Q. গমনে সক্ষম উদ্ভিদ হল-

(a) ভলভক্স

(b) ক্ল্যামাইডোমোনাস

(c) a ও b উভয়

(d) স্পাইরোগাইরা          

Answer   – (c) a ও b উভয়          

Q. আলোর তীব্রতা নির্ভরশীল উদ্ভিদ বক্সচলনকে বলে –

(a) ফটোট্রপিক চলন

(b) থার্মোন্যাস্টিক চলন

(c) ফটোন্যাস্টিক চলন

(d) ফটোট্যাকটিক চলন

 Answer   – (c) ফটোন্যাস্টিক চলন      

Q. উদ্ভিদের বিটপ অংশ আলোর দিকে বেঁকে যায়। এটি যে ধরনের চলন তা হল-

(a) পজিটিভ ফটোট্রপিক       

( b) ফটোট্যাকটিক

 (c) ফটোন্যাস্টিক      

 (d)প্ৰকৱন      

 Answer   – (a) পজিটিভ ফটোট্রপিক     

Q. মানুষের প্রতিটি দেহকোশে অটোজোমের সংখ্যা-

(a) 46টি

(b) 44টি

(c) 23টি

(d) 22টি      

Answer   – (b) 44টি        

Q. যে ক্রোমোজোমের শেষপ্রান্তে সেন্ট্রোমিয়ার থাকে তাকে বলে –

(a) মেটাসেন্ট্রিক ক্রোমোজোম

(b) সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম 

(c)অ্যাক্রোসেট্রিক ক্রোমোজোম

(d) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম

  Answer   – (d) টেলোসেন্ট্রিক ক্রোমোজোম    

Q. স্বাভাবিক পুরুষের দেহে ক্রোমোজোম সংযুক্তি হল-

(a) 44 A+ XX

(b) 44A + XO      

(c) 44 A + XY

(d) 46 A + XY

Answer  –   (c) 44 A + XY

ANM GNM LIFE SCIENCE QUESTION

Q. মটরগাছের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি হল –

(a) কুঞ্চিত বীজ    

(b) হলুদ রং-এর বীজ

(c) বেগুনি রং-এর বীজ  

 (d) কাক্ষিক পুষ্প     

  Answer  – (a) কুঞ্চিত বীজ      

Q.  মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত হল –

(a) 2:1

(b) 3 : 1

(c) 1:1

(d) 4:1   

 Answer   – (b) 3 : 1 

  Q. YyRr জিনোটাইপযুক্ত মটরগাছ থেকে কত ধরনের গ্যামেট উৎপন্ন হবে?

(a) 2 

(b) 4            

(c)5

(d) 6   

Answer   – (b) 4    

 Q. প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা হলেন-

a) ল্যামার্ক

(b) ডারউইন

(c) মেন্ডেল

(d) ভাইসম্যান    

 Answer   -( b) ডারউইন    

Q.’অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি কে প্রথম ব্যবহার করেছিলেন?

(a) ডারউইন

(b) ল্যামার্ক

(c) মেন্ডেল

(d) ভাইসম্যান    

 Answer   – (a) ডারউইন   

Q. আধুনিক দীর্ঘাকার এক অঙ্গুলিযুক্ত চতুষ্পদ ঘোড়ার বৈজ্ঞানিক নাম হল-

(a) মেরিচিপ্পাস

(b) ইওহিপ্পাস

(c) প্লায়োহিপ্পাস

(d) ইক্যুয়াস            

 Answer   – (d) ইক্যুয়াস     

Q. নাইট্রোসোমোনাস যে ধরনের ব্যাকটেরিয়া, তা হল-

(a) নাইট্রিফাইং

(b) ডিনাইট্রিফাইং

(c) অ্যামোনিফাইং

(d) কেমোসিন্থেটিক   

  Answer   – (a) নাইট্রিফাইং    

Q. যেটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়, সেটি হল-

(a) অ্যাজোটোব্যাকটর      

(b) রাইজোবিয়াম     

 (c) ভিব্ৰিও কলেৱি   

(d) ক্লসট্রিডিয়াম    

Answer   – (c) ভিব্ৰিও কলেৱি

Q.একটি গ্রিনহাউস গ্যাস হল-

(a) SO2

(b) N2O

(c) CHCl2

(d) SPM     

Answer   – (b) N2O

Q. উপাঙ্গবিহীন উভচর প্রাণী নিম্নলিখিত কোন্ বর্গ  ভুক্ত ?

a)  ইউরোডেলা

C)  জিমনোফিয়োনা

b)  অ্যানুরা

d)  কোনটিই নয়

Answer C)  জিমনোফিয়োনা

Q. গুপ্তবীজী উদ্ভিদে কি উৎপাদনের জন্য তিনবার সংযুক্তি ঘটে –

a)  ভূণ

b)  শস্য

C)  সাসপেনশার

d)  পেরিকার্প

Answer b)  শস্য

Q.স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের বিশেষ বৈশিষ্ট্যটি হল –

a)  শীতল রক্তের প্রাণী

b)  উষ্ণ রক্তের প্রাণী

C)  চোখে পেকটিন আছে

d)  গিরগিটি

Answer b)  উষ্ণ রক্তের প্রাণী

Q. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে?

(a) লঘু মস্তিষ্ক

(b) থ্যালামাস

(c) গুরু মস্তিষ্ক

(d) সুষুম্নাকাণ্ড

Answer (a) লঘু মস্তিষ্ক

Q. অস্থি পেশির সংকোচনশীল প্রোটিনটি হল-

(a) অ্যাকটিন

(b) নিউরোপ্লাজম

(c) প্রোথ্রাম্বিন

(d) টোনোপ্লাজম

Answer (a) অ্যাকটিন

ANM GNM Life Science Question pdf

Q. HCI নিঃসৃত হয় পাকস্থলীর নিম্নলিখিত কোশ থেকে –

(a) অক্সিনটিক

(b) পেপটিক

(c) ল্যামিনা প্রোপিয়া

(d) কোনোটিই নয়

Answer (a) অক্সিনটিক

 Q. মানবদেহে প্রতি 100 মিলি বিশুদ্ধ রক্তে সাধারণত O2 বাহিত হয় –

(a) 40ml

(b) 10 ml

(c) 20ml

(d) 30ml

Answe (c) 20ml

Q. একটি অনুচক্রিকা সাধারণত বাঁচে –

 (a) বারো দিন

(b) পনের দিন

(C) তিন দিন

(d) নয় দিন

Answe (C) তিন দিন

gnm anm preparation

Q. অ্যান্টিবডি সংশ্লেষিত হয় –

(a) অস্থিমজ্জায়

(b) প্লাজমা এবং লসিকায়

(c) যকৃতে

(d) বৃক্কে

Answe (b) প্লাজমা এবং লসিকায়

Scroll to Top