Q. নিম্নের প্রাণীগুলির মধ্যে কার দেহে সর্বাপেক্ষা কম দেহখণ্ডক আছে—
a) ফিতাকৃমি
b) কেঁচো
C) চিংড়ি
d) আরশোলা
Answer d) আরশোলা
Q.অবসারণী ছিদ্র আড়াআড়ি অবস্থান করে এবং শীতল রক্ত বিশিষ্ট প্রাণীদের শ্রেণি হল –
a) উভচর
b) মৎস্য
C) সরীসৃপ
d) পক্ষী
Answer C) সরীসৃপ
Q. একটি স্তন্যপায়ী যে ডিম পাড়ে –
a) টালপা
b) একিডনা
C) টেরোপাস
d) লেমুর
Answer b) একিডনা
Q. মানবদেহে একটি মিশ্র গ্রন্থি হল-
(a) হৃদপিণ্ড
(b) বৃদ্ধ
(c) ফুসফুস
(d) অগ্ন্যাশয়
Answer (d) অগ্ন্যাশয়
Q. লেডিগের অন্তরকোশ নিঃসৃত হরমোনটি হল-
(a) থাইরক্সিন
(b) ইনসুলিন
(c) টেস্টোস্টেরন
(d) গ্লকাগন
Answer (c) টেস্টোস্টেরন
anm gnm lifescience mock test
.Q.স্নায়ুকোশের ক্ষুদ্র প্রবর্ধক যুক্ত অংশটি হল-
(a) ডেনড্রন
(c) অ্যাক্সন
(b) ডেনড্রাইট
(d) প্রান্তবুরুশ
Answer (a) ডেনড্রন
Q. মানুষের সাধারণ রক্তচাপ এই পরিসরে থাকা উচিত –
[A120/80 mm/Hg
(b) 110/70 mm/Hg
(c) 140/80 mm / Hg
(d) 110/60mm / Hg
Answer [A120/80 mm/Hg
Q. মানুষের সাধারণ রক্তের প্রকৃতি হল –
(a) অ্যাসিডিক
(b) অ্যালকালাইন
(c) নিউট্রাল
(d) ভ্যারিয়েবল
Answe (b) অ্যালকালাইন
Q. পেপসিন নিঃসৃত হয় –
(a) পাকস্থলীতে
(b) মূত্রথলিতে
(c) বৃকে
(d) অগ্ন্যাশয়ে
Answe (a) পাকস্থলীতে
Q. পরিপক্ক বীজে যে উদ্ভিদ হরমোনটি বেশি সংশ্লেষিত হয়-
(a) ইথিলিন
(b) সাইটোকাইনিন
(c) জিব্বেরেলিন
(d) অক্সিন
Answer – (c) জিব্বেরেলিন
Q. একটি স্বাভাবিক বা প্রাকৃতিক অক্সিন হল-
(a) IBA
(b) IAA
(c) NAA
(d) 2,4-D
Answer – (b) IAA
Q. ডাবের জলে কোন হরমোনটি সহজেই পাওয়া যায়?
(a) অক্সিন
(b) সাইটোকাইনিন
(c)জিব্বেরেলিন
(d) ফ্লোরিজেন
Answer – (b) সাইটোকাইনিন
anm gnm question answer
Q. সুস্পষ্ট জনুক্রম দেখা যায় যে উদ্ভিদটিতে, তা হল-
(a) মস (পোগোনেটাম)
(b) আমগাছ
(c) জবাগাছ
(d) পাইনগাছ
Answer – (a) মস (পোগোনেটাম)
Q. অযৌন জনন সম্পন্নকারী একটি প্রাণী হল-
(a) ব্যাং
(b) পাখি
(c) কেঁচো
(d) অ্যামিবা
Answer – (d) অ্যামিবা
Q. নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির মধ্যে অযৌন জননে দেখা যায়-
(a) একটিমাত্র মাতৃ উদ্ভিদ/প্রাণী
(b) গ্যামেট সৃষ্টি হয় না
(c) অপত্য জনুতে প্রকরণ ঘটে না
(d) ওপরের সবকটি
Answer – (d) ওপরের সবকটি
Q.বর্ণান্ধ ব্যক্তিরা যে দুটি বর্ণ চিনতে পারে না, তা হল –
(a) লাল-সবুজ
(b) কালো-সাদা
(c) সাদ-নীল
(d) হলুদ-নীল
Answer – (a) লাল-সবুজ
Q. কোন রোগটিকে রয়্যাল ডিজিস বলা হয় ?
(a) থ্যালাসেমিয়াকে
(b) বর্ণান্ধতাকে
(c) হিমোফিলিয়াকে
(d) ক্যানসারকে
Answer – (c) হিমোফিলিয়াকে
Q.যে রোগটি ‘ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা’ নামে পরিচিত,সেটি হল-
(a) থ্যালাসেমিয়া
(b) বর্ণান্ধতা
(c) হিমোফিলিয়া
(d) অ্যানিমিয়া
Answer – (a) থ্যালাসেমিয়া
Q. নীচের কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়?
(a) রেডগ্রন্থি
(b) অগ্রপ্রকোষ্ঠ
(c) গ্যাস্ট্রিক গ্রন্থি
(d) রেটিয়া মিরাবিলি
Answer – (d) রেটিয়া মিরাবিলি
Q. উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হল –
(a) এদের লোহিত রক্তকণিকা লম্বাটে
(b) এদের মল-মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
(c) এদের দেহে প্রচুর ঘর্মগ্রন্থি থাকে
(d) এদের কুঁজে জল সঞ্চিত থাকে
Answer – (b) এদের মল-মূত্রে জলের পরিমাণ খুব কম থাকে
Q. বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অবলুপ্ত হয়েছে সেটি হল –
(a) বাম ডিম্বাশয়
(b) পিত্তথলি
(c) ফুসফুস
(d) ডানবৃক্ক
Answer – (b) পিত্তথলি
Q.গৃহস্থলি ও কারখানার নোংরা আবর্জনাযুক্ত জলকে বলে –
(a) সিউয়েজ
(b) হিউমাস
(c) স্মগ
(d) ওজোন
Answer – (a) সিউয়েজ
gnm anm life science question
Q. জিয়ার্ডিয়াসিস কী ?
(a) ব্যাকটেরিয়া
(b) প্রোটোজোয়া
(c) ভাইরাস ঘটিত রোগ
(d) ছত্রাক
Answer – (b) প্রোটোজোয়া
Q.শব্দদূষণ মাপক একককে বলে- অথবা, শব্দদূষণ মাত্রা যে একক দ্বারা নির্দেশিত হয়, তা হল –
(a) K. Watt
(b) ml
(c) cm
(d) dB Answer – (d) dB
Q. নীচের কোন্ রোগটিকে রাজকীয় রোগ বলা হয় ?
(a) থ্যালাসেমিয়াকে
(b) বর্ণান্ধতাকে
(c) হিমোফিলিয়াকে
(d) ক্যানসারকে
Answer – (c) হিমোফিলিয়াকে