Q. 3²¹ – কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে –
(a) 1
(b) 2
(c) 3
(d) 4
Answer – (c) 3
Q. 999 98/99 ×99 -এর মান হল-
(a) 99899
(b) 99989
(c) 99999
(d) 98999
Answer – (d) 98999
Q. logx256 =8 হলে ,x=?
(a) 4
(b) 3
(c) 1
(d) 2
Answer – (d) 2
Q. 8 ও 18 এর মধ্য সমানুপাতী কত?
(a) 10
(b) 12
(c) 13
(d) 32/9
Answer – (b) 12
Q. A, 7000 টাকা নিয়ে একটি ব্যাবসা শুরু করে। 5 মাস পর B কিছু টাকা নিয়ে ব্যাবসায় যোগ দেয়। এক বছর পর 2:3 অনুপাতে লভ্যাংশ বণ্টিত হলে, B কত টাকা নিয়ে যোগ দেয়?
(a) 9000 টাকা
(d) 10000 টাকা
(c) 6500 টাকা
(d) 18000 টাকা
Answer – (d) 18000 টাকা
Q. পরপর চারটি বিজোড় সংখ্যার গড় 12 হলে, সর্বনিম্ন কোনটি?
(a) 9
(b) 3
(c) 5
(d) অনির্ণেয়
Answer – (a) 9
Q. 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল। কত দিনে বাকি কাজটি শেষ হবে?
(a) 2
(b) 3
(c) 4
(d) 5
Answer – (a) 2
Q. A ও B ট্যাপ একটি বালতিতে যথাক্রমে ৪ ঘণ্টা ও 6 ঘণ্টায় জলপূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘণ্টা পরে A ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিকে জলপূর্ণ করতে B ট্যাপের আর কত সময় লাগবে?
(a) 6 ঘন্টা
(b) 3/4 ঘণ্টা
(c) 3 1/2 ঘণ্টা
(d) 4 ঘণ্টা
Answer – (b) 3/4 ঘণ্টা
Q. দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি / ঘণ্টা এবং 2 কিমি/ঘণ্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে। কত সময় পর তারা মিলিত হবে?
(a) 4.8 ঘণ্টা
(b) 4.5 ঘণ্টা
(c) 4 ঘণ্টা
(d) 5 ঘণ্টা
Answer – (c) 4 ঘণ্টা
Q. 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি/ঘণ্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি/ঘণ্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময়ে অতিক্রম করবে?
(a) 10 সেকেন্ড
(b) 10.8 সেকেন্ড
(c) 9 সেকেন্ড
(d) 9.6 সেকেন্ড
Answer – (b) 10.8 সেকেন্ড
Q. একটি নৌকা স্রোতের অনুকূলে 40 কিমি যায় ৪ ঘণ্টায় এবং স্রোতের প্রতিকূলে 36 কিমি যায় 6 ঘণ্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় কত কিমি?
(a) 6.5
(b) 5.5
(c) 6
(d) 5
Answer – (b) 5.5
Q. সময় ও বার্ষিক সুদের হার সমান হলে, বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে?
(a) 1/3%
(b) 3 1/3%
(c) 3%
(d) 3/10%
Answer – (b) 3 1/3%
Q. 2500 টাকার 4% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা?
(a) 40
(b) 45
(c) 14
(d) 4
Answer – (d) 4
Q. 60 লিটার মিশ্রণে সিরাপ ও জলের অনুপাত 3 : 7। কত লিটার জল মেশালে নতুন সরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 হবে?
(a) 5
(b) 2.5
(c) 2
(d) 3
Answer – (d) 3
Q. একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
(a) 40%
(b) 30%
(c) 35%
(d) 50%
Answer – (a) 40%