Q. ফেসবুক-এর স্রষ্টা- [W.B.C.S. Preli ’13]
(a) স্টিভ্ জোবস্
(b) মার্ক জুকারবার্গ
(c) ল্যারি পেজ
(d) বিল গেটস
Answer – (b) মার্ক জুকারবার্গ
Q. নেটোর (NATO) প্রধান কার্যালয়— [W.B.C.S. Preli ’13]
(a) নিউইয়র্ক
(b) ভিয়েনা
(d) লণ্ডন
(c) ব্রাসেলস
Answer – (c) ব্রাসেলস
GK For Competitive Exam in Bengali PDf
Q. AMRI (কলকাতা)-তে সদ্য মৃত্যুর কারণে নিম্নলিখিত কোন্ গ্যাসটিকে সর্বাপেক্ষা বেশী দায়ী করা হয়েছে? [W.B.C.S. Preli ’13]
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) কার্বন মনোক্সাইড
(c) মিথেন
(d) হাইড্রোজেন সালফাইড
Answer – (a) কার্বন ডাই-অক্সাইড
Q. 2012-র শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক – [W.B.C.S. Preli 13]
(a) লিন জিয়াওবো
(b) বারাক ওবামা
(c) ইউরোপীয় ইউনিয়ন
(d) আল্ গোৱে
Answer – (c) ইউরোপীয় ইউনিয়ন
Q. সপ্তম জি-২০ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে ? [W.B.C.S Preli ‘ 12]
(a) ফ্রান্স
(b) মেক্সিকো
(c) রাশিয়া
(d) দক্ষিণ কোরিয়া
Answer – (b) মেক্সিকো
Q. ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? [W.B.C.S Preli ‘ 12]
(a) ভুটান
(b) মালদ্বীপ
(c) নেপাল
(d) ভারত
Answer – (b) মালদ্বীপ
Q. 2018 সালের কমনওয়েলথ্ ক্রীড়া কোথায় অনুষ্ঠিত হবে? [W.B.C.S. Preli ’12]
(a) হাম্বানোটা (শ্রীলঙ্কা)
(b) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)
(c) নতুন দিল্লী (ভারত)
(d) সেন্ট কিটস্
Answer – (b) গোল্ড কোষ্ট (অস্ট্রেলিয়া)
Q. রাষ্ট্রপুঞ্জের কোন্ সংস্থা প্রথম প্যালেস্টাইনকে পূর্ণ সদস্য হিসাবে নিযুক্ত করেছে? [W.B.C.S. Preli ’12]
(a) ডব্লু.এইচ.ও.
(b) ইউ.এন.ই.এস.সি.ও
(c) ইউ.এন.ডি.ও
(d) ইউ.পি.ইউ.
Answer – (b) ইউ.এন.ই.এস.সি.ও
GK Book For Competitive Exam in Bengali
Q. দক্ষিণ ভারতের কোন্ শহরে প্রথম মেট্রো রেল চালু হয়েছে যার নাম ‘নাম্মা মেট্রো’? [W.B.C.S. Preli ’12]
(a) বেঙ্গালুরু
(b) হায়দারাবাদ
(c) চেন্নাই
(d) তিরুবনন্তপুরম
Answer – (a) বেঙ্গালুরু
Q. জাতীয় সংহতি দিবস পালিত হয় ? [W.B.C.S. Preli ’12]
(a) 30 অক্টোবর
(b) 31 অক্টোবর
(c) 25 সেপ্টেম্বর
(d) 29 সেপ্টেম্বর
Answer – (b) 31 অক্টোবর
Q. 2011 সালে ডুরান্ড কাপ জয় করেছে— [W.B.C.S. Preli ’12]
(a) পুনে
(b) চার্চিল ব্রাদার্স
(c) শিলং লাজং
(d) এয়ার ইন্ডিয়া
Answer – (b) চার্চিল ব্রাদার্স
Q. 2010 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার কাকে প্রদান করা হয়েছে? [W.B.C.S. Preli ’12]
(a) মণি রত্নম
(b) যশ চোপড়া
(c) ঋতুপর্ণ ঘোষ
(d) কে বালচন্দর
Answer – (d) কে বালচন্দর
Q. পাকিস্তানের কোন্ প্রদেশ 2013 সাল থেকে স্কুলে চিনা ভাষাকে অবশ্য পাঠ্য করার সিদ্ধান্ত নিয়েছে? [W.B.C.S. Preli ’12]
(a) পাঞ্জাব
(b) বালুচিস্তান
(c) উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ
(d) সিন্ধু
Answer – (d) সিন্ধু
Q. ফিনল্যান্ডের রাজধানীর নাম কী ? [KPS ’12]
(a) নিকোসিয়া
(b) হেলসিঙ্কি
(c) বুদাপেস্ট
(d) সোফিয়া
Answer – (b) হেলসিঙ্কি
Q. ‘বিবি কা মুকবরা’ কোথায় অবস্থিত? [KPS ’12]
(a) আগ্রা
(b) দিল্লি
(c) জয়পুর
(d) ঔরঙ্গাবাদ
Answer – (d) ঔরঙ্গাবাদ
Competitive Exam GK in Bengali Mock Test
Q. ‘বিজয়ঘাট’ কার সমাধিস্থল ? [KPS ’12]
(a) ইন্দিরা গান্ধী
(b) মহাত্মা গান্ধি
(c) জওহরলাল নেহেরু
(d) লাল বাহাদুর শাস্ত্রী
Answer – (b) মহাত্মা গান্ধি
Q. তিলপাড়া ব্যারেজ নির্মাণ করা হয়েছে— [KPS ’12]
(a) ময়ুরাক্ষী নদীতে
(b) রূপনারায়ণ নদীতে
(c) দামোদর নদীতে
(d) কংসাবতী নদীতে
Answer – (a) ময়ুরাক্ষী নদীতে
Q. ফুটবল খেলাতে গোলপোস্টের উচ্চতা কত? [KPS ’12]
(a) 7 ফুট
(b) 8 ফুট
(c) 9 ফুট
(d) 10 ফুট
Answer – (b) 8 ফুট
Q. ভারতের কোন শহরকে গোলাপী নগরী বলা হয়? [KPS ’12]
(a) কলকাতা
(b) ভুবনেশ্বর
(c) জয়পুর
(d) ব্যাঙ্গালোর (বেঙ্গালুরু)
Answer – (c) জয়পুর
Q. ভারতের কোন শহরে ডুরান্ড কাপ প্রতিযোগিতা প্রথম অনুষ্ঠিত হয়। [KPS ’12]
(a) সিমলা
(b) মাদ্রাজ (চেন্নাই)
(c) জয়পুর
(d) কলকাতা
Answer – (d) কলকাতা