Q. (337)³³⁷ – এর একক স্থানীয় অঙ্কটি কত?
(a) 1
(b) 3
(c) 7
(d) 9
Answer – (c) 7
Q. 0.3•+0.4•+0.7•+0.8• = ?
(a) 2.4
(b) 2.44
(c) 2.444
(d) 2.4•
Answer – (d) 2.4•
Q. 2logx = log3 + 2log2 -1/2log9 হলে x =?
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (b) 2
Q. দুটি সংখ্যার অনুপাত 7: 11 | সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত হয় 2:3 | ছোটো সংখ্যা কোনটি?
(a) 39
(b) 49
(c) 66
(d) 77
Answer – (b) 49
Q. বছরের শুরুতে A, 4500 টাকা নিয়ে ব্যাবসা শুরু করার কিছু মাস পর B, 5400 টাকা নিয়ে ব্যাবসাতে যোগ দেয়। বছরের শেষে উভয়ে 2:1 অনুপাতে লভ্যাংশ পেলে B কত মাস পরে ব্যাবসাতে যোগ দেয়?
(a) 4 মাস
(b) 5 মাস
(c) 6 মাস
(d) 7 মাস
Answer – (d) 7 মাস
Q. প্রথম 9 টি মৌলিক সংখ্যার গড় কত?
(a) 9
(b) 11
(c) 11 2/9
(d) 11 1/9
Answer – (d) 11 1/9
Q. কিছু লোক একটি কাজ 60 দিনে করে। ৪ জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কত জন লোক ছিল?
(a) 40
(b) 35
(c) 45
(d) 50
Answer – (a) 40
Q. দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে?
(a) 10 মিনিট
(b) 20 মিনিট
(c) 12 মিনিট
(d) ৪ মিনিট
Answer – (d) ৪ মিনিট
Q. একটি বাস 72 কিমি/ঘণ্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘণ্টায় অতিক্রম করল। সেই দূরত্ব 12 ঘণ্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে?
(a) 16 কিমি/ ঘণ্টা
(b) 17 কিমি/ ঘণ্টা
(c) 18 কিমি/ ঘণ্টা
(d) 9 কিমি/ঘন্টা
Answer – (c) 18 কিমি/ ঘণ্টা
Q. 90 কিমি/ঘণ্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
(a) 280
(b) 260
(c) 250
(d) 300
Answer – (d) 300
Q. এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘণ্টায় কত কিমি?
(a) 9
(b) 4.5
(c) 4
(d) 5.6
Answer – (b) 4.5
Q. বিক্রয়মূল্যের ওপর 20% ক্ষতি হলে, ক্রয়মূল্যের ওপর ক্ষতির হার কত?
(a) 16 2/3%
(b) 25%
(c) 15%
(d) 16 1/3%
Answer – (a) 16 2/3%
Q. বার্ষিক কত হারে 6 বছরের সুদ, আসলের 9/25
অংশ হবে?
(a) 8 1/2%
(b) 8%
(c) 6%
(d) 6 1/2%
Answer – (c) 6%
Q. বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 1800 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 378 টাকা হবে?
(a) 2.8
(b) 3
(c) 2
(d) 2.5
Answer – (c) 2
Q. 25% অ্যালকোহল যুক্ত মিশ্রণের সাথে 50% অ্যালকোহল যুক্ত মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে 40% অ্যালকোহল থাকবে?
(a) 1:2
(b) 2:3
(c) 2:1
(d) 3:2
Answer – (b) 2:3