Q. কুইকের সংকেত কি ?
(a) ZnO
(b) K2SO4
(c) Hg
(d) CaCO3
Answer – (c) Hg

Q. নির্বাচিত কলাম কে রচনা করেন?

(a) মহাশ্বেতা দেবী
(b) রবীন্দ্রনাথ ঠাকুর
(c) তসলিমা নাসরিন
(d) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Answer – (c) তসলিমা নাসরিন

Q. .যক্ষ্মা রোগ টি কোথায় হয়?

(a) যকৃৎ
(b) চক্ষু
(c) ফুসফুস
(d) দেহের ইমিউন সিস্টেম
Answer – (c) ফুসফুস

Q. প্রথম ভারতীয় ইংরেজি ভাষার কবি কে ছিলেন ?

(a) মাইকেল মধুসূদন দত্ত
(b) সুকান্ত ভট্টাচার্য
(c) তরু দত্ত
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer – (c) তরু দত্ত

Q. প্রানিদেহে রক্তসংবহন পর্যবেক্ষণ করেন কে?

(a) জ্যা লামার্ক
(b) চার্লস ডারউইন
(c) উইলিয়াম হার্ভে
(d) (b) রোবিন হিল
Answer- (c) উইলিয়াম হার্ভে

Q. সমুদ্রের জলের গভীরতা মাপার জন্য একটি _ ব্যবহার করা হয়।
(a) ফ্যাথোমিটার
(b) ডায়নামোমিটার
(c) ল্যাকটোমিটার
(d) ব্যারোমিটার
Answer – (a) ফ্যাথোমিটার

Q. উদ্ভিদ বিদ্যা সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?

(a) সাইটোলজি
(b) অপটোলজি
(c) বোটানি
(d) রেডিওলজি
Answer – (c) বোটানি

Q. রাষ্ট্রপতি হিসাবে প্রথমে ভারতরত্ন পুরস্কার পান ?

(a) ইন্দিরা গান্ধী
(b) রাধাকৃষ্ণন
(c) নিৰ্জা ভানত
(d) আর.কে. নারায়ণ
Answer – (b) রাধাকৃষ্ণন

Q. কোন দেশের সাথে ভারতের সবচেয়ে বেশি সীমানা রয়েছে?

(a) বাংলাদেশ
(b) মালদ্বীপ
(c) চীন
(d) ভুটান
Answer – (a) বাংলাদেশ

Q. শূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কোন দেশ?

(a) রাশিয়া
(b) ইউ. এস. এ
(c) জাপান
(d) চীন
Answer – (a) রাশিয়া

Q. বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস কবে?

(a) ফেব্রুয়ারি – 1
(b) ফেব্রুয়ারি – 2
(c) ফেব্রুয়ারি – 4
(d) ফেব্রুয়ারি – 13
Answer – (b) ফেব্রুয়ারি – 2

Q. মানব দেহের ক্ষুদ্রতম অন্ত:ক্ষরা গ্রন্থি?

(a)পিনিয়াল বডি
(b)স্নায়ুকোশ
(c) যকৃৎ
(d) প্লিহা
Answer – (a)পিনিয়াল বডি

Q. কাশ্মীরের আকবর কাকে বলা হয়?

(a) বাসুদেব বলবন্ত ফাদকে কে
(b) জয়নুল আবেদিনকে
(c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(d) খান আব্দুল গফফর খান
Answer – (b) জয়নুল আবেদিনকে

Q. ভীমরাও আম্বেদকর উপনাম কী?

(a) ধিং এক্সপ্রেস
(b) ভারতীয় সংবিধানের জনক
(c) ভারতের রকেট ম্যান
(d) সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া
Answer – (b) ভারতীয় সংবিধানের জনক

Q. কাচ কে আবিষ্কার করেন?

(a) উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
(b) হ্যানসেন
(c) ডা. ফুডা ফোকম্যান
(d) আগসবারগ
Answer – (d) আগসবারগ

Q. দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবল সূত্র কে আবিষ্কার করেন?

(a) গ্যালিলিও
(b) আর্কিমিডিস
(c) কুলম্ব
(d) হুক
Answer – (c) কুলম্ব

Scroll to Top