Life Science MCQ Question Set – 1

Q. কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়। এটি হল-

(a )ফটোন্যাস্টি

(b) সিসমোন্যাস্টি

(c)কেমোন্যাস্টি

(d) থার্মোন্যাস্টি 

Answer  -( a )ফটোন্যাস্টিক চলন       

Q. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল-

(a)কেমোন্যাস্টি

(b) সিসমোন্যাস্টি

(c) ফটোট্রপিজম

(d) ফটোট্যাকটিক চলন

Answer  – (b) সিসমোন্যাস্টিক চলন

Q. উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম-

(a) অক্সিন

(b) থাইরক্সিন

(c) জিব্বাৱেলিন

(d) সাইটোকাইনিন

Answer  – (a) অক্সিন

Q. তুমি একটি কোশ বিভাজনের সময় কোনো বেমতত্ত্ব তৈরি হতে দেখলে না। এই ধরনের কোশ বিভাজনকে বলা হয় –

(a) অ্যামাইটোসিস

(b) প্রথম মিয়োটিক বিভাজন

(c)দ্বিতীয় মিয়োটিক বিভাজন

(d) মাইটোসিস

Answer  – (a) অ্যামাইটোসিস

Q. কোশ বিভাজনের যে দশায় ক্রোমোজোমগুলিকে সুস্পষ্টভাবে দেখা যায়, তা হল-

(a) প্রোফেজ

(b) মেটাফেজ

(c)অ্যানাফেজ

(d) টেলোফেজ

Answer  -(b) মেটাফেজ

Q. মাইটোসিস-এর যে দশায় নিউক্লীয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হল।-

(a) প্রোফেজ

(b) মেটাফেজ

 (c)অ্যানাফেজ

(d) টেলোফেজ

Answer  -(d) টেলোফেজ

Q.  প্রজনন পরীক্ষা ব্যবহার করে কোন্ বিজ্ঞানী বংশগতির সূত্র আবিষ্কার করেন?

(a) জাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক

(b) গ্রেগর জোহান মেন্ডেল

(c)চার্লস ডারউইন

(d) স্ট্যানলি মিলার.

Answer  – (b) গ্রেগর জোহান মেন্ডেল   

Q. Bbrr জেনোটাইপযুক্ত গিনিপিগ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হয়?

(a) 2

(b) 3

(c) 1

(b) 3

Answer  – (a) 2

 Q. দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ণ করা হলে পরবর্তী অপত্য জনুতে সংকর লম্বা মটর গাছ পাওয়া উত্তর যাবে-

(a) 25%

(b) 50%

(c) 75%

(d) 100%

Answer  – (b) 50%

Q. ঘোড়ার অভিব্যক্তিতে নীচের কোন্ সজ্জাক্রমটি সঠিক?

 (a) ইওহিপ্পাস→  মেৱিচিপ্পাস →ইকুয়াস→প্লায়োহিপ্পাস →মেসোহিপ্পাস

(b) ইক্যুয়াস → প্রায়োহিপ্পাস মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইওহিপ্পাস

(c) মেরিচিপ্পাস → মেসোহিপ্পাস → ইওহিপ্পাস → ইক্যুয়াস → প্লায়োহিঙ্গাস

(d) ইওহিপ্পাস → মেসোহিপ্পাস মেরিচিপ্পাস → প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস       

