndrome) ক্রোমোজোমের গঠন কীরূপ হয়?

19. ওকাজাকি খণ্ডক (Okazaki fragments) কীসের সঙ্গে যুক্ত?

20. পাখির ডানা এবং পতঙ্গের ডানা কীসের উদাহরণ?

21. কোন দশায় কোষ বিভাজন স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং কোষটি বিপাকীয়ভাবে সক্রিয় থাকে?

22. ডেঙ্গু রোগের বাহক কোন মশা?

23. ‘ল্যাক ওপেরন’ (Lac operon) মডেলে রিপ্রেসার প্রোটিন (Repressor protein) কোন জিনের সঙ্গে যুক্ত হয়?

24. একটি জলজ খাদ্যশৃঙ্খলে DDT-এর মতো স্থায়ী দূষকের সর্বোচ্চ ঘনত্ব কোন ট্রফিক স্তরে দেখা যাবে?

25. রড কোষ (Rod cells) এবং কোন কোষ (Cone cells) চোখের কোন অংশে পাওয়া যায়?

26. পরাগরেণুর অধ্যয়নকে কী বলা হয়?

27. ট্যাক্সোনমিক হায়ারার্কি-এর সঠিক ক্রম কোনটি?

28. মানবদেহে ‘সার্বজনীন দাতা’ (Universal Donor) কোন রক্ত গ্রুপের ব্যক্তিকে বলা হয়?

29. রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিতে বাহক বা ভেক্টর (Vector) হিসেবে কোনটি বহুল ব্যবহৃত হয়?

30. মৌমাছির жалоয় কোন অ্যাসিড থাকে?

31. শুক্রাণুর অ্যাক্রোজোম (Acrosome) কোন কোষ অঙ্গাণু থেকে உருவாகে?

32. বায়বীয় শ্বসনের গ্লাইকোলাইসিস পর্যায়ে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP সরাসরি (net gain) উৎপন্ন হয়?

33. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস (Diabetes Insipidus) রোগ হয়?

34. মূলের সাহায্যে অঙ্গজ জনন করে এমন একটি উদ্ভিদ হল –

35. মানবদেহের পেশি ক্লান্তির জন্য কোন অ্যাসিড দায়ী?

36. চিপকো আন্দোলন (Chipko Movement) কীসের সাথে সম্পর্কিত?

37. গোলমরিচের ফল কী ধরনের ফল?

38. পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস (PAGE) কী পৃথক করতে ব্যবহৃত হয়?

39. রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কোন রোগ হয়?

40. ভাইরয়েড (Viroid) কী দ্বারা গঠিত?

41. মাইকোরাইজা (Mycorrhiza) হল একটি মিথোজীবী সম্পর্ক, যা –

42. হৃৎচক্রের (Cardiac Cycle) কোন দশায় উভয় অলিন্দ এবং উভয় নিলয় প্রসারিত অবস্থায় থাকে?

43. কোন ধরনের পরাগযোগে জেনেটিক বৈচিত্র্য দেখা যায়?

44. মানবদেহে অস্থি ও পেশীর সংযোগকারী যোগকলার নাম কী?

45. BT কটন-এ ‘BT’ কথাটির অর্থ কী?

46. কোনটি প্রাথমিক বায়ুদূষক (Primary air pollutant) নয়?

47. ফার্ন গাছের জনুক্রমে (Life cycle) কোনটি প্রধান দশা?

48. মানবদেহের অনৈচ্ছিক ক্রিয়া (Involuntary actions) যেমন হৃদস্পন্দন, শ্বাসক্রিয়া ইত্যাদি কে নিয়ন্ত্রণ করে?

49. ডাউন সিনড্রোম কোন ক্রোমোজোমের ট্রাইসোমির (Trisomy) ফলে হয়?

50. হেনলির লুপ (Loop of Henle) কোথায় পাওয়া যায়?

51. যে সমস্ত জীব বিস্তৃত উষ্ণতার পরিসর সহ্য করতে পারে, তাদের কী বলে?

52. কোনটি জাইলেম কলার একটি সজীব উপাদান?

53. ‘ফিলোসফি জুলোজিক’ (Philosophie Zoologique) গ্রন্থটি কার লেখা?

54. কোন অ্যান্টিবডিটি (Antibody) মাতৃ দুগ্ধে (Colostrum) পাওয়া যায় এবং নবজাতককে নিষ্ক্রিয় অনাক্রম্যতা প্রদান করে?

55. মানবদেহে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড (CSF) কোথায় উৎপন্ন হয়?

56. মটর গাছের মূলে রাইজোবিয়াম ব্যাকটেরিয়ার নাইট্রোজেন সংবন্ধনের জন্য কোন রঞ্জক পদার্থটি অপরিহার্য?

57. সারটোলি কোষ (Sertoli cells) কোথায় পাওয়া যায়?

58. পার্থেনোকার্পি (Parthenocarpy) কী?

59. রক্তচাপ (Blood Pressure) মাপার যন্ত্রের নাম কী?

60. বায়োস্ফিয়ার রিজার্ভের (Biosphere Reserve) কোন অঞ্চলে মানুষের কার্যকলাপ সম্পূর্ণ নিষিদ্ধ?

ফলাফল

আপনি ৬০ এর মধ্যে পেয়েছেন।

সঠিক উত্তর:

ভুল উত্তর:

উত্তর দেননি:

বিস্তারিত উত্তর ও ব্যাখ্যা

Scroll to Top