Q. ক্যারেট কিসের একক?
(a)ভর
(b)ওজন
(c)আয়তন
(d)ঘনত্ব
Answer (a)ভর
Q. স্ক্র গেজ যন্ত্র কেন ব্যবহার করা হয়?
(a)সরু তারের ব্যাস মাপার জন্য
(b)ক্ষুদ্র নির্ভুল দৈর্ঘ্য মাপার জনা
(c)গোলকের আয়তন মাপার জন্য
(d)ফাঁপা নলের ব্যাসার্ধ মাপার জন্য
Answer (a)সরু তারের ব্যাস মাপার জন্য
anm gnm physical science mock test
Q. বায়ুমণ্ডলের সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট স্তরটি হল –
(a) থার্মোস্ফিয়ার
(b) ট্রপোস্ফিয়ার
(c)মেসোশিয়ার
(d) স্ট্র্যাটোস্ফিয়ার
Answer – (b) ট্রপোস্ফিয়ার
Q. গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থান করে কার্যপ্রণালী চালায়?
(a)ট্রপোস্ফিয়ারে
(b)মেসোস্ফিয়ারে
(c)থার্মোস্ফিয়ারে।
(d)স্ট্র্যাটোস্ফিয়ার
Answer – (a)ট্রপোস্ফিয়ারে
Q. ভালো জ্বালানির যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটি হল –
(a) উচ্চ তাপন মূল্য ও উচ্চ জ্বলনাঙ্ক
(b)উচ্চতাপন মূল্য ও উ নিম্ন জ্বলনাঙ্ক
(c) উচ্চ তাপন মূল্য ও মাঝারি জ্বলনাঙ্গ
(d) নিম্ন তাপন মূল্য ও মাঝারি জ্বলনাঙ্ক
Answer – (c) উচ্চ তাপন মূল্য ও মাঝারি জ্বলনাঙ্গ
Q. প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি না ? –
(a) মিথেন
(b) গ্যাসোলিন
(c) তরল H2
(d) কেরোসিন
Answer – (c) তরল H2
Q.প্রদত্ত কোনটি চাপের SI একক? –
(a) Nm2
(b) Nm-2
(c) Nm
(d) N
Answer – (b) Nm-2
anm gnm physical science question
Q. গতিতত্ত্ব অনুযায়ী গ্যাসের অনুগুলি –
(a) ভরবিহীন
(b) আয়তন শূন্য
(c) বিন্দুভর সম্পন্ন
(d) কোনোটিই নয়
Answer – (c) বিন্দুভর সম্পন্ন
Q. E = mc2 সমীকরণ অনুযায়ী E গণনার একক কী হবে? –
(a)meV
(b)MeV
(c)mev
(d)mV
Answer – (b)MeV
Q. কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কীসের ওপর নির্ভর করে? –
(a) প্রাথমিক দৈর্ঘ্য
(b) উষ্মতা বৃদ্ধি
(c)উপাদান
(d) সবগুলির ওপর
Answer – (d) সবগুলির ওপর
gnm anm physical science question
Q. কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে?
(a) 1
(b) 2
(c) 3
(d) 41
Answer – (c) 3
Q. গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ ‘r’ এবং ফোকাস দৈর্ঘ্য ‘f’ এর মধ্যে সম্পর্কটি হল –
(a) f=2r
(b) r =2f
(c) r=f
(d) r=3f
Answer – (b) r =2f
Q. আলোর প্রতিসরণের জন্য দায়ী –
(a) আলোকরশ্মির প্রকৃতি
(b) আলোকরশ্মির বর্ণ
(c) বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ
(d) কোনোটিই নয়
Answer – (c) বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ
Q. লেন্সের আলোককেন্দ্র –
(a) একটি সচলবিন্দু
(b) একটি নির্দিষ্ট বিন্দু
(c) অসীমে অবস্থিত একটি বিন্দু
(d) কোনো বিন্দুই নয়
Answer – (b) একটি নির্দিষ্ট বিন্দু
Q রামধনুতে আলোর –
(a) শুধু বিচ্ছুরণ
(b) শুধু প্রতিসরণ
(c) বিচ্ছুরণ ও প্রতিফলন
(d) প্রতিফলন, প্রতিসরণ ও বিচ্ছুরণ ঘটে
Answer -(d) প্রতিফলন, প্রতিসরণ ও বিচ্ছুরণ ঘটে
Q. দৃশ্যমান আলোর পাল্লা কত? –
(a) 200nm – 400nm
(b) 400nm – 800nm
(c) 800nm – 1600nm
(d) 1600nm – 3200nm
Answer – (b) 400nm – 800nm
Q প্রদত্ত কোনটি তড়িৎবিভবের SI একক –
(a)ভোল্ট
(b) কুলম্ব
(c) ওহম
(d) ওয়াট
Answer – (a)ভোল্ট
Q. একটি অওহমীয় পরিবাহী হল –
(a) তামা
(b) কার্বন
(c) সিলিকন
(d) দস্তা
Answer – (c) সিলিকন