GNM ANM Physical Science MCQ Question Set – 10

আজকে আমরা ভৌত বিজ্ঞান থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যানসার আলোচনা করছি ভৌত বিজ্ঞান থেকে টোটাল ২৫ নম্বরের কোশ্চেন হয় তার মধ্যে ১৫ টি কোশ্চেন থাকে এক নম্বরের জন্য বাকি বাকি ৫ টি কোশ্চেন থাকে দুই নাম্বারের জন্য অর্থাৎ অর্থাৎ ১৫ + ১০ = ২৫ নম্বর

Q. তরলের পৃষ্ঠটান মাপক যন্ত্রের নাম –

(a)টেনসিওমিটার

(b)টেনসিমিটার

(c)ট্যাকোমিটার

(d)হাইড্রোমিটার

Answer (a)টেনসিওমিটার

Q. 12 ইঞ্চি বা এক ফুট দৈর্ঘ্য প্রায় কতটা?

(a)0.2932 মিটার

(b)0.2848 মিটার

(c)0.3048 মিটার

(d)এদের কোনওটিই নয়

Answer (c) 0.3048 মিটার

Q. তড়িৎপ্রবাহের ফলে চুম্বকশলাকার বিক্ষেপের দিক যে নিয়মের দ্বারা নির্ণয় করা যায় তা হল ফ্লেমিং-এর –

(a) বামহস্ত নিয়ম

(b) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম 

(c) ফ্লেমিং এর ডানহস্ত নিয়ম

(d) মোটরের নিয়ম

Answer – (b) অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম 

Q. লেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়?

(a) ভরের সংরক্ষণ সূত্র

(b) আধানের সংরক্ষণ সূত্র

(c) শক্তির সংরক্ষণ সূত্র

(d) ভর ও শক্তির সংরক্ষণ সূত্র

Answer – (c) শক্তির সংরক্ষণ সূত্র

gnm  anm physical science question

Q. বাড়ির মেইন ফিউজ যুক্ত থাকে –

(a) লাইভ

(b) নিউট্রাল

(c) আর্থ

(d) যে-কোনো তারের সঙ্গে

Answer – (a) লাইভ

Q. তেজস্ক্রিয়তা একটি –

(a) রাসায়নিক ঘটনা

(b) ইলেকট্রনীয় ঘটনা

(c) নিউক্লিয় ঘটনা

(d) কোনোটিই নয়

Answer – (c) নিউক্লিয় ঘটনা

Q. নিউক্লিয়া বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপক –

(a) প্রোটন

(b) ∞ কণা

(c) y-রশ্মি

(d) নিউট্রন

Answer – (d) নিউট্রন

Q. 3, 11, 19, 37 পারমাণবিক – ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলগুলিকে বলা হয় –

(a) ক্ষারীয় মৃত্তিকা মৌল

(b) মুদ্রা ধাতু

(c) নোবল গ্যাস

(d) ক্ষার ধাতু

Answer – (d) ক্ষার ধাতু

Q. CaO গঠনের সময় Ca পরমাণু কয়টি ইলেকট্রন ত্যাগ করে?

(a) 1টি

(b) 2টি

(c) 3টি

(d) 4টি

Answer – (b) 2টি

Q. কোনটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ ? –

 (a) NH4OH – এর জলীয় দ্রবণ

(b) লঘু HNO3 – এর দ্রবণ

(c) কার্বন টেট্রাক্লোরাইড

(d) গলিত সোডিয়াম ক্লোরাইড

Answer – (c) কার্বন টেট্রাক্লোরাইড

Q. কোনটি ভেজা লাল লিটমাসকে নীল করে? –

(a) CO2

(b) HCI

(c) H2S

(d) NH3

Answer – (d) NH3

anm gnm  physical science question

Q. প্রদত্ত কোনটি সালফাইড আকরিক ? –

(a) বক্সাইট 

(b) জিংক ব্লেন্ড

(c) রক সল্ট

(d) হিমাটাইট

Answer – (b) জিংক ব্লেন্ড

Q. সম্পৃক্ত জৈব যৌগ হল –

(a) প্রোপিন 

(b) ইথাইন

(c) প্রোপেন

(d) বিউটাইন

Answer – (c) প্রোপেন

Q. সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল

(a) ইথেন

(b) অ্যাসিটিলিন

(c) ইথিলিন

(d) মিথেন

Answer – (b) অ্যাসিটিলিন

Q. উত্তল দর্পণে সমান্তরাল আলোকরশ্মি আপতিত হলে, প্রতিফলিত রশ্মিগুচ্ছ –

(a) অপসারী হয়

(b) অভিসারী হয়

(c) সমান্তরাল হয়

(d) সবগুলিই হতে পারে

Answer – (a) অপসারী হয়

Q. একটি উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু দূরত্ব 20 cm হলে, বস্তুর সমান আকারের বিশ্ব গঠিত হয়। ফোন্সটির ফোকাস দূরত্ব হল –

(a) 10 cm

(b) 20 cm

(c) 15 cm

(d) কোনোটিই নয়

Answer – (a) 10 cm

Q. বায়ুমণ্ডলের কোন স্তরে সূর্য থেকে আগত এক্স রশ্মি শোষিত হয় ? –

(a) ট্রপোস্ফিয়ার

(b) মেসোস্ফিয়ার

(c) আয়নোস্ফিয়ার

(d) এক্সোস্ফিয়ার-এ

Answer – (c) আয়নোস্ফিয়ার

Q. সৌরশক্তির উৎস হচ্ছে ? –

(a) নিউক্লিয় বিভাজন

(b) কয়লা

(c) নিউক্লিয় সংযোজন

(d) পেট্রোলিয়াম

Answer – (c) নিউক্লিয় সংযোজন\

Q. 1 bar = ? –

(a) 10⁵ dyne/cm²

(b) 10⁶ dyne/cm²

(c) 10⁷dyne/cm²

(d) 10⁸ dyne/cm²

Answer – (b) 10⁶ dyne/cm²

Q. স্থির আয়তনে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের অণুগুলির বেগ ও চাপের কীরূপ পরিবর্তন হয় ?

(a) বেগ বাড়ে ও চাপ কমে

(b) বেগ কমে ও চাপ বাড়ে

(c) বেগ ও চাপ উভয়ই কমে

(d) বেগ ও চাপ উভয়ই বাড়ে

Answer – (d) বেগ ও চাপ উভয়ই বাড়ে

Scroll to Top