GNM ANM Life Science MCQ Question জীবন বিজ্ঞান

Q. ভ্রণমুকুল আবরণীতে কোন্ টি পাওয়া যায়?

(a) জিব্বেরেলিন

(b) কাইনিন

(c) অক্সিন                                                                          

 (d) ফ্লোরিজেন                                                                                

 Answer – (c) অক্সিন                

 Q. উদ্ভিদের একটি কৃত্রিম হরমোন হল-

(a) IA

(b) GA

(c) NAA

 (d)  CKK                                                                

Answer – (c) NAA           

Q. ডায়াবেটিস মেলিটাস-এ আক্রান্ত ব্যক্তি নীচের কোন্ হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম ?

(a) অ্যাড্রিনালিন

(b) থাইরক্সিন

(c) ইনসুলিন

(d) টেস্টোস্টেরন                                                           

Answer – (c) ইনসুলিন   

anm gnmlife science question pdf

Q. জোড়কলম তৈরির সময় যে উদ্ভিদের ওপর অপর উদ্ভিদের অংশ লাগানো হয়, তাকে বলে-

(a) স্টক

(b) সিয়ন

(c) নিম্নকাণ্ড

(d) শাখাকলম                                                              

Answer – (a) স্টক        

Q.কোরকোদ্‌গম হয় এমন একটি প্রাণী হল-

(a) অ্যামিবা

(b) ইউগ্লিনা

(c) ঈস্ট                                                               

(d) হাইড্ৰা                                                             

Answer – (c) ঈস্ট      

Q. বহুবিভাজন প্রক্রিয়ায় বংশবিস্তার করে-

a) হাইড্রা

(b) প্ল্যানেরিয়া

(c)প্লাজমোডিয়াম

(d) ইস্ট                                                                          

 Answer – (c)প্লাজমোডিয়াম        

Q. সব পুত্রই বর্ণান্ধ হবে, যদি –

(a) যদি মাতা বাহক হয়

(b) মাতা বর্ণান্ধ হয়

(c) পিতা বর্ণান্ধ হয়            

(d) পিতা বর্ণান্ধ ও মাতা বাহক হয়                                

Answer – (b) মাতা বর্ণান্ধ হয়      

Q.পিতা স্বাভাবিক ও মাতা বর্ণান্ধ হলে-         

(a) সকল পুত্র বর্ণান্ধ হবে                                        

(b) সকল কন্যা বর্ণান্ধ হবে

(c) সকল পুত্র ও কন্যা বর্ণান্ধ হবে

(d) সকল পুত্র ও কন্যা বাহক হবে                                

 Answer – (a) সকল পুত্র বর্ণান্ধ হবে    

gnm anm life science question

Q.অটোজোমবাহিত প্রচ্ছন্ন জিনঘটিত রোগটি হল-        

 (a) বর্ণান্ধতা

(b) রাতকানা

(c) হিমোফিলিয়া

(d) থ্যালাসেমিয়া                                                          

Answer – (d) থ্যালাসেমিয়া             \

Q.যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না,তা হল-

(a) শ্বাসমূল

(b) বীজযুক্ত ফল

 (c) পুরু কিউটিকলযুক্ত পাতা                             

(d) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম                                             

 Answer – (d) জরায়ুজ অঙ্কুরোদ্‌গম       

Q. পর্ণকাণ্ড হল একটি –           

(a) পরিবর্তিত পাতা

(b) রূপান্তরিত কাজ

(c) পাতা বা কাণ্ড কোনোটিই নয়                        

 (d) পরিবর্তিত বৃত্ত                                                              

Answer – (b) রূপান্তরিত কাজ       

Q. পায়রার বায়ুথলির সংখ্যা-

(a) 9 জোড়া

(b) 7 জোড়া

(c) 8 টি                                                               

 (d) 9 টি                                                                      

Answer – (d) 9 টি            

Q. কোন রোগটির কারণ সিসাঘটিত দূষণ ক্রিয়া-

 (a) মিনামাটা

(b)  ডিসলেক্সিয়া

(c) ইটাই ইটাই                                                     

 (d) ব্লাকফুট ডিজিজ।                                                     

Answer – (b)  ডিসলেক্সিয়া           

Q.ধূমপায়ী ব্যক্তিদের বেশি              

(a) ফুসফুস ক্যানসার                                         

(b) পাকস্থলী ক্যানসার                                        

(c) প্রস্টেট ক্যানসার

(b) ত্বক ক্যানসার

Answer -(a) ফুসফুস ক্যানসার

Q. পূর্ব-হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হল-

(a) লায়ন টেইলড ম্যাকাক                                    

(b) ওরাংওটান

(c) রেড পান্ডা

(d) নীলগিরি থর

   Answer-  (d) নীলগিরি থর

anm gnm preparation

Q. নিম্নলিখিত কোটি আদ্যপ্রাণী বা প্রোটেজুয়া

a)  পি মোজেইক

b)  এন্টামিবা হিস্টোলাইটিকা

c ) ভ্যারিওলা

d)  সবগুলিই সঠিক

Answer b)  এন্টামিবা হিস্টোলাইটিকা

Q. নিম্নলিখিত কোন প্রাণীর হৃদপিণ্ডে ফোরামেন অব্ প্যানিজা দেখা যায় ?

a)  কুমির

b)  কেউটে সাপ

C)  কুনোব্যাঙ্গ

d)  সবগুলিই সঠিক

Answer a)  কুমির

Q.. গ্রাব হল …… এর লার্ভা

a)  ইনসেক্ট

b)  ক্রাসটেশিয়া

c) বিটল

d)  স্পঞ্জ

Answer c) বিটল

Q. ফুসফুসের আবরণীর নাম হল-

(a) পেরিকার্ডিয়াম

(b) প্লুরা

(c) ক্যাপসুল

(d) মেনিনজেস

Answer (b) প্লরা

Q. অগ্ন্যাশয় নিঃসৃত হরমোনটি হল—

(a) ইস্ট্রোজেন

(b) প্রোজেস্টেরন

(c) টেস্টোস্টেরন

(d) গ্লকাগন

Answer (d) গ্লকাগন

Q. নিম্নলিখিত কোন পেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক দেখা যায় ?

(a) সরেখ পেশী

(b) অরেখ পেশী

(c) হৃদপেশী

(d) কোনোটই নয়

Answer (c) হৃদপেশী

gnm anm life science mock test

Q. ECG নথিভুক্ত করে –

(a) হৃদস্পন্দন হার

(b) পোটেনশিয়াল পার্থক্য

(c) নিলয়ের ঘনত্ব

(d) উৎক্ষেপিত রক্তের পরিমাণ

Answer (b) পোটেনশিয়াল পার্থক্য

Q. কোন ধাতব আয়নটি হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত?

(a) Mg++

 (b) Fe++

C]AI++++

(d) Mn

 Answe (b) Fe++

Q. কেঁচোর রেচন অঙ্গের নাম-

(a) স্যালিভারি গ্ল্যান্ড

(b) নেফ্রিডিয়া

(c) ইংঙ্ক গ্ল্যান্ড

(d) ম্যালপিজিয়ান টিবিউল

Answe (b) নেফ্রিডিয়া

Scroll to Top