Q. এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়?
(a)থারমোমিটার
(b)ব্যারোমিটার
(c)পিকোমিটার
(d)হাইগ্রোমিটার
Answer (c) পিকোমিটার
anm gnm physical science question
Q. CGS MKS, FPS, SI পদ্ধতিতে নিচের কোন রাশি একক একই হয় ?
(a)বল
(b)দৈর্ঘ্য
(c)ত্বরণ
(d)সময়
Answer (d)সময়
Q. অ্যালুমিনিয়ামের আকরিক নয় –
(a) গিবসাইট
(b) ক্রায়োলাইট
(c) ম্যালাকাইট
(d) ফেলসপার
Answer – (c) ম্যালাকাইট
Q.ওজোনমণ্ডলের উর্ধ্বসীমাকে কী বলে? –
(a) ট্রপোপজ
(b) মেসোপজ
(c) স্ট্র্যাটোপজ
(d) ম্যাগনেটোপজ
Answer – (c) স্ট্র্যাটোপজ
Q.কোনটি নবীকরণযোগ্য শক্তি নয় ? –
(a)সৌরশক্তি
(b) বায়ুশক্তি
(c) নিউক্লিয় শক্তি
(d)জোয়ারভাটা শক্তি
Answer – (c) নিউক্লিয় শক্তি
Q. 1 পাস্কাল = কত?
(a) 1 নিউটন/ মিটার 2
(b) 1নিউটন/ মিটার 3
(c) 1 ডাইন/ সেমি2
(d) 10 ডাইন / সেমি2
Answer – (a) 1 নিউটন/ মিটার 2
Q.গ্যাসীয় অনুগুলির গড় গতিশক্তি –
(a) চাপের সমানুপাতিক
(b) পরম উষ্ণতার সমানুপাতিক
(c) চাপের বাস্তানুপাতিক
(d) পরম উষ্ণতার ব্যস্তানুপাতিক
Answer – (b) পরম উষ্ণতার সমানুপাতিক
gnm anm physical science question
Q. 6 g কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় 22g CO2 উৎপন্ন হল। প্রয়োজনীয় অক্সিজেনের পরিমাণ হল –
(a) 6g
(b) 18g
(c) 16g
(d) 28 g
Answer – (c) 16g
Q. দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্গ প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য?
(a)গ্যাসীয়
(b) তরল
(c) তরল ও গ্যাসীয়
(d) কঠিন
Answer – (d) কঠিন
Q. কোনো পদার্থ দিয়ে তাপের পরিবহণ কোন রাশির ওপর নির্ভর করে না ? –
(a) বেধ
(b) ক্ষেত্রফল
(c) গড় তাপমাত্রা
(d) পদার্থের প্রকৃতি
Answer – (c) গড় তাপমাত্রা
Q. সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান –
(a) 0
(b)11
(c) 100
(d) অসীম
Answer – (d) অসীম
Q. নির্দিষ্ট বর্ণ ও মাধ্যমদ্বয়ের ক্ষেত্রে আপতন কোণ i এবং প্রতিসরণ কোণ r হলে কোন সম্পর্কটি সঠিক ? –
(a) sin i /sin r = ধ্রুবক
(b) sin i x sin r = ধ্রুবক
(c) sin i / cos r = ধ্রুবক
(d) কোনোটিই নয়
Answer – (a) sin i /sin r = ধ্রুবক
Q. অবতল লেন্সের আলোক কেন্দ্র ও অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব গঠিত হবে –
(a) ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে
(b) ফোকাসে
(c) বক্সতা কেন্দ্রে
(d) অসীমে
Answer – (a) ফোকাস ও আলোক কেন্দ্রের মধ্যে
Q. সব বর্ণের আলোর শূন্যস্থানে বেগ –
(a) বিভিন্ন
(b) সমান
(c) শব্দের বেগের সমান
(d) শব্দের বেগের চেয়ে কম
Answer – (b) সমান
anm gnm physical science mock test
Q.প্রদত্ত আলোগুলির মধ্যে কোনটির বিক্ষেপণ সবচেয়ে কম ? –
(a) সবুজ
(b) হলুদ
(c) বেগুনি
(d) লাল
Answer – (d) লাল