Q. গ্রীক অক্ষর ‘নিউ’ দিয়ে নিচের কোনটিকে প্রকাশ করা হয়?
(a)কম্পাঙ্ক
(b)শব্দ তরঙ্গ
(c)পর্যায় কাল
(d)কোনটাই নয়
Answer (a)কম্পাঙ্ক
Q. কোন পদ্ধতিকে দশমিক পদ্ধতি বলা হয় ?
(a)F.P.S
(b)C.GS
(c) S. I
(d)সবকটি
Answer (c) S. I
anm gnm physical science mock test
Q. বর্ণালি সৃষ্টির কারণ আলোর –
(a) প্রতিফলন
(b) প্রতিসরণ
(c) বিচ্ছুরণ
(d) বিক্ষেপণ
Answer – (c) বিচ্ছুরণ
Q. আলোর বর্ণ নির্ভর করে যার ওপর তা হল, আলোর –
(a) কম্পাঙ্ক
(b)বেগ
(c) তরঙ্গদৈর্ঘ্য
(d) বিস্তার
Answer – (c) তরঙ্গদৈর্ঘ্য
Q. তড়িৎ আধানের CGS এককটি হল –
(a) esu আধান
(b) কুলম্ব
(c) অ্যাম্পিয়ার
(d)ভোল্ট
Answer – (a) esu আধান
Q. ওহমের সূত্র যে রাশিগুলির মধ্যে সম্পর্ক প্রকাশ করে –
(a) বিভব প্রভেদ, তড়িৎ আধান
(b) তড়িৎ প্রবাহমাত্রা, বিভব প্রভেদ
(c) তড়িৎ প্রবাহমাত্রা, রোধ
(d) রোধ, বিভব প্রভেন
Answer – (b) তড়িৎ প্রবাহমাত্রা, বিভব প্রভেদ
Q. নীচে যে রাশিমালাটি তড়িতের তাপীয় ক্রিয়া সংক্রান্ত জুলের সূত্র প্রকাশ করে না, সেটি চিহ্নিত করো-
(a) H = I2Rt ক্যালোরি
(b) H=mst ক্যালোরি
(c) H= VIt জুল
(d) H= 0.24 12Rt ক্যালোরি
Answer – (b) H=mst ক্যালোরি
Q. তড়িৎশক্তির ব্যাবহারিক একক হল –
(a) ওয়াট
(b) জুল
(c) BOT
(d) ভোল্ট
Answer – (c) BOT
gnm anm physical science question
Q. উত্তর-দক্ষিণে রাখা কোনো পরিবাহীর উপরে একটি চুম্বকশলাকা রেখে উত্তর থেকে দক্ষিণে তড়িৎপ্রবাহ পাঠালে চুম্বকশলাকার উত্তরমেরুর বিক্ষেপ হবে –
(a) পূর্ব দিকে
(b) পশ্চিম দিকে
(c) উত্তরদিকে
(d) কোনো বিক্ষেপ হবে না
Answer – (b) পশ্চিম দিকে
Q.ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করে –
(a) চৌম্বকক্ষেত্র
(b) তড়িৎক্ষেত্র
(c) তড়িৎচৌম্বক ক্ষেত্র
(d) তড়িৎচৌম্বক আবেশ
Answer – (d) তড়িৎচৌম্বক আবেশ
Q.জেনারেটরে কাঁচা লোহার মজ্জায় জড়ানো অসংখ্য অন্তরিত তামার তারের কুণ্ডলীকে বলে –
(a) আর্মেচার
(b) কম্যুটেটর
(c) ব্রাশ
(d) স্লিপ রিং
Answer – (a) আর্মেচার
Q. লাইভ তারের রং হল –
(a) হলুন বা লাল
(b) নীল বা লাল
(c) নীল বা হলুদ
(d) লাল বা বাদামি
Answer – (d) লাল বা বাদামি
Q. অতেজস্ক্রিয় মৌলটি হল –
(a) Po
(b) Pb
(c) Pu
(d) Rn
Answer – (b) Pb
anm gnm physical science question
Q. ফিউজ তার কোন ধাতুর তৈরি ? –
(a) টিন
(b) সিসা
(c) টিন ও সিসার সংকর ধাতু
(d) তামা ও অ্যালুমিনিয়ামের সংকর
Answer – (c) টিন ও সিসার সংকর ধাতু
Q. 1 HP ক্ষমতাসম্পন্ন একটি মোটর প্রতিদিন 30 min করে চললে একমাসে বিদ্যুৎশক্তি খরচ করে –
(a) 11.19 BOT Unit
(b) 30 BOT Unit
(c) 15 BOT Unit
(d) 6.8 BOT Unit
Answer – (a) 11.19 BOT Unit
Q. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দেশ করে –
(a) বৃদ্ধাঙ্গুলি
(b) তজনী
(c) মধ্যমা
(d) পরিবাহী তার
Answer – (c) মধ্যমা
Q তড়িৎচুম্বকীয় আবেশ কে আবিষ্কার করেন?-
(a) মাইকেল ফ্যারাডে ও হেনরি
(b) লেঞ্জের
(c) ফ্লেমিং
(d) ওরস্টেড
Answer – (a) মাইকেল ফ্যারাডে ও হেনরি
Q. ac ডায়নামোর নীতি হল –
(a) ফ্লেমিং-এর বামহস্ত নীতি
(b) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম
(c) ফ্লেমিং- এর ডানহস্ত নীতি
(d) মোটরের নিয়ম
Answer – (c) ফ্লেমিং- এর ডানহস্ত নীতি
Q. প্রচলিত রীতি অনুযায়ী আর্থিং তারের রং কী?-
(a) সবুজ বা হলুদ
(b) লাল
(c) নীল
(d) সাদা
Answer – (a) সবুজ বা হলুদ