Q. তেলেঙ্গানা একটি পূর্ণরাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে— [W.B.C.S. Preli – 19]

(a) 1 লা জুন, 2013

(b) 1 লা জুন, 2014

(c) 1 লা জুন, 2015

(d) 1 লা জুন, 2016

Answer – (b) 1 লা জুন, 2014

Q. ধনেখালি কী জন্য বিখ্যাত? [W.B.C.S Preli – 19]

(a) তাঁত শিল্পের জন্য

(b) কাগজ শিল্পের জন্য

(c) পাট শিল্পের জন্য

(d) চর্ম শিল্পের জন্য

Answer – (a) তাঁত শিল্পের জন্য

Q. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত— [W.B.C.S. Preli – 19]

(a) তরাই

(b) ডুয়ার্স

(c) তাল

(d) দিয়ারা

Answer – (a) তরাই

Q. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভুক্ত করা হয়েছে— [W.B.C.S Preli – 19]

(a) বাঘ সংরক্ষণের জন্য

(b) সন্দুরী গাছের জন্য

(c) ম্যানগ্রোভ গাছের জন্য

(d) জীববৈচিত্র্যের জন্য

Answer – (c) ম্যানগ্রোভ গাছের জন্য

Q.  জলপাইগুড়ি শহর কোন্ নদীর তীরে অবস্থিত ?[W.B.C.S Preli – 19]

(a) তিস্তা ও করলা নদী

(b) তিস্তা ও জলঢাকা নদী

(c) জলঢাকা ও রায়ঢাক নদী

(d)  তিস্তা ও রায়ঢাক নদী

Answer – (a) তিস্তা ও করলা নদী

Q.  রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ? [W.B.C.S Preli – 19]

(a) পুরুলিয়া

(b) বাঁকুড়া

(c) জলপাইগুড়ি

(d) দার্জিলিং

Answer – (d) দার্জিলিং

Q. নিম্নলিখিত কোন্ জোড়টি সঠিক নয়? [W.B.C.S. Preli -’19]

(a) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ

(b) দলমা পাহাড় : বন্য হাতি

(c) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গণ্ডার

(d) দচিগাম : এশীয় সিংহ

Answer – (d) দচিগাম : এশীয় সিংহ

Q. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয়?[W.B.C.S. Preli -’19]

(a) হাওড়া থেকে হুগলী

(b) হাওড়া থেকে রানিগঞ্জ

(c) হাওড়া থেকে বর্ধমান

(d) শিয়ালদহ থেকে নৈহাটি

Answer – (a) হাওড়া থেকে হুগলী

Q.  নিম্নলিখিত কোন্ রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? [W.B.C.S Preli – 19]

(a) মিজোরাম

(b) ত্রিপুরা

(c) ওড়িশা

(d) মধ্যপ্রদেশ

Answer – (c) ওড়িশা

Q. শোলা অরণ্য দেখা যায়— [W.B.C.S Preli – 19]

(a) হিমালয় পর্বতে

(b) পশ্চিমঘাট পর্বতে

(c) বিন্ধ্য পর্বতে

(d) পূর্বঘাট পর্বতে

Answer – (b) পশ্চিমঘাট পর্বতে

Q. কোলের হ্রদ কোথায় অবস্থিত? [W.B.C.S Preli – 19]

(a) গোদাবরী ও কাবেরীর মধ্যে

(b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

(c) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে

(d) মহানদী ও গোদাবরীর মধ্যে

Answer – (b) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে

Q.  জনসংখ্যার লভ্যাংশ বলতে কী বোঝায় ? [W.B.C.S Preli – 19]

(a)  0-5 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(b) 6-15 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(c) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

(d) 65 বছরের অধিক বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

Answer – (c) 16-64 বছর বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি

Q. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন্ জেলাটি ছিল না ? [W.B.C.S. Preli – 19]

(a) কোচবিহার

(b) হাওড়া

(c) দার্জিলিং

(d) মুর্শিদাবাদ

Answer – (a) কোচবিহার

Q. পশ্চিমবঙ্গে শিক্ষার হার- [W.B.C.S. Preli – 19]

(a) 82.67%

(b) 74.04%

(c) 77.08%

(d) 71.16%

Answer- (c) 77.08%

Q.  নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে— [W.B.C.S. Preli -’19]

(a) ঝাড়খন্ডের

(b) বিহারের

(c) ওড়িশার

(d) আসামের

Answer – (a) ঝাড়খন্ডের

Q. লাক্ষা দ্বীপপুঞ্জ হল- [W.B.C.S. Preli -’19]

(a) প্রবাল দ্বীপপুঞ্জ

(b) আগ্নেয় দ্বীপপুঞ্জ

(c) টেকটনিক দ্বীপপুঞ্জ

(d) পলিগঠিত দ্বীপপুঞ্জ

Answer – (a) প্রবাল দ্বীপপুঞ্জ

Q.  নিম্নলিখিত কোন্ ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ? [W.B.C.S. Preli -’19]

(a) ক্রান্তীয় আর্দ্র চিরহরিৎ বনভূমি

(b) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

(c) পার্বত্য অঞ্চলে আর্দ্র নাতিষীতোষ্ন বনভূমি

(d) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি

Answer – (b) ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি

Q. মানস সরোবর অবস্থিত— [W.B.C.S. Preli -’19]

(a) কারাকোরাম পর্বতশ্রেণিতে

(b) পীরপাঞ্জাল পর্বতশ্রেণিতে

(c) কৈলাস পর্বতশ্রেণিতে

(d) মহাভারত পর্বতশ্রেণিতে

Answer – (c) কৈলাস পর্বতশ্রেণিতে

Q.  শিলং শহর অবস্থিত- [W.B.C.S Preli – 19 ]

(a) নাগা পর্বত

(b) গারো পর্বতে

(c) খাসি পর্বতে

(d) মিকির পর্বতে

Answer – (c) খাসি পর্বতে

Q. মহাকাশে (Space) কোন মহাকাশচারী (astro- naut) আকাশের রং কী দেখবে ? [WBP Constable-’19]

(a) কালো (black)

(b) বেগুনী (violet)

(c) লাল (red)

(d) নীল (blue)

Answer – (a) কালো (black)

Scroll to Top