Q. কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল ? [WBCS Preli’ 15]
(a) 1906
(b) 1909
(c) 1916
(d) 1940
Answer – (d) 1940
Q. ‘সতীপ্রথা’ রদ করার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন ? [Rail Gr-D’14]
(a) ওয়েলেসলি
(b) আমহার্স্ট
(c) উইলিয়াম বেন্টিঙ্ক
(d) হেস্টিংস
Answer – (c) উইলিয়াম বেন্টিঙ্ক
Q. বাংলা এবং বিহারের চিরস্থায়ী বন্দোবস্ত নিষ্পত্তি হয়েছিল-
(a) 1772 সালে
(b) 1793 সালে
(c) 1791 সালে
(d) 1794 সালে
Answer – (b) 1793 সালে
Q. কোন জাতীয় নেতা ‘লোকমান্য’ নামে বিখ্যাত ছিলেন ? [Rail Gr-D’14]
(a) বাল গঙ্গাধর তিলক
(b) চিত্তরঞ্জন দাস
(c) বিপিন চন্দ্র পাল
(d) সুরেন্দ্রনাথ ব্যানার্জ্জী
Answer – (a) বাল গঙ্গাধর তিলক
Q. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘হিন্দু পেট্রিয়ট’ এর সম্পাদক ছিলেন— [Rail Gr-D’14]
(a) অরবিন্দ ঘোষ
(b) শিশির কুমার ঘোষ
(c) রাজশেখর বসু
(d) হরিশচন্দ্র মুখার্জ্জী
Answer – (d) হরিশচন্দ্র মুখার্জ্জী
Q. স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল- [Rail Gr-D’14]
(a) 11 আগস্ট, 1908
(b) 31 মাৰ্চ, 1911
(c) 11 আগস্ট, 1911
(d) 29 মাৰ্চ, 1931
Answer – (a) 11 আগস্ট, 1908
Q. নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ‘সর্বোদয়’ এবং .‘ভূদান’ বিপ্লবের সঙ্গে জড়িত ছিলেন ? [Rail Gr-D’14]
(a) রামমোহন লোহিয়া
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) ভিনোবা ভাবে
(d) ভুলাভাই দেশাই
Answer – (c) ভিনোবা ভাবে
Q. লর্ড মাউন্টব্যাটেনের পরে প্রথম ও একমাত্র ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন? [Rail Gr-D 14]
(a) বল্লভভাই প্যাটেল
(b) রাজেন্দ্র প্রসাদ
(c) সচ্চিদানন্দ সিনহা
(d) চক্রবর্তী রাজাগোপালচারী
Answer – (d) চক্রবর্তী রাজাগোপালচারী
Q. স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? [Rail Gr-D 14]
(a) সি.আর.দাশ এবং মতিলাল নেহেরু
(b) সুরেন্দ্রনাথ ব্যানার্জ্জী
(c) হাকিম আজমল খান
(d) বাল গঙ্গাধর তিলক
Answer – (a) সি.আর.দাশ এবং মতিলাল নেহেরু
Q. উর্দু সাপ্তাহিক পত্রিকা ‘আল হিলাল’ শুরু করেছিলেন— [Rail Gr-D’14]
(a) সৈয়দ আহমেদ খান
(b) বদরুদ্দিন তায়েবজি
(c) আবুল কালাম আজাদ
(d) আব্দুল গফ্ফর খান
Answer – (c) আবুল কালাম আজাদ
Q. ‘ভারত ছাড়ো আন্দোলন’ শুরু হয়েছিল কবে ? [Rail Gr-D’14]
(a) 1939
(b) 1940
(c) 1941
(d) 1942
Answer – (d) 1942
Q. শেষ মুঘল সম্রাট কে ছিলেন? [Rail Gr-D’14]
(a) প্রথম বাহাদুর শাহ
(b) দ্বিতীয় আকবর
(c) দ্বিতীয় শাহ আলম
(d) দ্বিতীয় বাহাদুর শাহ
Answer – (d) দ্বিতীয় বাহাদুর শাহ
Q. দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল— [Rail Gr-D’14]
(a) 1526 সালে
(b) 1536 সালে
(c) 1546 সালে
(d) 1556 সালে
Answer – (d) 1556 সালে
Q. দিল্লীর সুলতানি সাম্রাজ্যের একমাত্র মহিলা সাম্রাজ্ঞী কে ছিলেন ? [Rail Gr-D’14]
(a) মেহেরউন্নিসা
(b) মুমতাজ মহল
(c) সুলতানা রাজিয়া
(d) এদের মধ্যে কেউই নয়
Answer – (c) সুলতানা রাজিয়া
Q. হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চৈনিক পর্যটক ভারতে এসেছিলেন ? [Rail Gr-D’14]
(a) মেগাস্থিনিস
(b) হিউয়েন সাঙ
(c) ই-সিঙ
(d) ফা-হিয়েন
Answer – (b) হিউয়েন সাঙ
Q ঋকবেদে কতগুলি শ্লোক আছে? [Rail Gr-D’14]
(a) 1000
(b) 1028
(c) 1058
(d) 1035
Answer – (b) 1028
Q. জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? [Rail Gr-D’14]
(a) হেমচন্দ্ৰ
(b) স্থূলবাহু
(c) ঋষভদেব
(d) অগিসার
Answer – (c) ঋষভদেব
Q. তৃতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল-[Rail Gr-D’14]
(a) পাটলিপুত্র
(b) কাশ্মীর
(c) কনৌজ
(d) এলাহাবাদ
Answer – (a) পাটলিপুত্র
Q. শিবাজী জন্মগ্রহণ করেছিলেন কোথায় ? [Rail Gr-D’14]
(a) পুণাতে
(b) রায়গড়ে
(c) পুরন্দরে
(d) শিবনারে
Answer –
Q. তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল— [Rail Gr-D’14]
(a) 1191 সালে
(b) 1192 সালে
(c) 1193 সালে
(d) 1194 সালে
Answer – (a) 1191 সালে