Q. অক্সিন হরমোন দ্বারা উদ্ভিদের কোন্ প্রকার চলন নিয়ন্ত্রিত হয়?
(a) ট্যাকটিক
(b) ট্রপিক
(c) ন্যাস্টিক
(d) সবগুলি
Answer – (b) ট্রপিক
Q.একটি নাইট্রোজেনবিহীন প্রাকৃতিক আম্লিক উদ্ভিদ হরমোন হল-
(a) জিব্বেরেলিন
(b) অ্যাবসিসিক অ্যাসিড
(c) অক্সিন
(d) কাইনিন
Answer – (a) জিব্বেরেলিন
Q.একটি কোশ চারবার মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলে কটি কোশ উৎপন্ন হবে?
(a) 8 টি
(b) 12 টি
(c) 16 টি
(d) 24 টি
Answer – (c) 16 টি
Q. নীচের কোন্ জোড়টি সঠিক?
(a) কোরকোদ্গম — ঈস্ট
(b) খণ্ডীভবন – কেঁচো
(c) রেণু উৎপাদন – অ্যামিবা
(d) পুনরুৎপাদন—ড্রায়োপটেরিস
Answer- (a) কোরকোদ্গম — ঈস্ট
gnm anm life science question
Q.দীর্ঘ সুপ্তদশা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি নীচের কোন্ পদ্ধতির সাহায্য নেবে?
(a) যৌন জনন
(b)খণ্ডীভবন
(c) পুনরুৎপাদন
(d) মাইক্রোপ্রোপাগেশন
Answer – (d) মাইক্রোপ্রোপাগেশন
Q. মানুষের বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য হল-
a) প্রকট এবং অটোজোম থাকে
(b) প্রচ্ছন্ন ও Y ক্রোমোজোমে থাকে
(c) প্রচ্ছন্ন ও X ক্রোমোজোমে থাকে
(d) প্রচ্ছন্ন ও অটোজোমে থাকে
Answer – (c) প্রচ্ছন্ন ও X ক্রোমোজোমে থাকে
Q. থ্যালাসেমিয়া রোগটির প্রধান কারণ হল –
(a) লোহিত রক্তকণিকার গঠনগত ত্রুটি
(b) হিমোগ্লোবিনের গঠনগত ত্রুটি
(c) শ্বেত রক্তকণিকার গঠনগত ত্রুটি
(d) অণুচক্রিকার গঠনগত ত্রুটি
Answer – (b) হিমোগ্লোবিনের গঠনগত ত্রটি
Q. একটি অটোজোমবাহিত বংশগত রোগ, যার ফলেহিমোগ্লোবিন উৎপাদনে ঘাটতি দেখা যায়, তা হল-
(a) থ্যালাসেমিয়া
(b) হিমোফিলিয়া
(c) বর্ণান্ধতা
(d) সবকটি
Answer – (a) থ্যালাসেমিয়া
Q.মাইক্রোস্ফিয়ার মডেলের প্রবক্তা হলেন-
(a) সিডনি ফক্স
(b) মিলার
(c) ওপারিন
(d) উৱে
Answer – (a) সিডনি ফক্স
Q. বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা হলেন-
(a) ল্যামার্ক
(b) ডারউইন
(c) ভাইসম্যান
(c) হেকেল
Answer- (c) হেকেল
Q. জীবনের উদ্ভবে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল-
(a) অ্যামাইনো অ্যাসিড
(b) নিউক্লিওটাইড
(c) নিউক্লিওসাইড
(d) প্রোটিন
Answer – (b) নিউক্লিওটাইড
gnm anm life science mock test
Q.ইউট্রোফিকেশনের ফলে জলাশয়ে অক্সিজেনের জৈব চাহিদা-
(a) বৃদ্ধি পায়
(b) থাকে না
(c) হ্রাস পায়
d) সমতায় থাকে
Answer – (a) বৃদ্ধি পায়
Q.জলদূষণে যে রোগটি হয়, তা হল-
(a) যক্ষ্মা
(b) নিউমোনিয়া
(c) কলেরা
(d) অ্যাসবেসটোসিস
Answer – (c) কলেরা
Q. কোনটি শিল্পজাত রাসায়নিক সার
(a)ইউরিয়া
(b) গোবর
(c) খোল
(d) হিউমাস
Answer – (a)ইউরিয়া
Q.পুরুষদের ক্ষেত্রে হিমোফিলিয়া রোগ বেশি হয়, কারণ এটি-
(a) X ক্রোমোজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য
(b) X ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
(c) Y ক্রোমোজোমবাহিত প্রকট বৈশিষ্ট্য
(d) কোনোটিই নয়
Answer – (b) X ক্রোমোজোমবাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য
Q. কোন্টি আদ্যপ্রাণী নয় –
a) হাইড্রা
b) ইউগ্লিনা
C) অ্যামিবা
d) প্যারামোশিয়াম
Answer a) হাইড্রা
Q.সমগ্র দেহ এপিডারমাল আঁশযুক্ত প্রাণীর উদাহরণ হল—
a) পায়রা
b) গিরগিটি
C) রুই মাছ
d) হাঁস
Answer b) গিরগিটি
Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীজগৎ পর্বের সাম্প্রতিকতম আবিষ্কার –
a) প্রোগোনোফোরা
b) কাইনোরিহা
C) লরিসিফেরা
d) টিনোফোরা
Answer C) লরিসিফেরা
Q. হৃদপিন্ডের আবরণীর নাম হল-
(a) প্লরা
(b) ক্যাপসুল
(c) পেরিকার্ডিয়াম
(d) কোনোটিই নয়
Answer (c) পেরিকার্ডিয়াম
. Q. শুক্রানু সৃষ্টির ঘটনাকে বলা হয় –
(a) সাইটোজেনেসিস
(b) স্পার্মাটোজেনেসিস
(c) গ্যামেটোজেনেসিস
(d) ওজেনেসিস
Answer (b) স্পার্মাটোজেনেসিস
anm gnm preparation
Q. মায়োলীন আবরণীযুক্ত স্নায়ুকোশকে বলে –
(a) মেডুলারী নিউরোন
(b) ননমেডুলারি নিউরোন
(C)নিউরোগ্লিয়া
(d) স্বোয়ান কোশ
Answer (a) মেডুলারী নিউরোন
Q. রক্তের সার্বজনীন গ্রহীতা হচ্ছে –
(a) AB
(b) O
(c) B
(d) A
Answer (a) AB
gnm anm question answer
Q. নিম্নের যে উপাদানটি রক্ত তঞ্চনে সহায়তা করে-
(a) ভিটামিন A
(b) ফোলিক অ্যাসিড
(c) ভিটামিন – D
[D] ফ্রাইব্রিনোজেন
Answe [D] ফ্রাইব্রিনোজেন
Q. গ্লোমেরুলাস অবস্থান করে –
(a) মেনিনজেসে
(b) ব্যাওমান ক্যাপসুলে
(c) রেনাল পেলভিসে
(d) প্লরাতে
Answe (b) ব্যাওমান ক্যাপসুলে