Q. ফসজিন গ্যাসের রাসায়নিক নাম কি ?
(a) ক্যালসিয়াম কার্বনেট
(b) কার্বনিল ক্লোরাইড
(c) ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট
(d) জিঙ্ক অক্সাইড
Answer – (b) কার্বনিল ক্লোরাইড
Q. শজারুর কাঁটা কে রচনা করেন?
(a) মহাশ্বেতা দেবী
(b)তসলিমা নাসরিন
(c) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer – (c) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Q.রিকেট রোগ টি কোথায় হয়?
(a) বৃহদন্ত্র
(b) স্নায়ুতন্ত্র
(c) অস্থি
(d) অস্থিসন্ধি
Answer – (c) অস্থি
Q. প্রথম ভারতীয় রাষ্ট্রসংঘের সভাপতি কে ছিলেন ?
(a) ম্যারি কম
(b) শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত
(c) আরতি সাহা
(d) কাদম্বিনী গাঙ্গুলি
Answer – (b) শ্রীমতী বিজয় লক্ষ্মী পণ্ডিত
Q. রক্তের গ্রুপ কে আবিস্কার করেন ?
(a) চার্লস ডারউইন
(b) ওয়ালডেয়ার
(c) ল্যান্ডস্টেইনার
(d) ফ্লেমিং
Answer- (c) ল্যান্ডস্টেইনার
Q. গ্যালভ্যানোমিটার যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয়?
(a) আভ্যন্তরীন হাড়ের সন্ধী স্থল পরীক্ষা করার যন্ত্র
b) ফাঁপা অরগ্যানের (organ) বা দেহযন্ত্রের অভ্যন্তর দেখার যন্ত্র
(c) তাপমাত্রা পরিমাপের যন্ত্র
(d) তড়িৎপ্রবাহ নিরুপণ ও পরিমাপের যন্ত্র
Answer – (d) তড়িৎপ্রবাহ নিরুপণ ও পরিমাপের যন্ত্র
Q. নৃ-তত্ব সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?
(a) অ্যান্থ্রপলজি
(b) মাইক্রোবায়োলজি
(c) সাইটোলজি
(d) আর্কিওলজি
Answer – (a) অ্যান্থ্রপলজি
Q. ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার পান ?
(a) শচীন তেন্ডুলকার
(b) ভানু আথাইয়া
(c) সালিম দুরানী
(d) বাচিত্তর সিং
Answer – (c) সালিম দুরানী
Q. কোন শহর ‘সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া’ নামে পরিচিত?
(a)নাগপুরকে
(b) লখনৌকে
(c) ব্যাঙ্গালোর
(d) ছোটোনাগপুর মালভূমিকে
Answer – (c) ব্যাঙ্গালোর
Q. বিশ্বে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করে কে?
(a) চীন
(b) জাপান
(c) আমেরিকা
(d) রাশিয়া
Answer – (a) চীন
Q. প্রজাতন্ত্র দিবস / আন্তর্জাতিক শুল্ক বিভাগ দিবস কবে?
(a) জানুয়ারি – 26
(b) জানুয়ারি – 28
(c) জানুয়ারি – 30
(d) ফেব্রুয়ারি – 2
Answer – (a) জানুয়ারি – 26
Q. মানব দেহের সর্বাপেক্ষা কঠিন অস্থি?
(a) ন্যাসো-টার-বিন্যালস
(b) ম্যান্ডিবল
(c) টেমপোরাল অস্থি
(d) প্লিহা
Answer – (b) ম্যান্ডিবল
Q. রঞ্জিত সিংকে রাজা উপাধি কে দিয়েছিলেন?
(a) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(b) সৈয়দ আহমেদ খান
(c) কাবুল অধিপতি জামান শাহ
(d) জয়নুল আবেদিনকে
Answer – (c) কাবুল অধিপতি জামান শাহ
Q. ভগৎ সিং উপনাম কী?
(a) রাজশ্রী
(b) মিসাইল ম্যান অফ ইন্ডিয়া
(c) শহীদ-ই-আজম
(d) ধিং এক্সপ্রেস
Answer – (c) শহীদ-ই-আজম
Q. ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেন?
(a)টেলর ও ইয়ং
(b) চার্লস ব্যারেজ
(c) হারলি কোম্পানি
(d) রবার্ট কচ
Answer – (c) হারলি কোম্পানি
Q. তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্রটি কার?
(a) বারনৌলি
(b) এ. বেকারেল
(c) ক্লসিয়াম
(d) মেঘনাদ সাহা
Answer – (a) বারনৌলি