General Knowledge for Competitive Exam in Bengali

Q. চলচ্চিত্র শিল্পী প্রাণ যিনি সম্প্রতি লীলাবতী হাসপাতালে প্রয়াত হন, তিনি 2013 সালের দাদা সাহেব ফালকে পুরস্কার লাভ করেন, তাঁর –  [Sub-Ins. Kol. Police’13]

(a) আজীবন অবদানের জন্য

(b) ‘অমর আকবর অ্যান্টনি’ চলচ্চিত্রের জন্য

(c) ‘জঞ্জির’-এ অভিনয়ের জন্য

(d) কোনোটিই নয়

Answer – (a) আজীবন অবদানের জন্য

Q. জাস্টিস জে. এস. ভার্মা কোন্ প্রতিবেদনের জন্য সাম্প্রতিক খবরে এলেন? [WBP SI ’13]

(a) ভূমি অধিগ্রহণ আইন, 1894

(b) মহিলাদের উপর যৌন অপরাধ সংক্রান্ত আইন (c) তথ্যের অধিকার আইন, 2005

(d) খাদ্য সুরক্ষা আইন

Answer – (a) ভূমি অধিগ্রহণ আইন, 1894

Q. ড. ভি. ক্যুরিয়েন বিখ্যাত- [WBP SI ’13]

(a) রেড রেভলিউশন-এর জন্য

(b) গ্রীন রেভলিউশন-এর জন্য

(c) হোয়াইট রেভলিউশন-এর জন্য

(d) ইয়োলো রেভলিউশন-এর জন্য

Answer – (c) হোয়াইট রেভলিউশন-এর জন্য

Q. পণ্ডিত রবিশঙ্কর বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘সিলভার বিয়ার’ পান কোন্ ছবিতে সংগীত পরিচালনার জন্য? [ WBP SI 13]

(a) পথের পাঁচালী

(b) কাবুলিওয়ালা

(c) মেঘে ঢাকা তারা

(d) কোনটিই নয়

Answer – (b) কাবুলিওয়ালা

GK Questions in Bengali PDF

Q. ‘FIFA Confederation Cup- Brazil, 2013-এ ব্রাজিল জয়লাভ করে- [ WBP SI 13]

(a) 2–0 গোলে

(b) 3-2 গোলে

(c) 2-1 গোলে

(d) 3-0 গোলে

Answer – (d) 3-0 গোলে

Q. “INTERPOL”-এর সদর দফতর- [WBP SI ’13]

(a) বন—জার্মানী

(b) ভিয়েনা—অস্ট্রিয়া

(c) লয়েন্স-ফ্রান্স

(d) নিউয়র্ক-আমেরিকা

Answer – (c) লয়েন্স-ফ্রান্স

Q. ভারত এবং পাকিস্তান দুই দেশেরই সর্বোচ্চ নাগরিক সম্মান পান – [WBP SI ’13]

(a) এ.পি.জে. আবদুল কালাম

(b) জে. আর. ডি. টাটা

(c) মোরারজি দেশাই

(d) লতা মঙ্গেশকর

Answer – c) মোরারজি দেশাই

Q. বিশ্ব পরিবেশ দিবস’ হিসাবে কোন্ দিনটি পালিত হয়? [WBP SI ’13]

(a) জানুয়ারি, 5

(b) মাৰ্চ, 5

(c) জুন, 5

(d) নভেম্বর, 5

Answer – (c) জুন, 5

Q. দাবা খেলার উৎপত্তি কোথায় হয়েছিল ? [Rail Gr.-D ’13]

(a) ভারত

(b) পারস্য

(c) আরব

(d) ইউরোপ

Answer – (a) ভারত

Q. ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন? [S.S.C. Constable ’13]

(a) মাদার টেরেসা

(b) রবীন্দ্রনাথ ঠাকুর

(c) সুভাষচন্দ্র বসু

(d) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

Answer – (b) রবীন্দ্রনাথ ঠাকুর

General Knowledge In Bengali

Q. ভারত এবং ইংল্যন্ডের মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ইংরেজ সরকার কবে দুই দেশের মধ্যে সরাসরি টেলিগ্রাফ লাইন চালু করেন ? [S.S.C. Constable ’13]

(a) 1860

(b) 1865

(c) 1870

(d) 1875

Answer – (c) 1870

Q. ভারত এবং চীনের মধ্যে স্বাক্ষরিত চুক্তি যাতে উভয় দেশই পঞ্চশীলকে তাদের সম্পর্কের ভিত্তি হিসেবে গ্রহণ করেছিল। চুক্তিটি কবে স্বাক্ষরিত হয়েছিল? [S.S.C. Constable ’13]

(a) 1950

(b) 1951

(c) 1953

(d) 1954

Answer – (d) 1954

Q. কে এই মত পোষণ করতেন যে, “ভারতে হিন্দু এবং মুসলিম মিলে এক জাতি এবং আরও বলেছিলেন, তারা ভারতের দুটি চোখ, একটি আঘাত পেলে, অপরটিও আঘাত পাবে”? [S.S.C. Constable ’13]

(a) মহাত্মা গান্ধী

(b) স্যার সৈয়দ আহম্মদ খান

(c) বাল গঙ্গাধর তিলক

(d) স্যার মহম্মদ ইকবাল

Answer – (d) স্যার মহম্মদ ইকবাল

Q. কোলকাতার মেট্রোরেল কবে একটি ‘জোন’এ পরিণত হয় ? [S.S.C. Constable ’13]

(a) 2008

(b) 2010

(c) 2011

(d) 2012

Answer – (b) 2010

GK Questions Bengali 2023

Q. ভারতে ‘গোলাপী বিপ্লব’ নীচের কোনটির সাথে সম্পর্কিত ? [S.S.C. Constable ’13]

(a) সার উৎপাদন

(b) মাছ উৎপাদন

(c) ডিম উৎপাদন

(d) ঔষধ সংক্রান্ত

Answer – (c) ডিম উৎপাদন

Q. 2012-র অস্কার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার প্রদান করা হয় সেটি হ’ল – [W.B.C.S. Preli ’13]

(a) র‍্যাঙ্গো

(b) হুগো

(c) দি আর্টিস্ট্

(d) দি গার্ল উইথ্ দি ড্রাগন ট্যাটু

Answer – (c) দি আর্টিস্ট্

Q. 2011-য় 98তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার স্থান- [W.B.C.S. Preli ’13]

(a) কোচি

(b) নয়াদিল্লী

(c) চেন্নাই

(d) কলকাতা

Answer – (c) চেন্নাই

Q. সম্প্রতি প্রয়াত লক্ষ্মী সেহ্গল্ ছিলেন— [W.B.C.S Preli ’13]

(a)  প্রখ্যাত নৃত্যকার

(b) খেলোয়াড়

(c) খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী

(d) প্রখ্যাত সঙ্গীতজ্ঞ

Answer – (c) খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী

Q. 2011-র বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ‘ম্যান অফ দি ম্যাচ’-কে হন ? [W.B.C.S Preli 13]

(a) শচীন তেণ্ডুলকর

(b) যুবরাজ সিং

(c) মহেন্দ্ৰ সিং ধোনি

(d) গৌতম গম্ভীর

Answer – (c) মহেন্দ্ৰ সিং ধোনি

বাংলা gk প্রশ্ন উত্তর

Q. ‘বাংলাদেশ’ রাষ্ট্র তৈরী হয় কোন্ বছরে ? [W.B.C.S. Preli.’13]

(a) 1956

(b) 1971

(c) 1990

(d) 1947

Answer – (b) 1971

Scroll to Top