GNM ANM Physical Science MCQ Question Set – 9

Q. নিম্নোক্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি ?

(a)ত্বরণ

(b)ভর

(c)বল

(d)রোধ

Answer (c) বল

Q. 1 বর্গমিটার কত বর্গফুটের সমান?

(a)10.76 বর্গফুট

(b)9.84 বর্গফুট

(c)11.44 বর্গফুট

(d)এর কোনোটিই নয়

Answer (a)10.76 বর্গফুট

gnm  anm physical science question

Q. এক মোল পরিমান আদর্শ গ্যাসের গতিশক্তির মান –

(a) KT

(b) ½RT

(C) ³/²RT

(d)³/² KT

Answer – (C) ³/²RT

Q. STP – তে 1LH2 গ্যাসের ভর-

(a) 2g

(b) 1g

(c) 22.4g

(d) 0.089 g

Answer – (d) 0.089 g

Q. কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হল –

(a) °C-¹

(b) g°C-1

(c) cm

(d) cm°C–¹

Answer – (a) °C-¹

Q. প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাকে নির্ভর করে। –

(a) উষ্ণতা

(b) দৈর্ঘ্য

(c) উপাদানের প্রকৃতি

(d) প্রস্থচ্ছেদ

Answer – (c) উপাদানের প্রকৃতি

Q. বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য –

(a) কমে

(b) বাড়ে

(c) একই থাকে

(d) কোনোটিই নয়

Answer – (a) কমে

anm gnm  physical science question

Q. μ1 এবং μ2 প্রতিসরাঙ্ক বিশিষ্ট দুটি মাধ্যমে আলোর বেগ যথাক্রমে V1এবং V2 হলে কোন্ সম্পর্কটি সঠিক? –

(a) V1 = V2

(b) μ1= μ2

(c) μ1V1= μ2V2

(d) μ1V2= μ2V1

Answer – (c) μ1V1= μ2V2

Q. বস্তু আপেক্ষা বড়ো অসদবিম্ব সৃষ্টি করে –

(a) উত্তল দর্পণ

(b) অবতল লেন্স 

(c) উত্তল লেন্স

(d) সমতল দর্পণ

Answer – (a) উত্তল দর্পণ

Q. প্রদত্ত কোন আলোর ক্ষেত্রে প্রিজমের চ্যুতি সবচেয়ে বেশি ? –

(a) লাল

(b) বেগুনি

(c) সবুজ

(d) নীল

Answer – (b) বেগুনি

Q. বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার হয়, কারণ ? –

(a) তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক

(b) তরঙ্গদৈর্ঘ্য সর্বনিম্ন 

(c) লাল  আলোর গতিবেগ বেশি

(d) লাল আলো বায়ুমণ্ডলে বেশি বিক্ষিপ্ত হয়

Answer – (a) তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক

Q. কুলম্বীয় বল হল –

(a) শুধুমাত্র আকর্ষণ বল

(b) শুধুমাত্র বিবাদ বল

(c) আকর্ষণ বা বিকর্ষণ বল

(d) কোনোটিই নয়

Answer – (c) আকর্ষণ বা বিকর্ষণ বল

Q. ওহমের সূত্র মেনে চলে না এমন পরিবাহী হল –

(a) নাইক্রোম

(b) টাংস্টেন

(c) জার্মেনিয়াম

(d) লোহা

Answer – (c) জার্মেনিয়াম

Q. তড়িৎপ্রবাহের সময় প্রবাহমাত্রা অর্ধেক হয়ে গেলে উৎপন্ন তাপ হয় –

(a) দ্বিগুন 

(b) অর্ধেক

(c) ¼গুণ

(d) 4গুণ

Answer – (c) ¼গুণ

Q. একটি বৈদ্যুতিক হিটারের রেটিং হল 220V – 220W। হিটারের কুণ্ডলীর রোধ –

(a) 22Ω

(b) 444Ω

(c) 220Ω

(d) 440Ω

Answer – (c) 220Ω

Q. 0.5 মোল কার্বনকে বায়ুতে সম্পূর্ণ দহন করলে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় ? –

(a) 2.2 গ্রাম

(b) 4.4 গ্রাম

(c) 44 গ্ৰাম

(d) 22 গ্ৰাম

Answer – (d) 22 গ্ৰাম

Q. একটি ইস্পাতের স্কেল 20°C উষ্মতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। স্কেলটিকে 30°C-এ ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য –

(a) একই হয়

(b) বেশি হয়

(c) কম হয় 

(d) বেশি বা কম হয়

Answer – (c) কম হয় 

Q. কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম? –

(a) হিরে

(b) তামা

(c) রূপো

(d) পারদ

Answer – (d) পারদ

Scroll to Top