Q. 301 3 320 -এর মধ্যে মৌলিক সংখ্যা ক-টি?
(a) 6
(b) 5
(c) 4
(d) 3
Answer – (c) 4
Q. 1 + 1/2 + 1/4 + 1/7 + 1/14 + 1/28 = ?
(a) 2.5
(b) 2
(c) 3
(d) 3.5
Answer – (b) 2
Q. log(2 + x) =log2+logx হলে x=?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (b) 2
Q. m : n = 3:2 হলে
(4m + 5n) : (4m – 5n) = ?
(a) 4:9
(b) 9:4
(c) 11:1
(d) 9:1
Answer – (c) 11:1
Q. কোনো ব্যাবসাতে A, B, C-এর মূলধনের অনুপাত 2: 3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত 3 : 4 : 5 হলে, তাদের লভ্যাংশ কী অনুপাতে বণ্টিত হবে?
(a) 3:4:5
(b) 5:8:9
(c) 8:9:11
(d) 6:12:25
Answer – (d) 6:12:25
Q. 7টি সংখ্যার মধ্যে প্রথম 4 টির গড় 4 এবং শেষ 4 টির গড়ও 4 । যদি 7 টির গড় ও হয় তবে চতুর্থ সংখ্যাটি কত?
(a) 3
(b) 4
(c) 7
(d) 11
Answer – (d) 11
Q. একই কর্মক্ষমতাসম্পন্ন দুই ব্যক্তি দুটি কাজ দুই দিনে করতে পারে। একই কর্মক্ষমতাসম্পন্ন 100 জন ব্যক্তি 100 টি সমান কাজ কত দিনে করতে পারবে?
(a) 100
(b) 10
(c) 5
(d) 2
Answer – (d) 2
Q. একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে?
(a) 10 মিনিট
(b) 12 মিনিট
(c) ৪ মিনিট
(d) 7 মিনিট
Answer – (b) 12 মিনিট
Q. এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে। তার গতিবেগ প্রতি ঘণ্টায় কত কিলোমিটার?
(a) 25
(b) 21.6
(c) 23
(d) 20
Answer – (b) 21.6
Q. 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি/ঘন্টা। ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে?
(a) 12 সেকেন্ড
(b) 8 সেকেন্ড
(c) 7 সেকেন্ড
(d) 14 সেকেন্ড
Answer – (d) 14 সেকেন্ড
Q. এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিমি/ঘণ্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে 9 কিমি/ঘণ্টা বেগে দাঁড় টানতে পারে। স্থির জলে ব্যক্তির গতিবেগ ঘণ্টায় কত কিমি?
(a) 8
(b)10
(c) 15
(d) 12
Answer – (d) 12
Q. একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায়
বিক্রয় করলে 15% ক্ষতি হবে?
(a) 1202 টাকা
(b) 1160 টাকা
(c) 1190 টাকা
(d) 1000 টাকা
Answer – (c) 1190 টাকা
Q. অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে-আসলে 19050 টাকা পেল। সে কত টাকা বিনিয়োগ করেছিল?
(a) 14500
(b) 11050
(c) 15000
(d) 10950
Answer – (c) 15000
Q. 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, 1000 টাকার 20% হারে 18 মাসের সুদ কত হবে?
(a) 320 টাকা
(b) 1331 টাকা
(c) 331 টাকা
(d) কোনোটিই নয়
Answer – (c) 331 টাকা
Q. কোনো এক প্রকার মিশ্রসারে ইউরিয়া ও পটাশের অনুপাত 2:3, এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মেশালে নতুন অনুপাত কত হবে?
(a) 3:4
(b) 3:2
(c) 4:3
(d) 2:3
Answer – (a) 3:4