Q. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল ? [WBCS Preli’15]
(a) 13 ই এপ্রিল, 1919
(b) 15 ই আগস্ট, 1921
(c) 21 শে এপ্ৰিল, 1922
(d) 25 শে সেপ্টেম্বর, 1925
Answer – (a) 13 ই এপ্রিল, 1919
Q. লক্ষ্ণৌ চুক্তি (1916) কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ? [WBCS Preli’15]
(a) হোমরুল লীগ ও মুসলিম লীগ
(b) স্বরাজ্য দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস
(c) মুসলিম লীগ ও ভারত সভা
(d) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
Answer – (d) ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ
Q. ভারতীয় জাতীয় বাহিনীর (আই.এন.এ) প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন ? [WBCS Preli’15]
(a) রাসবিহারী বসু
(b) ক্যাপ্টেন মোহন সিং
(c) নেতাজী সুভাষচন্দ্র বসু
(d) উপরের কেউ নয়
Answer – (b) ক্যাপ্টেন মোহন সিং
Q. বোম্বাইতে আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ? [WBCS Preli’15]
(a) 1870
(b) 1875
(c) 1876
(d) 1880
Answer – (b) 1875
Q. গান্ধিজীর বিখ্যাত উক্তি ‘ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক’ কার আগমন উপলক্ষ্যে করা হয় ? [WBCS Preli’ 15]
(a) সাইমন কমিশন
(b) ক্যাবিনেট মিশন
(c) ক্রিপস্ মিশন
(d) লর্ড ওয়াভেল
Answer – (c) ক্রিপস্ মিশন
Q. ইন্ডিয়ান ইন্ডিপেনডেন্স লীগের’ প্রতিষ্ঠাতা কে? [WBCS Preli’15]
(a) কৃষ্ণ ভার্মা
(b) রাসবিহারী বসু
(c) সুভাষচন্দ্র বসু
(d) কেউ নয়
Answer – (b) রাসবিহারী বসু
Q. সংবাদপত্রের মুক্তিদাতারূপে কে পরিচিত ছিলেন ? [WBCS Preli’15]
(a) বেন্টিঙ্ক
(b) মেকলে
(c) হেস্টিংস
(d) মেট্কাফ
Answer – (d) মেট্কাফ
Q. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? [WBCS Preli’15]
(a) এ্যানি বেসন্ত
(b) বিজয়লক্ষ্মী পণ্ডিত
(c) সরোজিনী নাইডু
(d) অরুণা আসফ আলি
Answer – (a) এ্যানি বেসন্ত
Q. নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? [WBCS Preli’15]
(a) রামমোহন রায়
(b) ডিরোজিও
(c) দেবেন্দ্রনাথ ঠাকুর
(d) ডেভিড হেয়ার
Answer – (d) ডেভিড হেয়ার
Q. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Tradi- tional Moderniser) বলা হয় ? [WBCS Preli’15]
(a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(b) স্বামী বিবেকানন্দ
(c) রামমোহন রায়
(d) বি. জি. তিলক
Answer – (a) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
Q. কে ‘স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন ? [WBCS Preli’15]
(a) মতিলাল নেহরু
(b) সি.আর. দাশ
(c) রাজেন্দ্র প্রসাদ
(d) রাজা গোপালাচারী
Answer – (b) সি.আর. দাশ
Q. মুসলিম লীগ অন্তর্বর্তীকালীন সরকারে যোগদান করেন কবে? [WBCS Preli’15]
(a) অক্টোবর, 1946
(b) নভেম্বর, 1946
(c) ডিসেম্বর, 1946
(d) জানুয়ারি, 1947
Answer – (a) অক্টোবর, 1946
Q. সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? [WBCS Preli’15)
(a) ভারতীয় সংবিধানের সংস্কার
(b) প্রশাসনিক সংস্কার
(c) শিক্ষা সংস্কার
(d) জেল কোড সংস্কার
Answer – (a) ভারতীয় সংবিধানের সংস্কার
Q. বঙ্গবিভাগ প্রত্যাহৃত হয় কোন সালে ? [WBCS Preli’ 15]
(a) 1905
(b) 1906
(c) 1911
(d) 1909
Answer – (c) 1911
Q. কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লীতে স্থানান্তরিত হয় ? [WBCS Preli’15]
(a) 1905
(b) 1911
(c) 1931
(d) 1947
Answer – (b) 1911
Q.সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোটি ছিল?
(a) হরপ্পা
(b) লোথাল
(c) ধোলাভিরা
(d) সুর্কোটাডা
Answer – (b) লোথাল
Q. এগুলির মধ্যে কোনটি একটি কুলপঞ্জী বর্ণিত বৌদ্ধগ্রন্থ ? [WBCS Preli’15]
(a) সুত্তপিটক
(b) বিনয় পিটক
(c) অভিধম্মপিটক
(d) দীপবংশ
Answer – (d) দীপবংশ
Q. ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষ বসু কাকে পরাজিত করেছিলেন? [WBCS Preli’15]
(a) পট্টভি সীতারামাইয়া
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) মৌলানা আজাদ
(d) জহরলাল নেহরু
Answer – (a) পট্টভি সীতারামাইয়া
Q. নিম্নলিখিত দাস বংশীয় কোন্ সুলতান দাস ছিলেন না ? [WBCS Preli’15]
(a) কুতুবুদ্দিন আইবক
(b) ইলতুৎমিস
(c) রাজিয়া
(d) বলবন
Answer – (c) রাজিয়া
Q. কার রাজত্বকালে ‘জবত’ ভূমি ব্যবস্থার প্রচলন হয় ? [WBCS Preli’15]
(a) আলাউদ্দিন খিলজি
(b) শেরশাহ
(c) আকবর
(d) শাহজাহান
Answer – (c) আকবর