Q. অ্যালাম বা ফটকিরি সোদকের রাসায়নিক নাম কি ?
(a) জয়েটেরিয়াম হাইড্রাইড
(b) ক্যালসিয়াম
(c) সোডিয়াম বাইকার্বনেট
(d) পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট
Answer – (d) পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট
Q. আমার মেয়েবেলা কে রচনা করেন?
(a) রবীন্দ্রনাথ ঠাকুর
(b) শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
(c) অবনীন্দ্রনাথ ঠাকুর
(d) তসলিমা নাসরিন
Answer – (d) তসলিমা নাসরিন
Q. জন্ডিস রোগ টি কোথায় হয়?
(a) যকৃৎ
(b) অস্থিসন্ধি
(c) চক্ষু
(d) থাইরয়েড গ্রন্থি
Answer – (a) যকৃৎ
Q. প্রথম ভারতীয় কংগ্রেস সভাপতি কে ছিলেন ?
(a) সরোজিনী নাইডু
(b) আরতি সাহা
(c) লীলা সেট
(d) কাদম্বিনী গাঙ্গুলি
Answer – (a) সরোজিনী নাইডু
Q. প্রথম ধমনীর রক্তচাপ পরীক্ষা করেন কে?
(a) চার্লস ডারউইন
(b) স্টিফেন হেলস
(c) ফ্লেমিং
(d) প্যালাডে
Answer – (b) স্টিফেন হেলস
Q. নীচের কোন যন্ত্রটি বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপ করতে ব্যবহৃত হয়?
(a) ব্যারোমিটার
(b) গ্যালভানোমিটার
(c) অ্যামমিটার
(d) পাইরোমিটার
Answer – (a) ব্যারোমিটার
Q. ওজন ও পরিমাপ সম্পর্কিত বিদ্যাকে কী বলা হয়?
(a) মেট্রোলজি
(b) সোসিওলজি
(c) নেফ্রোলজি
(d) অ্যাগ্রোলজি
Answer – (a) মেট্রোলজি
Q. প্রথম ভারতীয় নোবেল জয়ী করেন কে?
(a) ভানু আথাইয়া
(b) বিশ্বনাথন আনন্দ
(c) রবীন্দ্রনাথ ঠাকুর
(d) আর.কে. নারায়ণ
Answer – (c)রবীন্দ্রনাথ ঠাকুর
Q. কোন দেশের সাথে ভারতের সবচেয়ে কম সীমানা রয়েছে?
(a) ভুটান
(b) মালদ্বীপ
(c) চীন
(d) আফগানিস্তান
Answer – (d) আফগানিস্তান
Q. ভারতের প্রথম মহিলা এয়ার ভাইস মার্শাল কে?
(a) কিরণ বেদী
(b) পি. বন্দ্যোপাধ্যায়
(c) মিসেস অ্যানি বেসান্ত
(d) দূর্বা ব্যানার্জি
Answer – (b) পি. বন্দ্যোপাধ্যায়
Q. বিশ্ব ক্যান্সার দিবস কবে?
(a) ফেব্রুয়ারি – 4
(b) ফেব্রুয়ারি – 13
(c) ফেব্রুয়ারি – 14
(d) ফেব্রুয়ারি – 20
Answer – (a) ফেব্রুয়ারি – 4
Q. মানব দেহের দীর্ঘতম কোশ?
(a) সায়াটিক স্নায়ু
(b)প্লিহা
(c) স্নায়ুকোশ
(d) যকৃৎ
Answer – (c) স্নায়ুকোশ
Q. ” ভারতের বিপ্লববাদের জনক” কাকে বলা হয়?
(a) বাসুদেব বলবন্ত ফাদকে কে
(b) প্রমথনাথ মিত্র কে
(c) ঋষি অরবিন্দ কে
(d) স্বামী বিবেকানন্দ কে
Answer – (a) বাসুদেব বলবন্ত ফাদকে কে
Q.হিমা দাসের উপনাম কী?
(a) ধিং এক্সপ্রেস
(b) ভারতের রকেট ম্যান
(c) সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া
(d) ভারতের ফরেস্ট ম্যান
Answer – (a) ধিং এক্সপ্রেস
Q. কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন?
(a) উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
(b) হ্যানসেন
(c) ডা. ফুডা ফোকম্যান
(d) ইস্টম্যান কোডাক
Answer – (a) উপেন্দ্র নাথ ব্রহ্মচারী
Q. পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্রটি কার?
(a) গ্যালিলিও
(b) আর্কিমিডিস
(c) হুক
(d) ডালটন
Answer – (a) গ্যালিলিও