Q. দার্শনিকের উলের সংকেত কি ?

(a) ZnO
(b) Hg
(c) K2SO4
(d) CaCO3
Answer – (a) ZnO

Q.অরণ্যের অধিকার কে রচনা করেন?
(a) মহাশ্বেতা দেবী
(b) তসলিমা নাসরিন
(c) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer – (a) মহাশ্বেতা দেবী

Q. একজিমা রোগ টি কোথায় হয়?

(a) চর্ম
(b) বৃহদন্ত্র
(c) ফুসফুস
(d) যকৃৎ
Answer – (a) চর্ম

Q. প্রথম ভারতীয় বি. এ পাশ কে ছিলেন ?

(a) মেরী মিত্র
(b) ফতিমা বিবি
(c) কাদম্বিনী গাঙ্গুলি
(d) প্রতিভা দেবী সিং পাতিল
Answer – (a) মেরী মিত্র

Q. সালোকসংশ্লেষের কে আবিস্কার করেন ?

(a) চার্লস ডারউইন
(b) প্যালাডে
(c) ক্যামিলো গলগি
(d) ব্ল্যাকমান
Answer – (d) ব্ল্যাকমান

Q. র‍্যাডারস্কোপ যন্ত্রটি কি পরিমাপে ব্যবহৃত হয়?

(a) আভ্যন্তরীন হাড়ের সন্ধী স্থল পরীক্ষা করার যন্ত্র
(b) র‍্যাডার সংকেত ধরার যন্ত্র
(c) তাপমাত্রা পরিমাপের যন্ত্র
(d) শব্দ বিশ্লেষণ এবং লিপিবদ্ধ করার যন্ত্র
Answer – (b) র‍্যাডার সংকেত ধরার যন্ত্র

Q. মনোবিজ্ঞান সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?

(a) সাইটোলজি
(b) সাইকোলজি
(c) মেট্রোলজি
(d) বোটানি
Answer – (b) সাইকোলজি

Q. মরণোত্তর প্রথম ভারতরত্ন পুরস্কার পান ?

(a) ভানু আথাইয়া
(b) সালিম দুরানী
(c) লাল বাহাদুর শাস্ত্রী
(d) শচীন তেন্ডুলকার
Answer – (c) লাল বাহাদুর শাস্ত্রী

Q. ভারতের সবচেয়ে বড় প্রতিবেশীর নাম কি?

(a) ভুটান
(b) নেপাল
(c) চীন
(d) বাংলাদেশ
Answer – (c) চীন

Q. বিশ্বে প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী কে?
(a) মেহির সেন
(b) বেনজির ভুট্টো
(c) পি. বন্দ্যোপাধ্যায়
(d) দূর্বা ব্যানার্জি
Answer – (b) বেনজির ভুট্টো

Q. শহীদ দিবস / আন্তর্জাতিক কুষ্ঠ নিবারণ দিবস কবে?

(a) ফেব্রুয়ারি – 1
(b) ফেব্রুয়ারি – 4
(c) জানুয়ারি – 30
(d) ফেব্রুয়ারি – 2
Answer – (c) জানুয়ারি – 30

Q. মানব দেহের সর্বাপেক্ষা হালকা অস্থি?

(a) থাইরয়েড
(b) ন্যাসো-টার-বিন্যালস
(c) স্নায়ুকোশ
(d) প্লিহা
Answer – (b) ন্যাসো-টার-বিন্যালস

Q. মুসলিম সমাজের রামমোহন কাকে বলা হয়?

(a) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(b) সৈয়দ আহমেদ খান
(c) জয়নুল আবেদিনক
(d) বাসুদেব বলবন্ত ফাদক
Answer – (b) সৈয়দ আহমেদ খান

Q. এ.পি.জে আবদুল কালামের উপনাম কী?

(a) ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম
(b) ভারতীয় সংবিধানের জনক
(c)মিসাইল ম্যান অফ ইন্ডিয়া
(d) ভারতের রকেট ম্যান
Answer – (c)মিসাইল ম্যান অফ ইন্ডিয়া

Q. কম্পিউটার কে আবিষ্কার করেন?

(a) রবার্ট কচ
(b) আগসবারগ
(c) চার্লস ব্যারেজ
(d) উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
Answer – (c) চার্লস ব্যারেজ

Q. তাপীয় আয়ন তত্ত্বটি কার?

(a) এ. বেকারেল
(b) কুলম্ব
(c) মেঘনাদ সাহা
(d) গ্যালিলিও
Answer – (c) মেঘনাদ সাহা

Scroll to Top