Q. পদ্মফুল দিনের আলোয় ফোটে ও অন্ধকারে মুদে যায়, এটি যে ধরনের চলন, তা হল-

(a) নিকটিন্যাস্টিক চলন

(b) হাইপোন্যাস্টিক চলন

(c) সিসমোন্যাস্টিক চলন

(d) ফটোন্যাস্টিক চলন    

Answer- (d) ফটোন্যাস্টিক চলন    

Q. পতঙ্গের সংস্পর্শে আসামাত্র সূর্যশিশিরের কর্ষিকায় কী ধরনের চলন ঘটে?

(a) থার্মোন্যাস্টিক

(b) সিসমোন্যাস্টিক

(c) কেমোন্যাস্টিক

(d) ফটোন্যাস্টিক

 Answer – (c) কেমোন্যাস্টিক      

Q. উদ্দীপকের দিক অনুসারে উদ্ভিদ অঙ্গের চলনকে বলা হয় –

(a) ট্রপিক চলন

(b) ট্যাকটিক চলন

(c) ন্যাস্টিক চলন

(d) প্রকরণ       

Answer – (a) ট্রপিক চলন  

Q.RNA-তে উপস্থিত রাইবোজ শর্করা যতগুলি কার্বন অণু দ্বারা গঠিত, তার সংখ্যা হল-  

(a) 2

(b) 3

(c) 4

(d) 5

Answer – (d) 5        

Q. নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে বলে-                 

(a) সাইটোকাইনেসিস

(b) ক্যারিওকাইনেসিস

(c) মেটাকাইনেসিস                        

(d) মুক্ত নিউক্লীয় বিভাজন

Answer – (b) ক্যারিওকাইনেসিস        

Q. কোশচক্রের যে দশায় কোশ বিভাজন দেখা যায়, তা  হল-

(a) G1 দশায়                   

(b) G2 দশা

(c) s দশায়

(d) M দশায়

Answer – (d) M দশায়

Q. মানুষের ক্ষেত্রে যেটি হেটেরোগ্যামেটিক লিঙ্গ প্রকাশকরে, সেটি হল –

(a) XX                     

(b) XY

(c) YY

(d) XO

Answer – (b) XY

gnm anm life science preparation

Q. মেন্ডেলের দ্বিসংকর জননের F2 জনুতে ফিনোটাইপিকঅনুপাত হল –  অথবা, মেন্ডেলের দ্বি-সংকর জনন পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপ অনুপাতটি হল –

(a) 3:2:1

(b) 9:3:3:1

(c) 3:2:3:1

(d) 1:2:1         

Answer – (b) 9:3:3:1  

Q. একটি সংকর হলুদ-গোল বীজযুক্ত মটর গাছের জিনোটাইপটি হবে-

(a) YYRR

(b) yyRR

(c) Yyrr

(d) YyRr    

Answer – (d) YyRr   

Q. পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল, সেটি হল- অথবা, প্রাণ সৃষ্টির সময়ে কোন্ উপাদানটি বায়ুমণ্ডলে ছিল না-

(a) হাইড্রোজেন

(b) অক্সিজেন

(c) মিথেন     

(d) অ্যামোনিয়া

 Answer – (b) অক্সিজেন        

 Q. পৃথিবীর আদিকোশ হল সম্ভবত –

(a) প্রোটোসেল

(b) নিউক্লিক অ্যাসিড

(c) গ্লাইসিন

(d) অ্যামাইনো অ্যাসিড   

  Answer – (a) প্রোটোসেল             

Q. অর্জিত  বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তা হলেন-

(a) হুগো -দ্য-ভ্রিস

(b) ল্যামার্ক

(c) ভাইসম্যান

(d) ডারউইন       

Answer – (b) ল্যামার্ক     

Q. জীব পরিবেশ থেকে গৃহীত মৌলিক উপাদানগুলিকে পরিবেশে ফিরিয়ে দেয় –

(a) শ্বসন ক্রিয়ার মাধ্যমে     

(b)  সালোকসংশ্লেষের মাধ্যমে

(c) রেচন ক্রিয়ার মাধ্যমে   

 (d) বিপাক ক্রিয়ার মাধ্যমে       

Answer – (c) রেচন ক্রিয়ার মাধ্যমে      

Q. প্রোটিন গঠনের জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানটি হল-

(a) কার্বন

(b) হাইড্রোজেন

(c) নাইট্রোজেন

 (d) অক্সিজেন       

 Answer – (c) নাইট্রোজেন      

Q. বায়ুর নাইট্রোজেনের মূল উৎস কী-

(a) আগ্নেয়গিরি

(b) N2 যুক্ত অজৈব সার

(c) মাটির নাইট্রেট যৌগ 

 (d) কোনোটিই নয়           

Answer – (c) মাটির নাইট্রেট যৌগ

anm gnm life science mock test

Q. পাখী, বাদুড় থেকে পৃথক কিসের অনুপস্থিতিতে ?

a)  উষ্ণ রক্ত

C)  শ্বাসনালী

b)  চার প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড

d)  ডায়াফ্রাম

Answer d)  ডায়াফ্রাম

Q.শস্য থেকে তেল পাওয়া যায়-

a)  চীনাবাদাম

 b)  নারিকেল

C)  সরিষা

d)  তিল

Answer  b)  নারিকেল

Q.কোন প্রাণীর পুরুষদের প্রেগন্যান্ট মেল বলা হয়?

a)  সমুদ্রশসা

b)  সমুদ্রঘোড়া

C)  সমুদ্রলিলি

d)  সমুদ্রশশক

Answer b)  সমুদ্রঘোড়া

Q. বুদ্ধি, স্মৃতি, চিন্তা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল –

(a) গুরু মস্তিষ্ক

(b) লঘু মস্তিষ্ক

(c) মায়ালেনকেফালন

(d) টেকটাম

Answer (a) গুরু মস্তিষ্ক

Q. পেশীকোশের সাইটোপ্লাজমকে বলে-

(a) সারকোমিয়ার

(b) গ্লোবিউলিন

(c) ক্রিস্টালিন

(d) সারকোপ্লাজম

Answer (d) সারকোপ্লাজম

Q. স্পর্শ, ব্যাথা, বেদনা প্রভৃতি গ্রহণকারী কোশকে বলে –

(a) রিসেপ্টর

 (b) এফেক্টর

 (c) অ্যাডজাস্টার

(d) সবগুলি সঠিক

Answer (a) রিসেপ্টর

লোহিত রক্ত কণিকার জীবনকাল হল –

(a) 60 দিন

(b) 120 দিন

(c) 180 দিন

(d) 240 দিন

Answe (b) 120 দিন

gnm anm preparation

Q. রক্ত সঞ্চারণের ক্ষেত্রে সার্বজনীন দাতা বলা হয়  –

(a) A শ্রেণির রক্ত

(b) B শ্রেণির রক্ত

(c) AB শ্রেণির রক্ত

D] O শ্রেণির রক্ত

Answe D] O শ্রেণির রক্ত

Q. হৃদপেশী কখনো অবসাদগ্রস্থ হয় না কারণ –

(a) কোশদের মধ্যে অন্তর্বর্তী যোগাযোগ আছে

(b) অসংখ্য মাইটোকনড্রিয়া আছে

(c) প্রচুর অ্যাকটিন প্রোটিন আছে

(d) প্রচুর মায়োসিন প্রোটিন আছে

Answe (b) অসংখ্য মাইটোকনড্রিয়া আছে

Scroll to Top