Answer  – (d)ইওহিপ্পাস → মেসোহিপ্পাস মেরিচিপ্পাস →প্লায়োহিপ্পাস → ইক্যুয়াস

Q. সর্মবৃত্তীয় অঙ্গের বৈশিষ্ট্যটি হল – 

(a)উৎপত্তিগতভাবে ভিন্ন এবং কাজও ভিন্ন

(b) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই

(c)অপসারী বিবর্তনকে নির্দেশ করে

(d) উৎপত্তিগত ও গঠনগতভাবে এক        

Answer  – (b) উৎপত্তিগতভাবে ভিন্ন কিন্তু কাজ একই   

Q.পাখির ডানা ও প্রজাপতির ডানা হল—

(a)সমবৃত্তীয় অঙ্গ

(b) নিষ্ক্রিয় অঙ্গ

(c) সমসংস্থ অঙ্গ

(d) প্রতিস্থাপিত অঙ্গ

Answer  – (a)সমবৃত্তীয় অঙ্গ

 Q. নাইট্রোজেন চক্রের নাইট্রিফিকেশন নামক ধাপটির শনাক্তকারী বৈশিষ্ট্য হল-

(a) মৃত জীবদেহের প্রোটিন বিয়োজিত হয়ে অ্যামোনিয়া গঠন

(b)  অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন

(c) নাইট্রেট থেকে নাইট্রোজেন গঠন

(d)নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া গঠন

Answer  – (b)  অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট ও পরে নাইট্রেট গঠন

Q. বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেনের শতকরা পরিমাণ হল –

(a) 0.03%

(b)77.17%

(c)20.60%

(d)0.04%

Answer  – (b)77.17%

Q. সিউডোমোনাস জীবাণুটি নাইড্রোজেন চক্রের নীচের কোন্ ধাপের সাথে যুক্ত ?

(a) নাইট্রোজেন আবদ্ধকরণ

(b) নাইট্রিফিকেশন

(c)ডিনাইট্রিফিকেশন

(d)অ্যামোনিফিকেশন

Answer  – (c) ডিনাইট্রিফিকেশন

Q. একটি নাসারন্ধ্র যুক্ত প্রাণী হল –

a)  তিমি

b)  কচ্ছপ  

C)  পাইথন

d)  হাঙর

Answer a)  তিমি

Q. নিম্নলিখিত কোনটি সরীসৃপ

a)  স্যালামান্ডার

b)  কচ্ছপ

C)  নিউট

d)  হাঙর

Answer b)  কচ্ছপ

Q. পক্ষী শ্রেণির একটি বিশেষ বৈশিষ্ট্য হল-

a)  শীতল রক্ত বিশিষ্ট

b)  শীত ঘুমে যায়

C)  দাঁত বিহীন চোয়াল

d)  সবগুলিই সঠিক

Answer C)  দাঁত বিহীন চোয়াল

Q. সুষুম্নাকান্ডের আবরণীর নাম হল—

(a) CSF

(b) মেডালা অবলংগটা

(c) মেনিনজেস

(d) পুরা

Answer (c) মেনিনজেস

.Q. নিম্নলিখিত কোন পেশিকোশে মাইটোকনড্রিয়ার সংখ্যা স্বল্প হলেও চলে?

(a) অরেখ পেশী

(c) হৃদপেশী

(b) সরেখ পেশী

(d) কোনোটিই নয়

Answer (a) অরেখ পেশী

Q. নিম্নলিখিত কোন হরমোনটি গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে ?

(a) ইস্ট্রোজেন

(b) প্রোজেস্টেরন

(c)রিলক্সিন

(d) টেস্টোস্টেরন

Answer (b) প্রোজেস্টেরন

Q. দেহে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে যে রক্ত কণিকা –

 (a) শ্বেত রক্ত কণিকা

(b) লোহিত রক্ত কণিকা

(c) অনুচক্রিকা

(d) এরিথ্রোসাইটস্

 Answe (a) শ্বেত রক্ত কণিকা

Q. সিঙ্কোনা গাছের কোন্ অংশ থেকে কুইনাইন পাওয়া যায়?

(a) বীজ

(b) পাতা

(c) ফুল

(d) ছাল (বাকল)

Answe (d) ছাল (বাকল)

Q. রক্তে বেশিরভাগ CO2 পরিবহন হয় যা হিসাবে –

[a] CO2 হিসাবে

[b] সোডিয়াম কার্বনেট হিসাবে

[c] বাইকার্বনেট হিসাবে

[d] কার্বক্সি হিমোগ্লোবিন হিসাবে

Answe [c] বাইকার্বনেট হিসাবে

⭕️ যারা GNM & ANM Entrance Exam 2024 এর জন্য Suggestion & Full Mock Test চাও 8001696006 এই নাম্বারে Phone pay / Google pay / paytm যেকোন একটির মাধ্যমে Payment করুন এবং payment এর Screenshot দিয়ে এই নাম্বারে What’s app করুন সরাসরি Join করে নেওয়া হবে।

Scroll to Top