GNM ANM Physical Science MCQ Question Set – 8

Q. ক্রোনোমিটার কে আবিষ্কার করেন?

(a)জন হ্যারিসন

(b)আলেকজান্ডার পার্কস

(c)কার্ল বেনজ

(d)ফ্রেড মরিস

Answer (a)জন হ্যারিসন

Q. কোনো মৌলের পরমাণুর আকার কোন্ একক দ্বারা প্রকাশ করা হয় ?

(a)অ্যাংস্টম

(b)ফার্মি

(c)নিউটন

(d)তেসলা

Answer (b)ফার্মি

Q. কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয় ? –

(a)কুরি

(b)বেকারেল

(c) বাদারফোর্ড

(d)ফার্মি

Answer – (d)ফার্মি

anm gnm physical science mock test

Q.সুস্থিত নিউক্লিয়াসের প্রতি নিউক্লিয়ন বন্ধন – শক্তি –

(a) কম

(b) শূন্য

(c) ঋণাত্মক

(d) বেশি হয়

Answer – (d) বেশি হয়

Q. মৌলসমূহের ভৌত ধর্মাবলির ওপর অধিক গুরুত্ব দিয়ে নির্মিত পর্যায়-সারণিটি হল –

(a)লোথার মেয়ারের

(b) মেন্ডেলিফের

(c) ডোবেরেইনারের

(d) নিউল্যান্ডের

Answer – (a)লোথার মেয়ারের

Q  তড়িৎযোজী যৌগগুলি দ্রাব্য হয় –

(a) জলে 

(b) জৈব দ্রাবকে

(c) উভয় দ্রাবকে

(d) কোনোটিতেই দ্রাব্য নয়

Answer – (a) জলে 

Q. কোনটি অন্তরক পদার্থ ? –

(a) বিশুদ্ধ জল

(b) জার্মেনিয়াম 

(c) গলিত NaCl

(d) চিনামাটি

Answer – (d) চিনামাটি

anm gnm  physical science question

Q.জলে সর্বাধিক মাত্রায় দ্রাব্য হল –

(a) N2

(b) NH3

(c) H2S

(d) O2

Answer – (b) NH3

Q. কোরান্ডাম কোন মৌলের আকরিক ? – 

 (a) Al

(b) Cu

(c) Zn

(d) Fe

Answer – (a) Al

Q. কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? –

(a) CH4

(b) C2H6

(c) C2H4

(d) C3H8

Answer – (c) C2H4

Q. প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ? – 

(a) C3H6

(b) C2H4

(c) C2H2

(d) C2H6

Answer – (d) C2H6

Q. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মকে বলা হয় –

 (a) ডায়নামোর নিয়ম

(b) মোটরের নিয়ম 

(c) আবেশের নিয়ম 

(d) ভান্ত নিয়ম

Answer – (b) মোটরের নিয়ম

Q. সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে পৃথিবীর জীবজগৎকে  রক্ষা করে –

(a) ম্যাগনেটোস্ফিয়ার

(b) ওজোনোস্ফিয়ার  

(c) থার্মোস্ফিয়ার

(d) ট্রপোস্ফিয়ার

Answer – (b) ওজোনোস্ফিয়ার  

Q. সৌরকোশ তৈরি হয় –

(a) পরিবাহী

(b) অন্তরক

(c) অর্ধপরিবাহী

(d) অতিপরিবাহী দিয়ে

Answer – (c) অর্ধপরিবাহী

gnm  anm physical science question

Q. 100 ডাইন/সেমি2 = কত পাস্কাল(Pa) ? –

(a) 10² Pa

(b) 10–² Pa

(c) 10–¹ Pa

(d) 10¹Pa

Answer – d) 10¹Pa

Q. অবশীর্ষ প্রতিবিম্বের ক্ষেত্রে রৈখিক বিবর্ধন (m)-এর মান হল –

(a)  m> 1

(b) m=1

(c) m< 1

(d) প্রদত্ত সবগুলি

Answer – (d) প্রদত্ত সবগুলি

Q. শূন্য মাধ্যমে আলোর বেগ c, কোনো মাধ্যমে আলোর বেগ v ও মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক μ হলে কোন সম্পর্কটি সঠিক ?-

(a) μ = cv

(b) μ/v = c²

(c) μv = c

(d) v/μ = c

Answer – (c) μv = c

Q. বিবর্ধক কাচের 10 m দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 m দূরে পাওয়া গেল। বিবর্ধন হবে –

(a) 0.4

(b) 1.4

(c) 4

(d) 4.1

Answer – (c) 4

Scroll to Top