Q. উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল –
(a) অক্সিন
(b) থাইরক্সিন
(c) জিব্বেরেলিন
(d) সাইটোকাইনিন
Answer – (a) অক্সিন
Q.পর্বমধ্যের বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোনটি হল –
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বেরেলিন
(d) 2,4-D
Answer – (c) জিব্বেরেলিন
Q.অক্সিন হল-
(a) উৎসেচক
(b) প্রাণী হরমোন
(c) উদ্ভিদ হরমোন
(d) রেচন পদার্থ
Answer- (c) উদ্ভিদ হরমোন
Q. ক্রোমোজোম ধারণ করে ও তার বিভাজনে সাহায্য করে যে অঙ্গাণু, তা হল-
(a) গলগি বডি
(b) মাইটোকনড্রিয়া
(c) রাইবোজোম
(d) নিউক্লিয়াস
Answer – (d) নিউক্লিয়াস
Q. কোশ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন্ অংশে বেমতত্ত্ব যুক্ত থাকে?
(a) টেলোমিয়ার
(b) ক্রোমাটিড
(c) ক্রোমোনিমা
(d) সেন্ট্রোমিয়ার
Answer – (d) সেন্ট্রোমিয়ার
gnm anm life science preparation
Q. নিম্নের কোন্ ক্ষার মূলকটি RNA-তে অনুপস্থিত?
(a) অ্যাডেনিন
(b) গুয়ানিন
(c) সাইটোসিন
(d) থাইমিন
Answer – (d) থাইমিন
Q. দুটি সংকর লম্বা মটরগাছের সংকরায়ণে F1 জনুতে কত শতাংশ খর্বাকৃতি মটর গাছে উৎপন্ন হয়?
(a) 0%
(b) 25%
(c) 50%
(d) 75%
Answer – (b) 25%
Q. দুটি সংকর লম্বা মটরগাছের মধ্যে সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য জনুতে শতকরা কতভাগ সংকর লম্বা গাছ জন্মাবে
(a) 100 ভাগ
(b) 75 ভাগ
(c) 50 ভাগ
(d) 25 ভাগ
Answer – (c) 50 ভাগ
gnm anm life science
Q. মটর গাছের পরীক্ষার ক্ষেত্রে মেন্ডেল যে বিষয়টি বিবেচনাকরেছিলেন, তা হল –
(a) গুণগত বৈশিষ্ট্য
(b) পরিমাণগত বৈশিষ্ট্য
(c) গুণের সাপেক্ষে পরিমাণ
(d) পরিমাণের সাপেক্ষে গুণ
Answer – (c) গুণের সাপেক্ষে পরিমাণ
Q. “হট ডাইলিউট স্যুপ”-এর ধারণা দেন বিজ্ঞানী-
(a) হ্যালডেন
(b) ওপারিন
(c) হ্যালডেন এবং ওপারিন
(d) ফক্স
Answer – (a) হ্যালডেন
Q. মানুষের পৌষ্টিকতন্ত্রের সাথে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি হল-
(a) নিকটিটেটিং পর্দা
(b) কক্সিস
(c) সিকাম
(d) অ্যাপেনডিক্স
Answer – (d) অ্যাপেনডিক্স
Q.আরশোলার ডানা ও বাদুড়ের ডানা হল-
(a) সমসংস্থ অঙ্গ
(b) সমবৃত্তীয় অঙ্গ
(c) অগ্রপদের রূপান্তর
(d) নিষ্ক্রিয় অঙ্গ
Answer – (b) সমবৃত্তীয় অঙ্গ
Q.একটি গ্রিনহাউস গ্যাস হল –
(a) N2O
(b) NH3
(c) H2S
(d) O2
Answer – (a) N2O
Q. যেটি গ্রিনহাউস গ্যাস নয়, সেটি হল-
(a) SO2
(b) N2O
(c) 03
(d) CFC
Answer – (a) SO2
Q. নিম্নলিখিত ঘটনাগুলির মধ্যে যেটি ইউট্রফিকেশনের সাথে সম্পর্কযুক্ত, সেটি হল-
(a) অম্লবৃষ্টি
(b) অ্যালগাল ব্লুম
(c) SPM
d) সবকটি
Answer – (b) অ্যালগাল ব্লুম
Q. মূল, কান্ড ও পাতায় বিভেদিত নয় এমন উদ্ভিদ হল—
a) টেরিডোফাইটা
C) গুপ্তবীজি
b) ব্যক্তবীজী
d) শৈবাল
Answer d) শৈবাল
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি স্থলজ শৈবাল –
a) ক্লোরেল্লা
b) টেরেনটিপোলিয়া
C) স্পিরুলিনা
d) সারগাসাম
Answer b) টেরেনটিপোলিয়া
life science for gnm anm
Q.অরনিথোলজিতে আলোচনা করা হয়-
a) স্তন্যপায়ী
b) বাদুড়
C) মৎস
d)পক্ষী
Answer d)পক্ষী
Q. দেহে অম্ল-ক্ষার ও আয়নের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটি হল-
(a) বৃক্ক
(b) অগ্ন্যাশয়
(c) যকৃত
(d) মস্তিষ্ক
Answer (a) বৃক্ক
Q. বন্ধ রক্তসংবহন তন্ত্রযুক্ত অমেরুদণ্ডী প্রাণীর উদাহরণ –
(a) অ্যামিবা
(c) আরশোলা
(b) কেঁচো
(D) অ্যাসকারিস
Answer (b) কেঁচো
Q. হৃদপিন্ডের প্যারেনকাইমা কলা হল –
(a) স্নায়ু
(b) মায়োকার্ডিয়াম
(c) রক্ত
(d) পেরিকার্ডিয়াম
Answer (b) মায়োকার্ডিয়াম
Q. নিম্নের কোন্ গাসটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে এবং বিষাক্ত প্রভাব উৎপন্ন করে –
(a) CO2
(b) SO2
(c) NO 2
[d ] Co
Answer [d ] Co
anm gnm question answer
Q. যে যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপ করা হয় তার নাম হল-
(a) ব্যারোমিটার
(b) স্ফিগমোম্যানোমিটার
C] টোনোমিটার
(d) উপরের কোনটিই নয়
Answe (b) স্ফিগমোম্যানোমিটার
Q. পেশী অবসাদ ঘটে কারণ সঞ্চিত হয় –
(a) কার্বন ডাই অক্সাইড
(b) ক্রিয়েটিনিন
(c) ল্যাকটিক অ্যাসিড
(d) ইথাইল অ্যালকোহল
Answe (c) ল্যাকটিক অ্যাসিড