Q. বাইরের উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে –
(a) ন্যাস্টিক চলন
(b) ট্যাকটিক চলন
(c)ট্রপিক চলন
(d) বক্র চলন
Answer – (b) ট্যাকটিক চলন
Q.ক্রেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন-
(a) প্রফুল্লচন্দ্র রায়
(b) জগদীশচন্দ্র বসু
(c)সি. ভি. রমন
(d) সেলিম আলি
Answer – (b) জগদীশচন্দ্র বসু.
anm gnm life science question
Q. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল-
(a) উষ্ণতা
(b) আলো
(c)স্পর্শ ও আলো
(d) রাসায়নিক পদার্থ
Answer – (d) রাসায়নিক পদার্থ
Q. উদ্ভিদের দেহে যে কোশটি মিয়োসিস পদ্ধতিতে বিভাজন করে, তা হল-
(a)রেণু মাতৃকোশ
(b) অগ্রমুকুল কোশ
(c) পরিণত পাতার কোশ
(d) মূলেৱ কোশ
Answer – (a)রেণু মাতৃকোশ
Q. মাইটোসিস কোশ বিভাজন চলাকালীন যে দশায় ‘নিউক্লিওলাসের’ পুনরাবির্ভাব ঘটে তা হল –
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c)অ্যানাফেজ
(d) টেলোফেজ
Answer – (d) টেলোফেজ
Q. মাইটোসিস কোশবিভাজনের যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয়ে যায়, তা হল-
(a) প্রোফেজ
(b) মেটাফেজ
(c)অ্যানাফেজ
(d) টেলোফেজ
Answer – (c)অ্যানাফেজ
Q.একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ণ করা হলে F1 জনুতে লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা-
(a) 25%
(b) 50%
(c) 75%
(d) 100%
Answer – (d) 100%
Q. একটি সংকর দীর্ঘ [Tt] এবং একটি বিশুদ্ধ খর্ব [tt] মটর গাছের পরাগমিলনে যে বীজ পাওয়া যাবে তার থেকে উৎপন্ন মটর গাছগুলি হবে-
(a) সকলই দীর্ঘ
(b) সকলই খর্ব
(c)50% দীর্ঘ, 50% খর্ব
(d)75% দীর্ঘ, 25% খর্ব
Answer – (c)50% দীর্ঘ, 50% খর্ব
Q.মানুষের ক্ষেত্রে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি একজন স্বাভাবিক পুরুষের পক্ষে প্রযোজ্য?
(a) 44A + XX
(b) 44A + XY
(c) 44A + XXY
(d) 44A + XYY
Answer – (b) 44A + XY
Q. কোন্ টি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ?
(a) অ্যাপেনডিক্স
(b) ফুসফুস
(c) বৃক্ক
(d)যকৃৎ
Answer – (a) অ্যাপেনডিক্স
gnm anm life science question pdf
Q. ঘোড়ার প্রাচীনতম আদি পুরুষের নাম –
(a) ইক্যুয়াস
(b) মেসোহিপ্পাস
(c) ইওহিপ্পাস
d) মেরিচিপ্পাস
Answer – (c) ইওহিপ্পাস
Q.তিমির ফ্লিপার ও পাখির ডানা হল –
(a) সমবৃত্তীয় অঙ্গ
(b) নিষ্ক্রিয় অঙ্গ
(c) সমসংস্থ অঙ্গ
(d) প্রতিস্থাপিত অঙ্গ
Answer – (c) সমসংস্থ অঙ্গ
Q.বায়ুমণ্ডল থেকে সরাসরি N2 গ্যাস শোষণ করতে সক্ষম –
(a)নীলাভ সবুজ শৈবাল
((b) হাইড্রিলা
(c)লাইকেন
(d)আমগাছ
Answer – (a)নীলাভ সবুজ শৈবাল
Q. বায়ুমণ্ডলের গ্যাসীয় নাইট্রোজেন সরাসরি শোষণ করতে পারে নীচের কোন মিথোজীবীয় অণুজীব ? অথবা, বাতাসেৱ N² শোষণকাৱী মিথোজীবী ব্যাকটেৱিয়াটি হল –
(a) নস্টক
(b)অ্যাজোটোব্যাকট
(c)রাইজোবিয়াম
(d) ব্যাসিলাস
Answer – (c)রাইজোবিয়াম
Q. ডিনাইট্রিফিকেশ প্রক্রিয়ায়সাহায্যকারী ব্যাকটেরিয়া হল – অথবা, একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া হল –
(a) অ্যাজোটোব্যাকটর
(b) রাইজোবিয়াম
(c)থিয়োব্যাসিলাস
(d)সিউডোমোনাস
Answer – (c)থিয়োব্যাসিলাস
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মারসুপিয়ালের উদাহরণ—
a) তিমি
b) বাদুড়
C) ছুঁচো
d) ক্যাঙ্গারু
Answer d) ক্যাঙ্গারু
Q.নিম্নের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য-
a) পাতায় জালিকার শিরাবিন্যাস দেখা যায়
b) ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত
C) প্রধান মূলতন্ত্র
d) বহুবর্ষীয় বৃদ্ধি
Answer b) ফুলগুলি ত্রয়ী পত্রমূলাবর্ত
Q.ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস ও স্তন গ্রন্থিযুক্ত প্রাণীটি হল –
a) মানুষ
b) সোনাব্যাঙ্গ
C) পায়রা
d) কুমির
Answer a) মানুষ
Q. সুষুম্নাকান্ডের কাজ হল-
(a) আবেগ নিয়ন্ত্রণ করে
(b) ক্ষুদা নিয়ন্ত্রণ করে
(c) তৃষ্বা নিয়ন্ত্রণ করে
(d) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে
Answer (d) প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে
Q. হৃদপেশী অবসাদগ্রস্থ হয় না কারণ –
(a) নিঃসাড়কাল সর্বাধিক
(b) মায়োগ্লোবিন অধিক
(c) ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করে
(d) সবগুলি সত্য
Answer (d) সবগুলি সত্য
Q. নারীসুলভ দেহ ও মনের বিকাশ নিয়ন্ত্রণ করে নিম্নের কোন হরমোন ?
(a) প্রোল্যাকটিন
(b) ইস্ট্রোজেন
(c) প্রোজেস্টেরন
(d) রিলক্সিন
Answer [B] ইস্ট্রোজেন
Q. নিম্নের কোন্ কোশটি অ্যালার্জিতে সাড়া দেয়?
(a) বেসোফিল
(b) মাস্ট কোশ
(c) ফাইব্রোব্লাস্ট কোশ
(b) A এবং B উভয়ই
Answe (b) A এবং B উভয়ই
Q. কুইনাইন পাওয়া যায় –
(a) পপি
[b] সিঙ্কোনা
(c) চন্দন
(d) পাম
Answe [b] সিঙ্কোনা
Q. রাসায়নিক ভাবে স্পেরোপোলেনিন হচ্ছে –
(a) ক্যারোটিনয়েড ও ফ্যাটি অ্যাসিডের পলিমার
(b) কার্বহাইড্রেট
(c) প্রোটিন
(d) ল্যাকটিক অ্যাসিড
Answe (a) ক্যারোটিনয়েড ও ফ্যাটি অ্যাসিডের পলিমার