GNM ANM Life Science MCQ Question Answer

Q. নিম্নের কোন্ প্রাণীতে বহুরূপতা লক্ষ্য করা যায়?

a)  গিরগিটি

b)  মাকড়শা

C)  গোরিলা

 d)  পিঁপড়ে

Answer  d)  পিঁপড়ে

Q. একটি মসের অঙ্গজদেহ কোন্ গঠনের প্রতিনিধিত্ব করে-

a)  স্পোরোফাইট

b)  গ্যামেটোফাই

 C)  জেরোফাইট

d)  স্পোরোফাইট অথবা গ্যামেটোফাইট

Answer b)  গ্যামেটোফাই

Q. নারিকেলের ভোজ্য অংশটি হল-

a)  ফলত্বক

b)  শস্য

C)  বীজপত্র

d) সবগুলো

Answer b)  শস্য

Q. মানবদেহের সর্ববৃহৎ নাসিকা গ্রন্থি হল-

(a) হৃদপিন্ড

(b) বৃদ্ধ

(c) ফুসফুস

 (d) প্লিহা

Answer  (d) প্লিহা

Q. যে অংশে শুক্রানু উৎপন্ন হয়, তা হল –

(a) শুক্রনালী

(b) ভ্যাসইফারেন্সিয়া

(c) সেমিনিফেরাস নালী

(d) রেটেটেসটিস

Answer (c) সেমিনিফেরাস নালী

Q. একটি নির্দিষ্ট কাজের জন্য কতকগুলি কলা সমন্বিত হয়ে  যে কার্যকরী অংশটি গঠিত হয়, তা হল –

(a) কলা

(b) কোশ

(c) অঙ্গ

(d) মায়োকার্ডিয়াম

Answer (c) অঙ্গ

Q. নিম্নের কোনটি ভালো কোলেস্টেরল হিসাবে গণ্য করা হয়?

(a) VLDL

(b) LDL

(c) HDL

(d) ট্রাইগ্লিসেরাইড

Answer (c) HDL

gnm anm life science question

Q. একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির হৃদপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত উৎক্ষেপণ করে-

(a) 150 লিটার

(b) 200 লিটার

[C] 300 লিটার

(d) 340 লিটার

Answe [C] 300 লিটার

Q. মানবদেহে কোন অংশে ইউরিয়া প্রস্তুত হয় ?

(a) বৃদ্ধ

(b) যকৃত

(c) অগ্ন্যাশয়

(d)মূত্রথলি

Answe (b) যকৃত

Q. বীজেরসুপ্তদশা ভঙ্গ করে অঙ্কুরোদ্‌গম ঘটায়-

(a) অক্সিন

(b) জিব্বেরেলিন

(c) সাইটোকাইনিন         

(d) ইথিলিন.          

 Answer – (b) জিব্বেরেলিন      

Q. একটি কৃত্রিম হরমোন হল

(a) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড

(b) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড

(c) জিব্বেরেলিক অ্যাসিড

(d) জিয়াটিন                                                              

 Answer – (b) ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড      

Q. অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত করে –                                                                      

(a) IAA

(b) ABA

(c)  ইথিলিন

(d) ফ্লোরিজেন হরমোন      

Answer – (a) IAA   

Q. প্রাণীকোশে বেমতন্ত কোথা থেকে সৃষ্টি হয়?

(a) গলগি বডি

(b) মাইটোকনড্রিয়া

(c) সেন্ট্রিওল     

(d) লাইসোজোম                                                                

Answer-     (c) সেন্ট্রিওল                  

 Q.মাইটোসিস কোশ বিভাজনের যে দশায় স্টেমবডি  গঠিত হয়, তা হল-

(a) প্রোফেজ

(b) মেটাফেজ

(c) অ্যানাফেজ

(d) টেলোফেজ    

Answer – (c) অ্যানাফেজ                      

Q.ইউরাসিল ক্ষারক পাওয়া যায়-

 (a) DNA

(b) RNA-তে

 (c) প্রোটিনে

(d)লিপিডে                                                                

 Answer – (b) RNA-তে                

Q. হিমোফিলিয়ার বাহক মাতা ও স্বাভাবিক পিতার কন্যাসন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা হল-       

 (a) 75%

(b)100%

(c) 50%

(d) 0%                                                                       

Answer – (d) 0% 

gnm anm life science question

Q.পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত?

(a) 100%

(b) 25%

(c) 75%

(d) 50%

 Answer – (b) 25%.         

Q. নিম্নোক্ত কোন্ রোগটি ‘X’ ক্রোমোজোম দ্বারা বাহিত-

(a) হিমোফিলিয়া

(b) থ্যালাসেমিয়া

(c) অ্যালবিনিজম

(d) রাতকানা  

Answer – (a) হিমোফিলিয়া     

Q.  সমবৃত্তীয় অঙ্গ গঠিত হয় যার ফলে সেটি হল-          

(a) অপসারী বিবর্তন    

 (b) অপসারী ও অভিসারী বিবর্তন

(c) অভিসারী বিবর্তন

d) কোনোটিই

Answer – (c) অভিসারী বিবর্তন                         

Q. মাছ ওউভচরেরমধ্যে সংযোগরক্ষাকারী প্রাণী হল –

(a) প্ল্যাটিপাস

(b) সিলাকান্থ

(c) পেরিপিটাস

(d) ডিপনয়                                                                

 Answer – (d) ডিপনয়    

Q. যে দুটি অঙ্গ সমসংস্থ নয়, তা হল-

(a) বাদুড়ের ডানা ও মানুষের হাত

(b) পাখির ডানা ও মানুষের হাত

(c) বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা

(d) তিমির প্যাডেল ও ঘোড়ার অগ্রপদ    

gnm anm preparation

Answer – (c) বাদুড়ের ডানা ও পতঙ্গের ডানা.        

Q. ইউট্রোফিকেশন-এর কারণ হল-

 (a) শব্দদূষণ

(b) জলদূষণ

(c) মাটি দূষণ                                                       

 (d) বায়ুদূষণ                                                                 

Answer – (b) জলদূষণ                        

Q. নীচের কোনটি একপ্রকার পেশাগত রোগ?                

(a) অ্যাসবেসটোসি

(b) হেপাটাইটিস

(c) ম্যালেরিয়া

(d) অ্যামিবিয়া ঘটিত আমাশয়                                       

Answer – (a) অ্যাসবেসটোসিস        

Q.অ্যালগাল ব্লূম যে পরিস্থিতিতে ঘটে, তা হল-

(a) SPM বৃদ্ধিতে

(b) PAN বৃদ্ধিতে

(c) গ্রিনহাউস গ্যাস বৃদ্ধিতে

(d) ইউট্রোফিকেশনের প্রভাবে    

Answer-  (d) ইউট্রোফিকেশনের প্রভাবে

gnm anm life science preparation

Q. প্রাণীকোশে মাইটোসিস কোশ বিভাজনের সময়ে বেমতন্তগঠন করে                     

 (a) গলগি বডি

(b) মাইটোকনড্রিয়া

(c) সেন্ট্রিওল        

(d) লাইসোজোম                                                                

Answer-  (c) সেন্ট্রিওল

Scroll to Top