Q. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ?
(a)ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
(b)গ্র্যাভিটেশনার ফোর্স
(c)নিউক্লিয়ার ফোর্স
(d)ইলেক্ট্রো ম্যাগনেটিক ফোর্স
Q. (a)ইলেক্ট্রোস্ট্যাটিক ফোর্স
Q. মিটারের আধুনিক সংজ্ঞায় কোনটি ব্যবহার করা হয়?
(a)ইরিডিয়াম
(b)প্লাটিনাম
(c)ক্রিপটন
(d)রেডন
Answer (c)ক্রিপটন
anm gnm physical science mock test
Q. তড়িৎ প্রবাহের ফলে চুম্বকশলাকার বিক্ষেপের অভিমুখ নির্ভর করে –
(a) শলাকার অভিমুখের ওপর
(b) তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর
(c) তড়িৎক্ষেত্রের অভিমুখের ওপর
(d) কোনো কিছুর ওপর নয়
Answer – (b) তড়িৎ প্রবাহের অভিমুখের ওপর
Q. ঋজু পরিবাহীতে আবিষ্ট প্রবাহমাত্রার অভিমুখ জানা যায় কোন সূত্রের সাহায্যে ? –
(a) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
(b) ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম
(c) ঘড়ি সূত্র
(d) ওহমের সূত্র
Answer – (a) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
Q. বৈদ্যুতিক জেনারেটরে কোনটি প্রয়োগ করা হয় ?-
(a) কুলম্বের সূত্র
(b) ফ্লেমিং-এর বামহস্ত নিয়ম
(c)ওহমের সূত্র
(d) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
Answer – (d) ফ্লেমিং-এর ডানহস্ত নিয়ম
Q. কোনটি সুইচের কাজ নয় ? –
(a) বর্তনী সংযুক্ত করা
(b) বর্তনী বিচ্ছিন্ন করা
(c) তড়িৎপ্রবাহ পাঠানো
(d) পরিবাহীর পরিবাহীর উয়তা কমানো
Answer – (d) পরিবাহীর পরিবাহীর উয়তা কমানো
Q. তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন –
(a) নিউটন
(b) বেকারেল
(c) থমসন
(d) ওয়াটসন
Answer – (b) বেকারেল
Q. E = mc2 সূত্রের প্রবক্তা হলেন –
(a)ডালটন
(b)আইনস্টাইন
(c)ম্যাক্সওয়েল
(d) ম্যাক্স প্ল্যাঙ্ক
Answer – (b)আইনস্টাইন
Q. আধুনিক পর্যায়- সূত্র মৌলের যে ধর্মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হল –
(a) ইলেকট্রন – আসক্তি
(b) পারমাণবিক আয়তন
(c) পারমাণবিক- ক্রমাঙ্ক
(d) পারমাণবিক গুরুত্ব
Answer – (c) পারমাণবিক- ক্রমাঙ্ক
gnm anm physical science question
Q. আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য হল –
(a) মোল
(b) সংকেত ওজন
(c) আণবিক ওজন
(d) আয়নীয় ওজন
Answer – (b) সংকেত ওজন
Q কোনটির মধ্যে দিয়ে তড়িৎপ্রবাহ হয় না ? –
(a) তামা
(b) গ্যাস কার্বন
(c) NaCl – এর জলীয় দ্রবণ
(d) চিনির জলীয় দ্রবণ
Answer – (d) চিনির জলীয় দ্রবণ
Q. হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় যে অনুঘটকটি ব্যবহৃত হয় তা হল –
(a) MnO2
(b) Pt চূর্ণ
(c) Fe চূর্ণ
(d) Cu চূর্ণ
Answer – (c) Fe চূর্ণ
Q. দস্তার আকরিক –
(a) বক্সাইট
(b) ক্রায়োলাইট
(c) ক্যালামাইন
(d) ম্যাগনেটাইট
Answer – (c) ক্যালামাইন
Q. প্রদত্ত কোনটি দুটি কার্বন পরমাণু যুক্ত অ্যালকিল গ্রুপ –
(a) মিথাইল
(b) ইথাইল
(c) প্রোপাইল
(d) আইসোপ্রোপাইল
Answer – (b) ইথাইল
Q. দুই কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা –
(a)2
(b) 6
(c) 4
(d) 8
Answer – (b) 6
Q. একটি জৈব যৌগের সংকেত C3H4 । এটি কোন শ্রেণির জৈব যৌগ?
(a) অ্যালকেন
(b) অ্যালকিন
(c) অ্যালকোহল
(d) অ্যালকাইন
Answer – (d) অ্যালকাইন
anm gnm physical science mock test
Q. একটি পাতলা উত্তল লেন্সের আলোককেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে। বস্তুর প্রকৃতি হবে –
(a)সদৃ ও অবশীর্ষ
(b) অসদ ও অবশীর্ষ
(c) সদ ও সমশীর্ষ
(d) অসদ ও সমশীর্ষ
Answer – (d) অসদ্ ও সমশীর্ষ