Q. a, b, c ….. , x y z 26 টি স্বাভাবিক সংখ্যা হলে, ( x – a) (x – b) ( x – c) . . . (x – y) (x – z) – এর মান কত?

(a) 0
(b) 1
(c) 13
(d) 26
Answer – (a) 0

Q. 5 2/3 – 3 2/5 + 7 1/4 = ?

(a) 9 31/60
(b) 9 2/5
(c) 9 11/13
(d) 8 3/5
Answer – (a) 9 31/60

Q. 2log x= log(5x – 6) হলে,x=?

(a) 2,1
(b) 2,3
(c) 3 ,1
(d) 1,4
Answer – (b) 2,3

Q. A: B= 1/2 : 3/8 ; B: C= 1/3 : 5/9 এবং

C:D= 5/6 : 3/4 হলে, A: B: C: D = ?

(a) 6:4:8:10
(b) 6:8:9:10
(c) 8:6:10:9
(d) 4:6:8:10
Answer – (c) 8:6:10:9

Q. কোনো ব্যাবসাতে A, B ও C-এর মূলধনের অনুপাত 5: 6: 8 এবং বছরের শেষে প্রাপ্ত লভ্যাংশের অনুপাত 5: 3:1। তাদের মূলধনের নিয়োজিত সময়ের অনুপাত কত?

(a) 8:4:1
(b) 12:9:7
(c) 25:18:8
(d) 5:6:8
Answer – (a) 8:4:1

Q. 22 জনের নম্বরের গড় 45 । তাদের মধ্যে প্রথম 10 জনের নম্বরের গড় 55 এবং শেষ 11 জনের নম্বরের গড় 40।11 তম ছাত্রের নম্বর কত?

(a) 45
(b) 0
(c) 50
(d) 47.5
Answer – (b) 0

Q. 6 জন লোক বা 12 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে। কত দিনে ৪ জন লোক ও 16 জন মহিলা এর দ্বিগুণ কাজ করতে পারবে?

(a) 2
(b) 5
(c) 15
(d) 10
Answer – (c) 15

Q. একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘণ্টায় পূর্ণ হয়। কিন্তু চৌবাচ্চাটির তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘণ্টা বেশি সময় লাগে । ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে?

(a) 10 ঘণ্টা
(b) 20 ঘণ্টা
(c) 40 ঘণ্টা
(d) 30 ঘণ্টা
Answer – (d) 30 ঘণ্টা

Q. এক ব্যক্তি 5 কিমি/ঘণ্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

(a) 600
(b) 750
(c) 1000
(d) 1250
Answer – (d) 1250

Q. 45 কিমি/ঘন্টা গতিবেগে ধাবমান 171 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 229 মিটার লম্বা একটি সে অতিক্রম করবে?

(a) 30
(b) 35
(c) 32
(d) 40
Answer – (c) 32

Q. একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘণ্টায় ৪ কিমি এবং পরের 1 ঘণ্টায় স্রোতের প্রতিকূলে 2 কিমি অতিক্রম করে। স্রোতের বেগ ঘণ্টায় কত কিমি?

(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Answer – (b) 3

Q. এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 11% লাভ হবে?

(a) 222 টাকা
(b) 220 টাকা
(c) 222.50 টাকা
(d) 267 টাকা
Answer – (a) 222 টাকা

Q. 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছরের সুদ কত হবে?

(a) 90 টাকা
(b) 180 টাকা
(c) 33 টাকা
(d) কোনোটিই নয়
Answer – (a) 90 টাকা

Q. কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি
সুদ 420 টাকা হবে?

(a) 1100
(b) 1000
(c) 2200
(d) 2000
Answer – (d) 2000

Q. 5 টাকা/কেজি এবং 6.50 টাকা/কেজি দরের আলু মিশিয়ে 100 কেজি মিশ্রিত আলু তৈরি করা হল। মিশ্রিত আলুর দাম 5.60 টাকা/কেজি হলে প্রথম প্রকার আলু কত কেজি মেশানো হয়েছিল?

(a) 60
(b) 20
(c) 12
(d) 80
Answer – (a) 60

Scroll to Top