ANM GNM Physical Science MCQ Question Set – 4

Q. এক ফ্যাদাম = কত ফুট?

(a) 6

(b) 5

(c) 10

(d) 12

Answer (a) 6

Q. কোন যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ?

(a)থার্মোমিটার

(b)হাইগ্রোমিটার

(c)ব্যারোমিটার

(d)হাইড্রোমিটার

Answer (c)ব্যারোমিটার

gnm  anm physical science question

Q. 12g কার্বনের দহনে উৎপন্ন CO2 এর পরিমাণ –

(a) 32g

(b) 44g

(c) 22g

(d) 28g

Answer – (b) 44g

Q. কোনটির উন্নতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না। –

(a)লোহা

(b) নিকেল

(c) তামা

(d)  ইনভার

Answer – (d)  ইনভার

Q. তাপ পরিবহণের জন্য দায়ী পদার্থের –

(a) প্রোটন কণা

(b) মুক্ত ইলেকট্রন কণা

(c) নিউট্রন কণা

(d) মেসন কণা

Answer – (b) মুক্ত ইলেকট্রন কণা

Q.  কোন দর্পণের ক্ষেত্রে দৃশ্যমান ক্ষেত্র অধিক পাওয়া যায় ?

(a) অবতল

(b) উত্তল

(c) সমতল

(d) অধিবৃত্তীয়

Answer – (b) উত্তল

Q. এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রতিসরণের সময় আলোর যে ধর্ম অপরিবর্তিত থাকে তা হল –

(a)গতিবেগ

(b) তরঙ্গদৈর্ঘ্য

(c) কম্পাঙ্ক

(d) বিস্তার

Answer – (c) কম্পাঙ্ক

Q.আলোককেন্দ্র দিয়ে যাওয়া আলোকরশ্মির বিচ্যুতি –

(a) 0°

(b) 45°

(c) 60°

(d) 90°

Answer – (a) 0°

anm gnm physical science mock test

Q. প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম ? –

(a) লাল

(b) কমলা

(c) সবুজ

(d) বেগুনি

Answer – (a) লাল

Q. কোনটির তরঙ্গদের্ঘ্য সর্বাধিক ?

(a) X রশ্মি

(b) y-রশ্মি

(c) অবলোহিত রশ্মি

(d) অতিবেগুনি রশ্মি

Answer – (c) অবলোহিত রশ্মি

Q. SI-তে তড়িৎ আধানের একক হল –

(a) কুলম্ব

(b)  অ্যাম্পিয়ার

(c)  হেনরি

(d) ওহম

Answer – (a) কুলম্ব

Q. উন্নতা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায় কারণ, ইলেকট্রনের –

(a)ঘনত্ব হ্রাস পায়

(b)  অনুপ্রবাহের বেগ বৃদ্ধি পায়

(c)ভর বৃদ্ধি পায়

(d) সংঘর্ষ বৃদ্ধি পায়

Answer – (d) সংঘর্ষ বৃদ্ধি পায়

Q. R রোধের মধ্য দিয়ে t সময় ধরে I প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হবে তা হল

(a)IR2t

(b)12Rt

(c) IRt

(d)12R2t

Answer – (b)12Rt

Q. তড়িৎশক্তির SI একক হল –

(a) ক্যালোরি

(b)জুল

(c) কিলোওয়াট-ঘণ্টা

(d) ওয়াট

Answer – (c) কিলোওয়াট-ঘণ্টা

Q. প্রদত্ত কোনটি তীব্র তড়িদ বিশ্লেষ্য ? –

(a) H2CO3

(b) NH4OH

(c) NaOH

(d) HCOOH

Answer – (c) NaOH

Q. উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে উৎপন্ন গ্যাসে প্রধানত থাকে –

(a) N2

(b) H2

(c) O2

(d) NO

Answer – (a) N2

Q.  প্রদত্ত কোনটি আকরিক নয়? – 

(a) আয়রন পাইরাইট্স 

(b) জিংক ব্লেন্ড

(c) রেড হিমাটাইট

(d) বক্সাইট

Answer – (a) আয়রন পাইরাইট্স 

anm gnm  physical science question

Q. তিনটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন যৌগে H পরমাণুর সংখ্যা –

(a) 8

(b) 4

(c) 6 

(d) 10

Answer – (c) 6

Scroll to Top