Q. 15015 -এর মৌলিক উৎপাদকগুলি হল:

(a) 3, 5, 7, 11, 37
(b) 3, 5, 11, 13, 37
(c) 3, 5, 7, 13, 37
(d) 3, 5, 7, 11, 13
Answer – (d) 3, 5, 7, 11, 13

Q. ছোটো থেকে বড়ো সাজাও: 4/5,7/8,6/7,5/6

(a) 4/5, 7/8, 6/7, 5/6
(b) 5/6, 6/7, 7/8, 4/5
(c) 7/8, 6/7, 5/6, 4/5
(d) 4/5, 5/6, 6/7, 7/8
Answer – (d) 4/5, 5/6, 6/7, 7/8

Q. log(a + 4) =log a+log 4 এবং log(a+b+4) = loga + log b + log4 হলে, b =?

(a) 16/13
(b) 11/13
(c) 12/13
(d) 10/13
Answer – (a) 16/13

Q. a/b = 7/9, b/c = 3/5 হলে, a:b:c-এর মান কত?

(a) 7:9:15
(b) 7:9:5
(c) 21:35:45
(d) 7:3:15
Answer – (a) 7:9:15

Q. A, B, C তিনজনে মোট 4700 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। A, B -এর থেকে 500 টাকা বেশি এবং B, C-এর থেকে 300 টাকা বেশি বিনিয়োগ করে । ব্যাবসাতে 1410 টাকা লাভ হলে, A কত টাকা পাবে?

(a) 520 টাকা
(b) 600 টাকা
(c) 640 টাকা
(d) 680 টাকা
Answer – (b) 600 টাকা

Q. 5 টি নম্বরের সমষ্টি 555 | প্রথম দুটি নম্বরের গড় 75 এবং তৃতীয় নম্বরটি 115 | শেষ দুটি নম্বরের গড় কত?

(a) 145
(b) 290
(c) 265
(d) 150
Answer – (a) 145

Q. 12 টি গরু একত্রে 7 দিনে 756 কেজি ঘাস খায় | 15 টি গরু 10 দিনে কত কেজি ঘাস খাবে?

(a) 1500
(b) 1200
(c) 1350
(d) 1400
Answer – (c) 1350

Q. একটি খালি চৌবাচ্চা A নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং B নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জল পূর্ণ হবে?

(a) 90 মিনিটে
(b) 50 মিনিটে
(c) 30 মিনিটে
(d) 20 মিনিটে
Answer – (b) 50 মিনিটে

Q. একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে। গাড়িটির গতিবেগ ঘণ্টায় কত কিমি?

(a) 40
(b) 32
(c) 48
(d) 54
Answer – (d) 54

Q. 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে ৺দাড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত?

(a) 12 মিটার/সেকেন্ড
(b) 10 মিটার/সেকেন্ড
(c) 15 মিটার/সেকেন্ড
(d) 20 মিটার/সেকেন্ড
Answer – (a) 12 মিটার/সেকেন্ড

Q. স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি/ঘণ্টা এবং নদীর স্রোতের বেগ ও কিমি/ঘণ্টা। স্রোতের প্রতিকূলে নৌকাটি 4 ঘন্টা 30 মিনিটে কত পথ অতিক্রম করবে?

(a) ৪ কিমি
(b) 9 কিমি
(c) 10 কিমি
(d) 12 কিমি
Answer – (b) 9 কিমি

Q. 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা ছিল?

(a) 240
(b) 220
(c) 210
(d) 250
Answer – (a) 240

Q. বার্ষিক 10% হারে 15000 টাকা নিয়োজিত করলে 1 বছর শেষে সুদে-আসলে কত টাকা পাবে, যখন সুদ 6 মাস অন্তর দেওয়া হয় ।

(a) 16537.50 টাকা
(b) 16500 টাকা
(c) 16525.50 টাকা
(d) 18150 টাকা
Answer – (a) 16537.50 টাকা

Q. এক ব্যক্তি ৪% বার্ষিক সরল সুদে 6 বছরে 8376
টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল?

(a) 17180
(b) 18110
(c) 16660
(d) 17450
Answer – (d) 17450

Q. 4 টাকা/কেজি দরের আলুর সাথে 6 টাকা/কেজি দরের আলু 2:3 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি কত টাকা হবে?

(a) 5.25
(b) 5.20
(c) 5.30
(d) 5.40
Answer – (b) 5.20

Scroll to Top