Q. নিম্নের কোন্ দেশে ‘জীবিকাসত্ত্বা ভিত্তিক’ কৃষিকাজটি লক্ষ্য করা যায় না ? [NDA-2021]

 (a) ভারত

 (b) জাপান

 (c) কানাডা

 (d) ইন্দোনেশিয়া

Answer –  (c) কানাডা

Q.  নিচের কোন্ মেঘকে ‘বৃষ্টি বহনকারী মেঘ’ বলা হয় ? [NDA-2021]

(a) কিউমুলাস মেঘ

(b) স্ট্যাটাস মেঘ

(c) নিম্বাস মেঘ

(d) সিরাস মেঘ

Answer –  (c) নিম্বাস মেঘ

Q. নিচের কোন্ দেশে নিবিড় জীবিকা সত্ত্বা ভিত্তিক কৃষিকাজ লক্ষ্য করা যায় না ? [NDA-2021]

(a) ভারত

(b) জাপান

(c) কানাডা

(d) ইন্দোনেশিয়া

Answer – (c) কানাডা

Q. নিচের কোনটি ‘ঘনীভবন’ নয়? [NDA-2021]

(a) শিশির

(b) তুষার

(c) কুয়াশা

(d) শিলাবৃষ্টি

Answer – (d) শিলাবৃষ্টি

Q.  হিমাচলপ্রদেশ এবং পাঞ্জাব প্রদেশ থেকে বিপাশা নদী প্রবাহিত হয়ে যে নদীর সাথে মিলিত হয়েছে— [NDA-2021]

(a) সিন্ধু নদ

(b) শতদ্রু নদী

(c) চেনাব নদী/চন্দ্রভাগা

(d) রাভি নদী

Answer – (b) শতদ্রু নদী

Q. ভারতীয় ভৌগলিক সীমারেখার মধ্যে যে জাতীয় স্বাভাবিক উদ্ভিদ বেশি পরিমাণে লক্ষ্য করা যায়— [NDA-2021]

(a) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

(b) ক্রান্তীয় উদ্ভিদ

(c) মনটনে অরণ্য

(d) ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য

Answer – (a) ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ

Q. যে দেশ থেকে S-400 ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে সেটি হল— [PSC Clerkship ’20]

 (a) সুইডেন

 (b) ব্রিটেন

 (c) রাশিয়া

 (d) আমেরিকা

Answer – (c) রাশিয়া

Q. ‘বালাকোট’ জায়গাটির অবস্থান— [PSC Clerkship ’20]

(a) ভারতের উত্তর-পূর্বে

(b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

(c) আফগানিস্তানে

(d) ইরান-আফগানিস্তান সীমান্তে

Answer – (b) পাকিস্তানের উত্তর-পশ্চিমে

Q.  পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে? [PSC Clerkship ’20]

(a) 21

(b) 19

(c) 24

(d) 22

Answer- (c) 24

Q. নিম্নে বর্ণিত নদীগুলোর মধ্যে কোন নদী ভারত-বাংলাদেশ সীমানারেখা অতিক্রম করে না ? [PSC Clerkship ’20]

(a) গঙ্গা

(b) তিস্তা

(c) আত্রেয়ী

(d) দামোদর

Answer – (d) দামোদর

Q. ‘ফিজি’ রাষ্ট্রের অবস্থান—  [PSC Clerkship ’20]

(a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

(b) উত্তর আটলান্টিক অঞ্চলে

(c) উত্তর আফ্রিকায়

(d) দক্ষিণ আমেরিকায়

Answer – (a) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে

Q. মৌসিনরাম জায়গাটি কোন রাজ্যের অন্তর্গত? [WBP Constable Main ’20]

 (a) নাগাল্যান্ড

 (b) মণিপুর

 (c) ত্রিপুরা

 (d) মেঘালয়

Answer – (d) মেঘালয়

Q.  গ্রীষ্মকালীন সৌরস্থিতি কবে হয় ? [WBP Constable Main ’20]

(a) 21 জুন

(b) 23 সেপ্টেম্বর

(c) 21 মার্চ

(d) 22 ডিসেম্বর

Answer – (a) 21 জুন

Q.  রবি শস্য কোন সময় রোপণ করা হয় ? [WBP Constable Main ’20]

(a) অক্টোবর -নভেম্বর

(b) জুন – জুলাই

(c) জুলাই – আগষ্ট

(d) মে – জুলাই

Answer – (a) অক্টোবর -নভেম্বর

Q. কোন খাল (Canal) প্রশান্ত (Pacific) ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে? [WBP Constable Main ’20]

(a) সুয়েজ খাল

(b) উত্তর সাগর খাল

(c) পানামা খাল

(d) স্ট্যালিন খাল

Answer – (c) পানামা খাল

Q. 2019-এর শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গ উপকূলে আছড়ে পড়ে ? [WBP Constable Main ’20]

 (a) বুলবুল

 (b) হুদহুদ

 (c) ফণী

 (d) তিতলি

Answer – (a) বুলবুল

Q. নিম্নোক্ত কোন দেশটির ভারতের সাথে স্থল-সীমান্ত নেই ? [PSC Misc’20]

(a) চিন

(b) মায়ানমার

(c) আফগানিস্তান

(d) উপরোক্ত কোনোটিই নয়

Answer – (c) আফগানিস্তান

Q.  নিম্নোক্ত দেশগুলির কোনটিতে ভারতের সবচেয়ে বেশি প্রদেশের সাথে সীমান্ত বন্টন রয়েছে? [PSC Misc’20]

(a) বাংলাদেশ

(b) নেপাল

(c) পাকিস্তান

(d) ভূটান

Answer – (b) নেপাল

Q. হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ? [PSC Misc’20]

(a) সিমলা

(b) দার্জিলিং

(c) গৌহাটি

(d) লাদাখ

Answer – (d) লাদাখ

Q.  ‘নামচা বারওয়া’ থেকে কোন নদী ভারতে প্রবেশ করে ? [PSC Misc’20]

(a) গঙ্গা

(b) যমুনা

(c) ব্রহ্মপুত্র

(d) জলঙ্গী

Answer – (c) ব্রহ্মপুত্র

Scroll to Top