Q. প্লাস্টার অফ প্যারিসের রাসায়নিক নাম কি ?
(a) পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট
(b) সিলভার পারদ
(c) জিঙ্ক অক্সাইড
(d) ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট
Answer – (d) ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট
Q. রক্তকরবী কে রচনা করেন?
(a) মহাশ্বেতা দেবী
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) তসলিমা নাসরিন
(d) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Answer – (b) রবীন্দ্রনাথ ঠাকুর
Q. বেরিবেরি রোগ টি কোথায় হয়?
(a) অস্থিসন্ধি
(b) ফুসফুস
(c) চর্ম
(d) স্নায়ুতন্ত্র
Answer – (d) স্নায়ুতন্ত্র
Q. প্রথম ভারতীয় বিশ্ব সুন্দরী কে ছিলেন ?
(a) আরতি সাহা
(b) তেজস্বিনী সাওয়ান্ত
(c) রীতা ফারিয়া
(d) কাদম্বিনী গাঙ্গুলি
Answer – (c) রীতা ফারিয়া
Q. RH ফ্যাক্টর কে আবিস্কার করেন ?
(a) ল্যান্ডস্টেইনার ও উইনার
(b) ওয়ালডেয়ার
(c) ফ্লেমিং
(d) বেন্ডা
Answer – (a) ল্যান্ডস্টেইনার ও উইনার
Q. হাইড্রোমিটার যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয়?
(a) হৃৎপিণ্ডের তড়িৎ বিচলন লিপিবদ্ধ করার যন্ত্র
(b) তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র
(c) র্যাডার সংকেত ধরার যন্ত্র
(d) শব্দ বিশ্লেষণ এবং লিপিবদ্ধ করার যন্ত্র
Answer – (b) তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপের যন্ত্র
Q. অনুজীব সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?
(a) সাইটোলজি
(b) অ্যান্থ্রপলজি
(c) মাইক্রোবায়োলজি
(d) রেডিওলজি
Answer – (c) মাইক্রোবায়োলজি
Q. খেলোয়াড় হিসাবে প্রথমে ভারতরত্ন পুরস্কার পান ?
(a) ভানু আথাইয়া
(b) সালিম দুরানী
(c) বাচিত্তর সিং
(d) শচীন তেন্ডুলকার
Answer – (d) শচীন তেন্ডুলকার
Q. কাকে ভারতের ‘ভূস্বর্গ’ বলা হয়?
(a)নাগপুরকে
(b) লখনৌকে
(c) ব্যাঙ্গালোর
(d) কাশ্মীরকে
Answer – (d) কাশ্মীরকে
Q. চাঁদে প্রথম পা রেখেছিলেন কে?
(a) দূর্বা ব্যানার্জি
(b) শেরপা তেনজিং, এডমন্ড হিলারি
(c) নীল আর্মস্ট্রং
(d) রবার্ট ওয়ালপোল
Answer – (c) নীল আর্মস্ট্রং
Q. লালা লাজপত রায়ের জন্মদিন কবে?
(a) জানুয়ারি – 30
(b) জানুয়ারি – 28
(c) ফেব্রুয়ারি – 1
(d) ফেব্রুয়ারি – 2
Answer – (b) জানুয়ারি – 28
Q. মানব দেহের সর্বাপেক্ষা শক্তিশালী অস্থি?
(a) ফিমার এবং টেমপোরাল অস্থি
(b) ন্যাসো-টার-বিন্যালস
(c) থাইরয়েড
(d) প্লিহা
Answer – (a) ফিমার এবং টেমপোরাল অস্থি
Q. রামমোহন রায় কার কাছ থেকে ” রাজা” উপাধিটি লাভ করেছিলেন?
(a) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(b) সৈয়দ আহমেদ খান
(c) জয়নুল আবেদিনক
(d) বাসুদেব বলবন্ত ফাদক
Answer – (a) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
Q. পুরুষোত্তম দাস টন্ডনের উপনাম কী?
(a) মিসাইল ম্যান অফ ইন্ডিয়া
(b)ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম
(c) ভারতীয় সংবিধানের জনক
(d) রাজশ্রী
Answer – (d) রাজশ্রী
Q. ওয়্যারলেস কে আবিষ্কার করেন?
(a) চার্লস ব্যারেজ
(b) টেলর ও ইয়ং
(c) রবার্ট কচ
(d) আগসবারগ
Answer – (b) টেলর ও ইয়ং
Q. তাপগতিবিদ্যা সূত্রটি কার?
(a) মেঘনাদ সাহা
(b) ক্লসিয়াম
(c) এ. বেকারেল
(d) কুলম্ব
Answer – (b) ক্লসিয়াম