Q. কোন এককের সাহায্যে ঘোড়ার উচ্চতা পরিমাপ করা হয় ?

(a)হ্যান্ডস

(b)ফুট

(c)মিটার

(d)ইঞ্জি

Answer (a)হ্যান্ডস

Q. পৃথিবী ও সূর্যের মধ্যে গড় দূরত্ব নির্দেশ করা হয় কোন এককে?

(a)অ্যাংস্ট্রম এককে

(b)অ্যাস্ট্রোনমিক্যাল এককে

(c) কিলোমিটার এককে

(d)সবগুলিই

Answer (b)অ্যাস্ট্রোনমিক্যাল এককে

Q. E= mc2  সমীকরণ অনুযায়ী, E গণনার একক কী হবে? – 

(a) meV

(b) MeV

(c) mV

(d) কোনোটিই নয়

Answer – (b) MeV

Q. মেন্ডেলিফের পর্যায় সূত্রের ভিত্তি হল মৌলের – 

(a) ভরসংখ্যা

(b) পরমাণু ক্রমাঙ্ক 

(c) পারমাণবিক ভর

(d) আণবিক ভর

Answer – (c) পারমাণবিক ভর

anm gnm  physical science question

Q. প্রদত্ত কোনটি আয়নীয় যৌগ? –

(a) HCI

(b) CH4

(c) MgCl2

(d) NH3

Answer – (c) MgCl2

Q. ধাতব পরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহণ করে –

(a) ক্যাটায়ন

(b) অ্যানায়ন

(c) ইলেকট্রন

(d) কোনোটিই নয়

Answer – (c) ইলেকট্রন

Q.প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয় ? – 

(a) গাঢ় H2SO4

(b) P2O5

(c) CaO

(d) CaCl2

Answer – (c) CaO

Q. হিমাটাইট কোন লাতুর আকরিক? –

(a) তামা

(b) অ্যালুমিনিয়াম

(c) লোহা

(d) জিংক

Answer – (c) লোহা

Q. মিথেন যৌগে কার্বনের সমযোজ্যতা –    

(a) 4

(b) 1

(c) 3

(d) 2

Answer – (a) 4\

Q.  বায়ুমণ্ডলে ওজোন গ্যাস –

(a) স্ট্র্যাটোস্ফিয়ার

(b) মেসোস্ফিয়ার

(c) আয়নোস্ফিয়ার

(d) ট্রপোস্ফিয়ার স্তরে ঘনীভূত অবস্থায় থাকে।

Answer – (a) স্ট্র্যাটোস্ফিয়ার

Q. অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য নয়  –

(a) পারমাণবিক শক্তি

(b) জলবিদ্যুৎ শক্তি

(c) তাপবিদ্যুৎ শক্তি

(d) সৌরশক্তি

Answer -(a) পারমাণবিক শক্তি

Q. 1 atm চাপ কোনটি নয় ?  –

(a) 76 mm Hg

(b) 76 cm Hg

(c) 760 mm Hg

(d) 0.76 m Hg

Answer – (a) 76 mm Hg

anm gnm physical science mock test

Q.গ্যাস অণুর গড়বেগ C এবং পরম উষ্ণতা Tহলে –  

(a) C∞1/T

(b) C∞T

(c) C∞√T

(d) C∞T2

Answer – (c) C∞√T

Q. X-রশ্মির বিকিরণের ফলে মৌলের পারমাণবিক সংখ্যা –

(a) একই থাকে

(b) 2 একক কমে

(c) 2 একক বাড়ে

(d) 4 একক কমে

Answer – (a) একই থাকে

Q. নিউক্লিয়ার রিঅ্যাকটরে

(a) শৃঙ্খল বিক্রিয়া ঘটে

(b) শৃঙ্খল বিক্রিয়া ঘটে না

(c) শক্তি শোষিত হয়

(d) কোনোটিই নয়

Answer – (a) শৃঙ্খল বিক্রিয়া ঘটে

Q. যে মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্কের মান – 4, 12,20,38, হয় তাদের বলা হয় –

(a) ক্ষারীয় মৃত্তিকা মৌল 

(b) হ্যালোজেন

(c) ক্ষার ধাতু 

(d) নোবেল গ্যাস

Answer – (a) ক্ষারীয় মৃত্তিকা মৌল 

gnm  anm physical science question

Q. CaCl2 যৌগটি হল

(a) সমযোজী

(b) তড়িৎযোজী

(c) অসমযোজী

(d) কোনোটিই নয়

Answer – (b) তড়িৎযোজী

Scroll to Top