Q. গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙার কারখানার জন্য বিখ্যাত? [WBCS Preli ’20]

(a) ওখা

(b) আলাঙ

(c) কান্দলা

(d) বেড়াভাল

Answer – (b) আলাঙ

Q. ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয়— [WBCS Preli ’20]

(a) মেট্রিক স্কেল

(b) কোয়াক্ স্কেল

(c) রিখটার স্কেল

(d) এপিসেন্টার স্কেল

Answer -(c) রিখটার স্কেল

Q. চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? [WBCS Preli ’20]

(a) সিকিম-ভুটান

(b) নেপাল-সিকিম

(c) বিহার-নেপাল

(d) অসম-বাংলাদেশ

Answer – (a) সিকিম-ভুটান

Q.  ভারতে সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হল – [WBCS Preli ’20]

(a) বিহার

(b) অন্ধ্রপ্রদেশ

(c) উত্তরপ্রদেশ

(d) তামিলনাড়ু

Answer – (b) অন্ধ্রপ্রদেশ

Q.  ‘ISRO’ সম্প্রতি Cartosat-3 কে উৎক্ষেপণ করেছে— [WBCS Preli ’20]

(a) শ্রীহরিকোটা থেকে

(b) বালেশ্বর থেকে

(c) আমেদাবাদ থেকে

(d) ট্রম্বে থেকে

Answer – (c) আমেদাবাদ থেকে

Q. আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন : [WBCS Preli ’20]

(a) মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ

(b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান

(c) বাঁকুড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান

(d) বাঁকুড়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর

Answer – (b) মুর্শিদাবাদ, মেদিনীপুর, পূর্ব বর্ধমান

Q. নিম্নলিখিত কোন শহরটি মুলা-মুখা নদীর তীরে অবস্থিত? [WBCS Preli ’20]

 (a) নাগপুর

 (b) পুনে

 (c) দেরাদুন

 (d) ব্যাঙ্গালুরু

Answer – (b) পুনে

Q.  সর্বশেষ Census of Indian Population (জনগণনা) হয়েছিল— [WBCS Preli ’20]

(a) 1991

(b) 2001

(c) 2011

(d) 2019

Answer – (c) 2011

Q. পশ্চিমবঙ্গের ‘গনগনি’ অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? [WBCS Preli ’20]

(a) পলি মাটি

(b) লবণাক্ত মাটি

(c) ল্যাটেরাইট মাটি

(d) তরাই মাটি

Answer – (c) ল্যাটেরাইট মাটি

Q. কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্যভাণ্ডার বলে? [WBCS Preli ’20]

(a) মাদ্রাজ

(b) থাঞ্জাভুর

(c) কন্যাকুমারী

(d) করমণ্ডল উপকূল

Answer – (b) থাঞ্জাভুর

Q.  কাঁকরাপাড় পারমাণবিককেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? [WBCS Preli ’20]

(a) কোটা

(b) কালপক্কম

(c) সুরাট

(d) মুম্বাই

Answer – (c) সুরাট

Q.  পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? [WBCS Preli ’20]

(a) ছোটো আন্দামান-এ

(b) বৃহৎ নিকোবর-এ

(c) দক্ষিণ আন্দামান-এ

(d) উত্তর আন্দামান-এ

Answer – (c) দক্ষিণ আন্দামান-এ

Q.  তিলপাড়া ব্যারেজ যে নদীর ওপর অবস্থিত- [WBCS Preli ’20]

(a) দামোদর

(b) কংসাবতী

(c) শিলাবতী

(d) ময়ূরাক্ষী

Answer – (d) ময়ূরাক্ষী

Q.  পূর্ব কলকাতা জলাভূমিকে ঘোষণা করা হয়েছে – [WBCS Preli ’20]

(a) জৈববৈচিত্র্যযুক্ত স্থান হিসাবে

(b) পর্যটন ক্ষেত্র হিসেবে

(c) বিশ্ব হেরিজেট স্থান হিসেবে

(d) রামসার স্থান হিসেবে

Answer – (d) রামসার স্থান হিসেবে

Q. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভুর হল একপ্রকার— [WBCS Preli ’20]

(a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি

(b) পুরাতন পলি

(c) নতুন পলি

(d) কর্দমাক্ত অঞ্চল

Answer – (a) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি

Q. পশ্চিমবঙ্গ ভূমিসংস্কার আইন বলবৎ হয়— [WBCS Preli ’19]

(a) 1956 সালে

(b) 1958 সালে

(c) 1955 সালে

(d) 1959 সালে

Answer – (a) 1956 সালে

Q.  ভারতের Central Inland Water Transport Corporation-এর সদর দপ্তরটি অবস্থিত— [W.B.C.S Preli – 19]

(a) এলাহাবাদে

(b) কলকাতায়

(c) কোচিনে

(d) মুম্বাই-এ

Answer – (b) কলকাতায়

Q. কোলকাতায় মেট্রোরেল চালু হয় – [W.B.C.S. Preli – 19 ]

 (a) 1984 খ্রিঃ

 (b) 1986 খ্রিঃ

 (c) 1988 খ্রিঃ

 (d) 1989 খ্রিঃ

Answer – (a) 1984 খ্রিঃ

Q.  ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে— [W.B.C.S Preli – 19]

(a) দামোদর উপত্যকায়

(b) শোন উপত্যকায়

(c) মহানদী উপত্যকায়

(d) গোদাবরী উপত্যকায়

Answer – (a) দামোদর উপত্যকায়

Q. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে-  [W.B.C.S Preli – 19]

(a) 1 লা জুন, 2013

(b) 1 লা জুন, 2014

(c) 1 লা জুন, 2015

(d) 1 লা জুন, 2016

Answer – (b) 1 লা জুন, 2014

Scroll to Top