Q. 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির
পার্থক্য কত?

(a) 9899
(b) 8999
(c) 9989
(d) 9889
Answer – (a) 9899

Q. ক্ষুদ্রতম কোটি? 8/15, 14/33, 7/13 , 11/13

(a) 14/33
(b) 7/13
(c) 8/15
(d) 11/13
Answer – (a) 14/33

Q. log(a²/b²)+ log(b²/c²)+ log(c²/a²)=?

(a) 3
(b) 0
(c) 1
(d) 2
Answer – (b) 0

Q. A : B = 2:3 , B: C = 2:4 এবং C:D = 2:5 হলে
A : D =?

(a) 2:15
(b) 2:5
(c) 1:5
(d) 3:5
Answer – (a) 2:15

Q. কোনো ব্যাবসাতে তিনজন বন্ধুর মূলধনের অনুপাত 2 : 3 : 4 | যদি মোট 18000 টাকা লাভ হয়, তবে মধ্যম বন্ধু কত টাকা পাবেন ?

(a) 4000 টাকা
(b) 6000 টাকা
(c) 5000 টাকা
(d) 8000 টাকা
Answer – (c) 5000 টাকা

Q. 5টি নম্বরের গড় 306.4; প্রথম দুটির গড় 431 এবং শেষ দটির গড় 214.5 । তৃতীয় সংখ্যাটি কত?

(a) 108
(b) 52
(c) 321
(d) 241
Answer – (d) 241

Q. 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে। 15 জন লোক দৈনিক কত ঘণ্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে?

(a) 6
(b) 10
(c) 12
(d) 15
Answer – (c) 12

Q. একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 3 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে?

(a) 14 মিনিটে
(b) 12 মিনিটে
(c) 10 মিনিটে
(d) 11 মিনিটে
Answer – (b) 12 মিনিটে

Q. 54 কিমি/ঘণ্টা = ?

(a) 14 মিটার/সেকেন্ড
(b) 21 মিটার/সেকেন্ড
(c) 15 মিটার/সেকেন্ড
(d) 27 মিটার/সেকেন্ড
Answer – (c) 15 মিটার/সেকেন্ড

Q. 36 কিমি/ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

(a) 200
(b)175
(c) 150
(d) 120
Answer – (c) 150

Q. স্থির জলে একটি নৌকার বেগ 10 কিমি/ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ 5 কিমি/ঘণ্টা। স্রোতের অনুকূলে 1 ঘণ্টা 12 মিনিটে নৌকাটি কত কিমি পথ অতিক্রম করবে?

(a) 16
(b) 17
(c) 18
(d) 19
Answer – (c) 18

Q. 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত?

(a) 3414 টাকা
(b) 3921 টাকা
(c) 3807 টাকা
(d) 3149 টাকা
Answer – (b) 3921 টাকা

Q. সুদ 3 মাস অন্তর দেওয়া হলে, বার্ষিক 20% হারে ,
16000 টাকার 9 মাসের সুদ কত টাকা?

(a) 2520
(b) 2524
(c) 2522
(d) 2518
Answer – (c) 2522

Q. 4.50 টাকা/ কেজি আলুর সাথে 6 টাকা/কেজি আলু কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত আলুর দাম 5.50 টাকা/কেজি হবে?

(a) 4:5
(b) 3:4
(c) 2:3
(d) 1:2
Answer – (d) 1:2

Q. একটি দ্রব্যের ক্রয়মূল্য 7840 টাকা । দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয়মূল্য হবে—

(a) 8388.80 টাকা
(b) 8000 টাকা
(c) 8383.80 টাকা
(d) 8833.80 টাকা
Answer – (a) 8388.80 টাকা

Scroll to Top