General Knowledge MCQ Question Set – 3

Q. রাজকাহিনী কে রচনা করেন?
(a) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
(b) .রবীন্দ্রনাথ ঠাকুর
(c) অবনীন্দ্রনাথ ঠাকুর
(d) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Answer – (c) অবনীন্দ্রনাথ ঠাকুর

Q. পায়োরিয়া রোগ টি কোথায় হয়?

(a) চর্ম
(b) স্নায়ুতন্ত্র
(c) দাঁত এবং মাড়ি
(d) অস্থি
Answer- (c) দাঁত এবং মাড়ি

Q. জিপসামের রাসায়নিক নাম কি ?
(a)সোডিয়াম নাইট্রেট
(b) ধূমায়মান সালফিউরিক অ্যাসিড
(c) পটাসিয়াম নাইট্রেট
(d) সোদক ক্যালসিয়াম সালফেট
Answer – (d) সোদক ক্যালসিয়াম সালফেট

Q. প্রথম ভারতীয় চিকিৎসক কে ছিলেন ?

(a) ম্যারি কম
(b) ইন্দিরা গান্ধী
(c) প্রতিভা দেবী সিং পাতিল
(d) কাদম্বিনী গাঙ্গুলি
Answer – (d) কাদম্বিনী গাঙ্গুলি

Q. রাইবোজোম নামকরণ করেন কে?

(a) ল্যান্ডস্টেইনার
(b) প্যালাডে
(c) রোবিন হিল
(d) জ্যা লামার্ক
Answer – (b) প্যালাডে

Q. ইলেকট্রোকার্ডিওগ্রাফ যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয়?

(a) আভ্যন্তরীন হাড়ের সন্ধী স্থল পরীক্ষা করার যন্ত্র
(b) নাড়ির স্পন্দন লিপিবদ্ধ করার যন্ত্র
(c) হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার যন্ত্র
(d) তাপমাত্রা পরিমাপের যন্ত্র
Answer – (c) হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার যন্ত্র

Q. চর্ম সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?

(a) অ্যাস্ট্রোনমি
(b) নিউরোলজি
(c) ডার্মাটোলজি
(d) অ্যান্থ্রপলজি
Answer – (c) ডার্মাটোলজি

Q. বৈজ্ঞানিক হিসাবে প্রথমে ভারতরত্ন পুরস্কার পান?

(a) অশোক দিবান
(b) সোমনাথ শৰ্মা
(c) সি.ভি. রমন
(d) রাধাকৃষ্ণন
Answer – (c) সি.ভি. রমন

Q. কাকে ভারতের ‘খনিজ ভান্ডার’ বলা হয়?

(a) নাগপুরকে
(b) লখনৌকে
(c) কালিকট
(d) ছোটোনাগপুর মালভূমিকে
Answer – (d) ছোটোনাগপুর মালভূমিকে

Q. পৃথিবীর প্রথম কে মাউন্ট এভারেস্টে উঠেছিল?

(a) মিসেস অ্যানি বেসান্ত
(b) ইউ. এস. এ
(c) বেনজির ভুট্টো
(d) শেরপা তেনজিং, এডমন্ড হিলারি
Answer – (d) শেরপা তেনজিং, এডমন্ড হিলারি

Q. জাতীয় শিশু বালিকা দিবস কবে?

(a) জানুয়ারি – 25
(b) জানুয়ারি – 24
(c) জানুয়ারি – 28
(d) ফেব্রুয়ারি – 4
Answer – (b) জানুয়ারি – 24

Q. মানব দেহের ব্যস্ততম অংশ?

(a) এনামেল
(b) হৃৎপিন্ড
(c) ম্যান্ডিবল
(d) টেমপোরাল অস্থি
Answer – (b) হৃৎপিন্ড

Q. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে “বিশ্বকবি” উপাধি দিয়েছিলেন?
(a) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে
(b) ব্রহ্মবান্ধব উপাধ্যায়
(c) সৈয়দ আহমেদ খান
(d) প্রমথনাথ মিত্র
Answer – (b) ব্রহ্মবান্ধব উপাধ্যায়

Q. মদন মোহন মালব্য উপনাম কী?

(a) রাজশ্রী
(b) মহীশুরের বাঘ
(c) মহামান্য
(d) রাজশ্রী
Answer – (c) মহামান্য

Q. এয়ার কন্ডিশনার কে আবিষ্কার করেন?

(a) রাইট ভ্রাতৃদ্বয়
(b) হারলি কোম্পানি
(c) টেলর ও ইয়ং
(d) ডব্লিউ এইচ ক্যারিয়ার
Answer – (d) ডব্লিউ এইচ ক্যারিয়ার

Q. তড়িৎ রোধের সূত্রটি কার?

(a) পাস্কাল
(b) ওহম
(c) বারনৌলি
(d) ক্লসিয়াম
Answer – (b) ওহম

Scroll to Top