Q. [(1001)²⁰⁰⁸ + 1002]-এর একক স্থানীয় অঙ্ক হল-

(a) 0
(b) 3
(c) 4
(d) 6
Answer – (b) 3

Q. 6 5/6 × 5 1/3 + 17 2/3 × 4 1/2 = কত?

(a) 112 1/3
(b) 116 2/3
(c) 240
(d) কোনোটিই নয়
Answer – (d) কোনোটিই নয়

Q. log3 = 0.477 হলে, 3⁵⁶ -এর অঙ্ক-সংখ্যা কত?

(a) 28
(b) 27
(c) 26
(d) 25
Answer – (b) 27

Q. x : y = 7:3 হলে, (x²+ y²) ÷ (x² – y²) = ?

(a) 29/20
(b) 4/3
(c) 3/7
(d) 7/3
Answer – (a) 29/20

Q. একটি ব্যাবসাতে A ও B এর মধ্যে A মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়াগ করে এবং B লাভের 2/3 অংশ লাভ করে। B-এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল?

(a) 10 মাস
(b) 12 মাস
(c) 9 মাস
(d) 6 মাস
Answer – (a) 10 মাস

Q. একটি ছাত্রের 10 টি পরীক্ষায় নম্বরের গড় ৪০। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বর না ধরলে গড় হয় ৪1 । যদি সর্বোচ্চ নম্বর 92 হয়, তবে সর্বনিম্ন নম্বর কত?

(a) 55
(b) 62
(c) 61
(d) 60
Answer – (d) 60

Q. 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ ৪ দিনে করে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে?

(a) 24
(b) 32
(c) 40
(d) 36
Answer – (c) 40

Q. দুটি পাইপ একটি খালি ট্যাংক যথাক্রমে 4 ঘণ্টায় ও 6 ঘণ্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাংক 3ঘণ্টায় খালি করে। তিনটি পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাংক কত ঘণ্টায় পূর্ণ হবে?

(a) 3
(b) 9
(c) 12
(d) 24
Answer – (c) 12

Q. A এবং B 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘণ্টা 15 মিনিটে মিলিত হয়। A-এর গতিবেগ 4 কিমি/ঘণ্টা হলে, B-এর গতিবেগ হল—

(a) 4 2/3 কিমি/ঘণ্টা
(b) 3 3/5 কিমি/ঘণ্টা
(c) 5 3/5 কিমি/ঘণ্টা
(d) 6 3/5কিমি/ঘণ্টা
Answer – (c) 5 3/5 কিমি/ঘণ্টা

Q. দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলেছে | যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ডে অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ (কিমি/ঘণ্টা) কত?

(a) 72
(b) 10
(c) 36
(d) 18
Answer – (c) 36

Q. এক মাঝি স্রোতের প্রতিকূলে 2 কিমি যায় 1ঘণ্টায় এবং স্রোতের অনুকূলে 1 কিমি যায় 10 মিনিটে । স্থির জলে 5 কিমি যেতে মাঝির কত সময় লাগবে?

(a) 1 ঘণ্টা
(b) 1 ঘণ্টা 15 মিনিট
(c) 1 1/2 ঘণ্টা
(d) 40 ঘণ্টা
Answer – (b) 1 ঘণ্টা 15 মিনিট

Q. 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?

(a) 1069
(b) 1200
(c) 1230
(d) 1320
Answer – (c) 1230

Q. কোনো আসল 25 বছরে সুদে-আসলে 3 গুণ হলে, সুদের হার কত?

(a) 6%
(b) 8%
(c) 5%
(d) 4%
Answer – (b) 8%

Q. কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল
সুদের পার্থক্য 16 টাকা হবে?

(a) 6200
(b) 6400
(c) 6250
(d) অনির্ণেয়
Answer – (b) 6400

Q. একটি সংকর ধাতুতে তামা, দস্তা ও নিকেলের অনুপাত 5:3:2 | এই প্রকার 100 কেজি সংকর ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত 5 : 3:3 হবে?

(a) 12
(b) 8
(c) 10
(d) 15
Answer – (c) 10

Scroll to Top