Q. প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত?
(a) 10
(b) 11
(c) 16
(d) 17
Answer – (d) 17
Q. বৃহত্তম ভগ্নাংশ কোনটি?
(a) 7/8
(b) 13/16
(c) 31/40
(d) 63/80
Answer – (a) 7/8
Q. √3 নিধানের সাপেক্ষে √ 81 -এর লগারিদম্ কত?
(a) 2
(b) 4
(c) 3
(d) 5
Answer – (b) 4
Q. A: B = 3:4, B: C = 5:7 এবং C : D = 8:9 হলে A:D= ?
(a) 3:7
(b) 7:3
(c) 21:10
(d) 10:21
Answer – (d) 10:21
Q. এক ব্যাবসাতে A, B এবং C যথাক্রমে 1000 টাকা, 2000 টাকা এবং 3000 টাকা বিনিয়োগ করে। ব্যাবসাতে মোট 12000 টাকা লাভ হলে, C কত টাকা পাবে?
(a) 4200 টাকা
(b) 6000 টাকা
(c) 6200 টাকা
(d) 6800 টাকা
Answer – (b) 6000 টাকা
Q. প্রদত্ত সংখ্যাগুলির গড় কত? 566, 455, 231, 678, 989, 342, 715
(a) 590
(b) 555
(c) 568
(d) 513
Answer – (c) 568
Q. 72 জন লোক 280 মিটার লম্বা দেয়াল 21 দিনে গামতে পারে। কত জন লোক 18 দিনে 100 মিটার দেয়াল গাঁথতে পারবে?
(a) 30
(b) 10
(c) 18
(d) 28
Answer – (b) 10
Q. একটি খালি চৌবাচ্চা A ও B নল দিয়ে যথাক্রমে 30ঘণ্টায় ও 45 ঘণ্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে?
(a) 12 ঘণ্টায়
(b) 9 ঘণ্টায়
(c) 18 ঘণ্টায়
(d) 16 ঘণ্টায়
Answer – (c) 18 ঘণ্টায়
Q. একটি ট্রেনের গতিবেগ 180 কিমি/ঘণ্টা। মিটার/ সেকেন্ড-এ ট্রেনটির গতিবেগ কত?
(a) 5
(b) 40
(c) 30
(d) 50
Answer – (d) 50
Q. 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90কিমি/ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে?
(a) 7.2 সেকেন্ড
(b) 8.2 সেকেন্ড
(c) 7.8 সেকেন্ড
(d) 8 সেকেন্ড
Answer – (a) 7.2 সেকেন্ড
Q. স্থির জলে নৌকার বেগ 13 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা । স্রোতের প্রতিকূলে 63 কিমি যেতে। নৌকাটির কত সময় লাগবে?
(a) 4 ঘন্টা
(b) 9 ঘণ্টা
(c) 7 ঘন্টা
(d) 9/7 ঘন্টা
Answer – (c) 7 ঘন্টা
Q. এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) 55%
(b) 35%
(c) 25%
(d) 52%
Answer – (c) 25%
Q.বার্ষিক কত হারে 15000 টাকার 3 বছরের সুদ 5400 টাকা হবে?
(a) 11.5%
(b) 12.5%
(c) 15%
(d) 12%
Answer – (d) 12%
Q. রবীন্দ্র, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে, 18000 টাকার 3 বছরের শেষে সুদেমূলে কত টাকা পাবে?
(a) 23498
(b) 23400
(c) 23958
(d) 23900
Answer – (c) 23958
Q. 250 টাকা কেজি দরের চা-এর সাথে 300 টাকা কেজি। দরের চা কা অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত। চা-এর দাম 270 টাকা হবে?
(a) 2:5
(b) 1:2
(c) 3:2
(d) 2:3
Answer – (c) 3:2