Q. 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হল-

(a) 1936
(b) 1089
(c) 484
(d) 121
Answer – (d) 121

Q. 248.8-190.48 +68.08 = ?

(a) 124.4
(b) 128.4
(c) 124.6
(d) 126.4
Answer – (d) 126.4

Q. log2 log3 log5 125 = ?

(a) 0
(b) 1
(c) 2
(d) 3
Answer – (a) 0

Q. 7:11-এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3 : 4 হবে?

(a) 8
(b) 7.5
(c) 6.5
(d) 5
Answer – (d) 5

Q. A, B, C তিন ব্যক্তি যথাক্রমে 1/2:1/3:/1/4 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটি ব্যাবসা শুরু করে 2 মাস পর A তার অর্ধেক মূলধন তুলে নেয়। 12 মাস পর 378 টাকা লাভ হলে, B কত টাকা পাবে?

(a) 156 টাকা
(b) 129 টাকা
(c) 168 টাকা
(d) 144 টাকা
Answer – (d) 144 টাকা

Q. একটি ক্লাসের 150 জন ছাত্রছাত্রীর গড় ওজন 60 কেজি। 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি হলে, বাকি 100 জন ছাত্রীর গড় ওজন কত ?

(a) 65 কেজি
(b) 50 কেজি
(c) 55 কেজি
(d) 60 কেজি
Answer – (c) 55 কেজি

Q. 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার দেয়াল 10 দিনে গাঁথতে পারে। 14 জন পুরুষ ও 20 জন মহিলা 600 মিটার দেয়াল কত দিনে গাঁথতে পারবে?

(a) 15
(b) 20
(c) 25
(d) 30
Answer – (a) 15

Q. একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘণ্টায় পূর্ণ হয়। কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘণ্টা সময় বেশি লাগে। পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নাল দিয়ে কতক্ষণে খালি হবে?

(a) 45 ঘণ্টা
(b) 60 ঘণ্টা
(c) 30 ঘণ্টা
(d) 48 ঘণ্টা
Answer – (b) 60 ঘণ্টা

Q. 100 মিটার দূরত্ব দৌড়োতে A-এর 27 সেকেন্ড এবং B-এর 30 সেকেন্ড সময় লাগে। A, B কে কত মিটারে হারায়?

(a) 9
(b) 10
(c) 11 1/8
(d) 12
Answer – (b) 10

Q. 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি/ঘণ্টা। ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য (মিটারে) কত?

(a) 77200
(b) 500
(c) 1300
(d) 13
Answer – (b) 500

Q. একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় কত কিমি?

(a) 15
(b) 10
(c) 5
(d) 7.5
Answer – (a) 15

Q. বিক্রয়মূল্যের ওপর 20% লাভ হলে, ক্রয়মূল্যের ওপর লাভের হার কত?

(a) 16 2/3%
(b) 25%
(c) 15%
(d) 16 1/3%
Answer – (d) 16 1/3%

Q. অনুরাগ 56500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছরের শেষে সুদে-আসলে কত টাকা পাবে?

(a) 75680
(b) 77540
(c) 76840
(d) 73420
Answer – (c) 76840

Q. কত আসলের 10% চক্রবৃদ্ধি হারে 2 বছরের শেষে সুদ 945 টাকা হবে?

(a) 5400
(b) 4500
(c) 5100
(d) 4800
Answer – (b) 4500

Q. দুই প্রকার মিশ্রণে টিন ও লোহার অনুপাত 1: 2 এবং 2:3 । এই দুই প্রকার মিশ্রণ 3 : 4 অনুপাতে মেশালে নতুন মিশ্রণে টিন ও লোহার অনুপাত কী হবে?

(a) 14:25
(b) 10:21
(c) 13:22
(d) 12:23
Answer – (c) 13:22

Scroll to Top