GNM ANM Physical Science MCQ Question Set – 7

Q. ত্রিমাসিক ছবি প্রস্তুত ও রেকর্ডিং করার কৌশলকে কী বলা হয় ?

(a)অডিওগ্রাফি

(b)ফোলোগ্রাফি

(c)লেক্সিকোগ্রাফি

(d)হলোগ্রাফি

Answer (d)হলোগ্রাফি

Q. নীচের রাশিগুলির মধ্যে কোটি স্কেলার রাশি?

(a)চাপ

(b)বল

(c)বেগ

(d)ত্বরণ

Answer (a)চাপ

Q. প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক নয় ?

(a) কুলম্ব

(b) অ্যাম্পিয়ার / সেকেন্ড

(c) জুল/ ভোল্ট

(d) অ্যাম্পিয়ার . সেকেন্ড

Answer – (b) অ্যাম্পিয়ার / সেকেন্ড

Q. একটি অওহমীয় রোধকের উদাহরণ হল –

(a) ট্রায়োড

(b) টাংস্টেন তার

(c) কার্বন রোধক

(d) তামার তার

Answer – (a) ট্রায়োড

anm gnm physical science mock test

Q. কোন সম্পর্কটি সঠিক নয় ? –

(a)  H = V2Rt

(b) H= Vit

(c)  H= l2Rt

(d) H = V2t/R

Answer – (a)  H = V2Rt

Q. 1 BOT = কী ?

(a) 1k.h

(b) 1kW.h

(c) 1Mk.h

(d) 1MW.h

Answer – (b) 1kW.h

anm gnm  physical science question

Q. ফ্লেমিং-এর বামহস্ত নিয়ামকে বলা হয় –

(a) ডায়নামোর নিয়ম

(b) মোটরের নিয়ম

(c) আবেশের নিয়ম

(d) ভ্রান্ত নিয়ম

Answer – (b) মোটরের নিয়ম

Q. লেজের সূত্র থেকে জানতে পারা যায় –

(a) আবিষ্ট তড়িৎচালক বলের মান

(b) আবিষ্ট প্রবাহের মান

(c) আবিষ্ট প্রবাহের অভিমুখ

(d) আবিষ্ট প্রবাহের মান ও অভিমুখ

Answer – (c) আবিষ্ট প্রবাহের অভিমুখ

Q. জেনারেটর যে মূলনীতির ভিত্তিতে কাজ করে সেটি হল—

(a) তড়িৎ-রাসায়নিক আবেশ

(b) তড়িৎচুম্বকীয় আবেশ

(c) তড়িৎপ্রবাহের তাপীয় ফল

(d) তড়িৎপ্রবাহের চুম্বকীয় ফল

Answer – (b) তড়িৎচুম্বকীয় আবেশ

Q. গৃহবর্তনীর লাইভ তারে যে বিভব থাকে তার মান হল –

(a)110V

(b)220V

(c) 50V

(d)440V

Answer – (b)220V

Scroll to Top