Q. ‘কর্কটক্রান্তি রেখা (Tropic of Cancer) ‘ ভারতের নীচে বর্ণিত রাজ্যের উপর দিয়ে যায়নি? [WBP Constable-’19]
(a) উত্তরপ্রদেশ
(b) পশ্চিমবঙ্গ
(c) গুজরাট
(d) মিজোরাম
Answer – (a) উত্তরপ্রদেশ
Q. পশ্চিমবঙ্গের কোন নদী ‘বাংলার দুঃখ’ বলে পরিচিত? [ ICDS (Supervisor)’19]
(a) কংসাবতী
(b) গঙ্গা
(c) দামোদর
(d) সুবর্ণরেখা
Answer – (c) দামোদর
Q. দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস (উত্তরায়ণ) ঘটে— [Food (SI) 19]
(a) ২২ ডিসেম্বর
(b) ২৩ সেপ্টেম্বর
(c) ২১ জুন
(d) ২১ মার্চ
Answer – (a) ২২ ডিসেম্বর
Q. নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিক হয় ? [Food (SI)’19]
(a) গ্রানাইট
(b) চুনাপাথর
(c) পিট
(d) শেল
Answer – (b) চুনাপাথর
Q. নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস নয় ? [ Food (SI) ‘ 19]
(a) জলবিদ্যুৎ
(b) সৌরশক্তি
(c) জ্বালানি কোষ
(d) বায়ু শক্তি
Answer – (c) জ্বালানি কোষ
Q. সূর্যগ্রহণ ঘটে যখন— [Food (SI)’19]
(a) পৃথিবী, সূর্য ও চাঁদের মধ্যে আসে।
(b) চাঁদ ও সূর্যের মধ্যে সমকোণ উৎপন্ন হয়
(c) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে
(d) সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে
Answer – (c) চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে আসে
Q. ‘ঘুমার’ লোকনৃত্য হল- [Food (SI) ’19]
(a) গুজরাটের
(b) পাঞ্জাবের
(c) রাজস্থানের
(d) তামিলনাড়ুর
Answer – (c) রাজস্থানের
Q. ট্রোপোস্পিয়ার বায়ুমণ্ডলের উষ্মতম অংশ কারণ— [ Food (SI) ’19]
(a) এটি সূর্যের নিকটতম।
(b) এতে আধানযুক্ত কণা রয়েছে
(c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
(d) এর মধ্যে তাপ উৎপন্ন হয়
Answer – (c) এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়
Q. মাউন্ট এভারেস্টে ওটা প্রথম মহিলা ছিলেন—[Food (SI) ’19]
(a) আরতি সাহা
(b) আশা আগরওয়াল
(c) বাচেন্দ্রী পাল
(d) রীতা ফারিয়া
Answer – (c) বাচেন্দ্রী পাল
Q. বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হল— [Food (SI) ’19]
(a) রাইন খাল
(b) পানামা খাল
(c) সুয়েজ খাল
(d) এগুলির কোনোটিই নয়
Answer – (c) সুয়েজ খাল
Q. কুন জলপ্রপাত ভারতের কোন্ রাজ্যে অবস্থিত? [PSC (School Inspector)’18
(a) মধ্যপ্রদেশ
(b) রাজস্থান
(c) কেরালা
(d) মহারাষ্ট্র
Answer – (d) মহারাষ্ট্র
Q. কৃষ্ণ বন্যপ্রাণী অভয়ারণ্য (KWS) কোন্ রাজ্যে অবস্থিত? [PSC(School Inspector)’18]
(a) মহারাষ্ট্র
(b) কর্ণাটক
(c) অন্ধ্রপ্রদেশ
(d) কেরালা
Answer – (c) অন্ধ্রপ্রদেশ
Q. বিশ্বের বৃহত্তম সৌর পার্ক কোন্ ভারতীয় রাজ্যে আসবে ? [PSC (School Inspector) ’18 ]
(a) গুজরাট
(b) মহারাষ্ট্র
(c) পাঞ্জাব
(d) রাজস্থান
Answer – (a) গুজরাট
Q. পৃথিবীর দীর্ঘতম বেলেপাথর গুহা কোন্ রাজ্যে আবিষ্কৃত হয়েছে? [PSC (School Inspector) ’18 ]
(a) মেঘালয়
(b) কর্ণাটক
(c) অরুণাচল প্রদেশ
(d) মিজোরাম
Answer – (a) মেঘালয়
Q. সালাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন জম্মু ও কাশ্মীরের কোন নদীতীরে গড়ে উঠেছে? [PSC (School Inspector)’18]
(a) ঝিলাম
(b) রবি
(c) চিনাব
(d) বিস
Answer – (c) চিনাব
Q. সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে— [WBP SI’18]
(a) ইউরেনাস
(b) শুক্র
(c) বৃহস্পতি
(d) শনি
Answer – (a) ইউরেনাস
Q. দামোদর নদ-এর উৎপত্তি হয়েছে— [WBP SI’18]
(a) পূর্বঘাট থেকে
(b) রাজমহল মালভূমি থেকে
(c) ছোটনাগপুর মালভূমি থেকে
(d) হিমালয় থেকে
Answer – (c) ছোটনাগপুর মালভূমি থেকে
Q. ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর উপর, তা হল- [WBP SI’18]
(a) কংসাবতী
(b) নর্মদা
(c) মহানন্দা
(d) শতদ্রু
Answer – (b) নর্মদা
Q. মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন্ নদীর উৎপত্তি হয়েছে? [WBP SI’18]
(a) তুঙ্গভদ্রা
(b) নর্মদা
(c) মাহী
(d) তাপ্তী
Answer – (b) নর্মদা
Q. ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হল- [WBP SI’18]
(a) সুমেরুবৃত্ত
(b) কর্কটক্রান্তি রেখা
(c) মকরক্রান্তি রেখা
(d) নিরক্ষরেখা
Answer – (b) কর্কটক্রান্তি রেখা